How To Create An Easily Landing Page For CPA Offer CPA Marketing Bangla 2018

আশাকরি আপনারা ভাল আছেন। আজ আপনাদের কাছে শেয়ার করব সিপিএ মার্কেটিং নিয়ে। নিশ্চয় সিপিএ মার্কেটিং নাম শুনেছেন। সিপিএ মার্কেটিং প্রমোট করতে হলে অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজ দরকার হয়। কিন্তু অনেকেরই কাছে ধারণা খবুই কম থাকে যে, কীভাবে ল্যান্ডিং পেজ বানাব, কীভাবে কোথায় সুন্দর ট্যাপ্লেট পাব, কেমন হলে সুন্দর হবে, বা আমি তো কোডিং জানি না ইত্যাদি ইত্যাদি এই নিয়ে আপনারা কনফিউজ হয়ে পড়েন। কোন টেনশন নেই আমি তো আছি। আমি একজন সিপিএ মার্কেটার। যাইহোক, কোন ঝামেলাই ছাড়া সুন্দরভাবে আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরী করতে পারবেন একটি সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটি নাম ‘মবিরাইজ’।

বৈশিষ্ট্যঃ

১। প্রচুর ট্যামপ্লেট রয়েছে

২। প্রয়োজনীয় প্লাগিং (সিপিএ রিলেটেড)

৩। এক্সপোর্ট এর সুবিধা

৪। মোবাইল ফ্রেন্ডলি

৫। কোন কোডিং করতে হয় না

৬। কোন অ্যাডভার্টাইজিং নেই. প্রভৃতি রয়েছে।

সাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি  সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন। আর এটা কিভাবে কাজ করে আপনারা চাইলে আমার একটি চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারেন.আশা করি বুঝতে পারবেন।

Landing page Video: https://www.youtube.com/watch?v=6bt__MIW2pI

Level 0

আমি মাহমুদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস