সাহায্যঃ ভিডিও এডিটর

একটা ভিডিও এডিটিং সফটওয়্যার খুজছি, যেটা দিয়ে সহজেই ভিডিও কাট করা, জোড়া দেওয়া বা ভিডিওর উপর টেক্সট দেয়া ইত্যাদি সাধারন কাজগুলো সহজেই করা যায়। সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো এডিট করা ভিডিও তুলনামূলক কম সময়ে এক্সপোর্ট/সেভ করা যায়। এই ধরনের কোন সফটওয়্যার এর কথা কেউ জেনে থাকলে দয়া করে নাম বা লিঙ্ক দিয়ে সাহায্য করুন।

আমি এডোবি প্রিমিয়ার ব্যবহার করেছি, এটা খুবই এডভান্সড যা আমার এই মূহুর্তে দরকার নেই। আর এতে এডিট করা ভিডিও এক্সপোর্ট করতে অনেক সময় লাগে।
নেটে খুজছি কিন্তু বুঝতে পারছি না কোনটা ভালো হবে।
তাই এই ব্যপারে কেউ জেনে থাকলে প্লিজ সাহায্য করুন...........

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/featured/tune-id/1289/ এটা কাজে লাগতে পারে।

ভাই আমি প্রিমিয়ার ছাড়া অন্য কোন সফটওয়্যার এর কথা ভাবি না। যদিও সময় বেশি লাগে। কিন্তু ভিডিও এডিটিং এর জন্য দারুন।

আমার কাছে তো Ulead MediaStudio8 সব চেয়ে বেস্ট্‌।তবে এই মুহুর্তে আমি ডাউনলোড এর লিংক দিতে পারছি না আর সেট ফ্রী ডাউনলোড করা যাবে কিনা তাও বলতে পারছি না… তবে ওটার কোন টিউটোরিয়াল লাগলে আমাকে বলবেন। সে ক্ষেত্রে হেল্প করতে পারি।

আপনি যেটা ব্যবহার করছেন মানে এডোব প্রিমিয়ার ইজ দ্যা বেষ্ট অফ বেষ্ট। অন্য কোথাও আপনি এর স্পেশাল ফিচারগুলো পাবেন না। আরো বড় কথা হচেছ এটি শিখতে পারলে পরবর্তীতে আপনি বাংলাদেশের ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ করতে পারবেন। হয়তো নতুন ব্যবহার করছেন বলে আপনার কাছে একটু জটিল মনে হচেছ কিন্তু এটিই বেষ্ট। এর সবগুলো ফিচার দেখে নিন এবং কীবোর্ড শর্টকাট করে কাজ করুন। অনেক দ্রুত কাজ করতে পারবেন। এবং এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালো ভাবে টেষ্টেড। সুতরাং হতাশ না হয়ে চালিয়ে যান। আরেকটি কথা অবশ্যই প্রো ১.৫ বা এর উপরের ভার্সণ ব্যবহার করবেন নয়তো ফলাফল জিরো। আর মফস্বলে খুব দ্রুত কাজ করার জন্য কোরেল মিডিয়া ষ্টুডিও নামে একটি সফটওয়্যার অনেকে ব্যবহার করে বিশেষ করে বিয়ের ভিডিও এডিট করার জন্য। যদি আপনি সর্বোচ্চ ১ বা ২ মিনিটের স্পেশাল এফেক্ট সমৃদ্ধ কোন কিছু তৈরী করতে চান তাহলে অবশ্যই এডোব আফটার এফেক্ট ব্যবহার করতে হবে। এর শেফিয়ার এবং ছাইকর এফেক্ট প্লাগইনস ব্যবহার করে খুব দ্রুত দুর্দান্ত এফেক্ট দেয়া সম্ভব। তবে ব্যবহারের দিক থেকে এটি প্রথম প্রথম একটু জটিল মনে হতে পারে। কিন্তু হতাশ না হয়ে চালিয়ে যান দেখবেন প্রাকটিস করলে খুব দ্রুত বুঝতে পারবেন ভিজ্যুয়াল মিডিয়ায় বিজ্ঞাপণগুলো কিভাবে তৈরী হয়। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আবারো বলছি প্রিমিয়ার এবং আফটার এফেক্ট ছাড়া চোখ ধাধানো কিছু তৈরী করা সম্ভব নয়। বুঝতেই পারছেন…..

মন্তব্য করার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।

@রুবেল ভাই এত ব্যস্ততাত মাঝেও আমার সমস্যার সমাধান ও আপনার অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করার জন্যে আপনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রুবেল কোনো লেখা পাচ্ছি না অনেক দিন।

রুবেল ভাই কোনো লেখা পাচ্ছি না অনেক দিন।

রুবেল ভাইয়ার মন্তব্যটি আসলেই কাজের।