হ্যাকিং এর হাতেখড়ি-০৯ ওয়াইফাই হ্যাকিং এর যতো কথা

ওয়াইফাই হ্যাক করার জন্য অনেকগুলি ট্রিক্স আছে; তবে হ্যাকিং এর সফলতা নির্ভর করে আপনার দক্ষতা এবং মেধার ওপর তাই নিয়মিত প্রাকটিস করুন তাহলেই একদিন টেকনোলজির জগতে আপনি অনন্য টেক-এক্সপার্ট হতে পারবেন।

যাইহোক ওয়াইফাই হ্যাক এর কিছু নিময় সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো.
(১) wifi wpa wps tester অ্যাপস হতে আপনি রাউটাট পিন জেনে ওয়াইফাই হ্যাক করতে পারেন।
(২) wifi map অ্যাপস হতে আপনি আপনার এলাকার এক্সপ্লোটেড ওয়াইফাই সিগন্যাল এর পাসওয়ার্ড পেয়ে যাবেন(যেগুলি ভিন্ন ইউসারেরা ঐ ওয়াইফাই এর পাসওয়ার্ড শেয়ার করেন)।
(৩) swift wifi অ্যাপস হতে আপনি আপনার সিগন্যাল নেটওয়ার্কের ওয়াফাই হ্যাক করতে পারেন।
(৪) আপনার ডিভাইসে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড পেতে পারেন Es File Explorer ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে Local - > Device - > System -> ETC Folder - > Wifi - > wpa_supplicant.conf - > ES text viewer. -> এইভাবে আপনি কানেক্টেড পাসওয়ার্ড টেক্সট আকারে দেখতে পাবেন(তবে রুট আবশ্যক)।
(৫) আপনি নিজের ডিভাইসে কিলগার অ্যাপস রেখে কিংবা স্ক্রিন রেকর্ডার অ্যাপস রেখে এমন ওয়াইফাই হ্যাক করতে পারেন যেন আপনার বন্ধু আপনাকে না জানিয়েই যেসব ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে তার ওয়াইফাই কানেক্ট করিয়ে দেন।
(৬) বেশীরভাগ ওয়াইফাই রাউটার গেটওয়ে হলো http://192.168.1.1 কিংবা http://192.168.0.1/ এই এড্রেসে আপনি সরাসরি রাউটারের এডমিন প্যানেলে ঢুকে আপনিও হয়ে যেতে পারবেন একজন হ্যাকার(যদি রাউটারের ডিফল্ট ইউসার নেম+পাসওয়ার্ড পাল্টানো না হয় তবে ডিফল্ট ইউসার নেম এবং পাসওয়ার্ড হলো admin)

এছাড়াও ওয়াইফাই হ্যাক কারার জন্য ফিশিং, কালি লিনাক্স, ব্রুটফোর্সের মতোন বেশকিছু নিয়ম আছে; মূলত হ্যাকিং এর শুরু আছে কিন্তু এই বিদ্যার শেষ নেই.জ্ঞানের সমুদ্র ততোই অতল!
যদিও হ্যাকিং রিলেটড এই টিউনটি সংক্ষিপ্ত মনে হতে পারে তথাপি কার্যকর নিয়মগুলি ছোট করে সহজভাবে তুলে ধরা হলো যা আপনি চেষ্টা করলেই সফল হতে পারবেন।
ধন্যবাদ।
ফেসবুকে আমাকে পেতে পারেন→Anonymous Hacker

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস