টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

একটা সময় টেকটিউনস ছিল এক ভালোবাসার নাম দিন রাত শুধু টেকটিউনস ময়। ঘুম্থেকে উঠার পর মোবাইল হাতে নিয়েই আগে চেক করতাম নতুন কি টিউন  এলো। কিন্তু  অত্যান্ত দঃখের সাথে যানাতে হচ্ছে যে দিন দিন টেকটিউনস তাঁর ভালোবাসার জায়গাটি হারিয়ে ফেলেছে এখন মনে হয় আগে যে রকম বিটিভিতে মুভি দেখার সময় শুধু এডভারটাইস  দিত ঠিক সেরকমি হয়েগেছে আমাদের এই ভালোবাসার টেকটিউনস। এভাবে চলতে থাকলে খুব তারাতারিই ডাউন হয়ে যেতে হবে। ভিজিটর রা  আর আসবে না আর আসবেইবা কেনো? স্কুল কলেজ, বিঙ্গান বক্স, আজকের ডিল এই গুলার বিঙ্গাপন দেখার জন্য?

তাও কতৃক্ষের দৃষ্টি  আকর্ষন  করে বলছি খুব শীগ্রী একটু ব্যাবস্থা নিন

Level 3

আমি আমিনুল ইসলাম মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কথাটি গুলো ঠিক আগে টিকটিউন অপেন করলেই শিক্ষনিয় টিউন পাওয়া যেত। কিন্তু এখন শুধুই এড উমুক ভিডি দেখুন তুমুক সাইটে যান ইত্যাদি। তবে হ্যা আপনি আর একটি কথা বললেন যে। বিজ্ঞান বক্স আজকের ডিল, আসলে একটা সাইট চালাতে গেলে খরচা আছে এড ছাড়া ইনকাম হবে কি ভাবে। তবে একটা বিষয় খারপ লাগে তা হল টিউনের নামের নিচেই এড, এটা খুবই বিরক্তি কর।

এডভার্টাইজমেন্ট থাকব না তো আপনার বাবা টাকা দেয় টেকটিউনস চলতে? না আপনার শুশুর। ফেসবুকে প্রতি ৪ টা পোস্ট পরপর এড থাকে ঐটা কী?

আপনার টিউন দেখলাম করছেন তো সব রেফারালের টিউন আবার আসছেন জ্ঞান দিতে। আপনার মত অশিক্ষিত আবাল দিয়ে দেশ ভরে গেছে তার প্রভাব সব জায়গাতে পড়ছে। কি টেকটিউনস আর কী ইউটিউব আপনার মত অশিক্ষিত কোয়লিটিলেস রা ইউটিউব আর টেকটিউনসে ১ টাকার জন্য ভিক্ষা করে বেড়ায়। আর একটা কন্টেন্ট তৈরি তো দূরে থাকুক। টেকটিউন একটা সোসিয়াল নেটওয়ার্ক। টেকটিউনসে কোয়ালিটি কন্টেন্ট তৈরির গাইডলাইন ও আছে। কিন্তু আপনার মত ভিক্ষুকের সংখ্যা অগণিত। তাই পারলে নিজে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন তারপর জ্ঞান দিয়েন।

    একজন টিউনারকে এভাবে হিট করে কথা বলার অধিকার আপনার নাই। এখানে সবার মতামত প্রকাশ করার অধিকার আছে । আপনি অন্য ভাষায় সুন্দর করে বুঝিয়ে বলতে পারতেন; কিন্তু আপনি নিজেকে বড় জ্ঞানী প্রকাশ করার জন্য অন্যকে ছোট করেছেন, যা কাম্য নয় ।

একটা সাইট চালাতে গেলে খরচা আছে সেটা মানি, সেটার জন্য এড ও লাগে তাও মানি; কিন্তু তার একটা লিমিট থাকা উচিৎ । একটা কিংবা দুইটা কন্টেন্টের পরেই বিজ্ঞাপন কেমন জানি লাগে । মনে হয় বিজ্ঞাপনেই মূখ্য উদ্দেশ্য । বিজ্ঞাপন দেন তবে, পরিমাণটা আরেকটু কমান। পরামর্শ রইল…….

    ফেসবুকে প্রতি ৪ টা পোস্টের পর পর বিজ্ঞাপণ থাকে। ওরা এত বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে ৪ টার পর পর বিজ্ঞাপণ কেন দেয় ভাই?

      ফেসবুকের সাথে তুলনাটা ভাল লাগলোনা।
      ফেসবুক আর টেকটিউনস এক জিনিস নয়। শিক্ষিত-অশিক্ষিত, জ্ঞানী-মূর্খ সবারি ফেসবুক আইডি আছে, ফেসবুক ব্যবহার করে; কিন্তু টেকটিউনসে শুধু তারাই আসে, যাদের টেক বিষয়ে জানার আগ্রহ আছে । টেক সম্পর্কে নুন্যতম জ্ঞান রাখে ।

        হ্যাঁ আমিও সেটাই বলছি বিলিয়ন ডলারের কোম্পানি যদি ৪ টা পর পর এড দিতে পারে তখন এড দেখতে পারেন আর টেকটিউনস বাংলাদেশের মত হত দরিদ্র দেশে কি আপনার আমার পকেটের টাকা দিয়ে চালাবে?