ভিডিও ইডিটিং এর জনপ্রিয় সফটও্যার ক্যামতেসিয়া ক্রাক করে ব্যবহার করুন সারাজীবন

কেন ব্যবহার করবেন ক্যামতেসিয়া?

১। ইউজার ইন্টারফেস সহজ তাই যে কোন ভিডিও ইডিটিং করতে পারবেন সহজে।

২। এর সবচেয়ে কাজের কাজ হচ্ছে “আপনার ডেস্কটপ বা ল্যাপটপের স্কিন রেকর্ড করতে পারবেন” আপনার ইচ্ছা অনুযায়ি রেজুলেশন সিলেক্ট করে। একই সাথে আপনার ফ্রন্ট ক্যমেরায় অপনার ভিডিও ও ভয়েস স্কিনের সাথে রেকর্ড করতে পারবেন।

৩। ব্লু স্কিন বা হলিউড মুভির মত কাজ করতে পারবেন।

৪। আপনার ইউটিউব ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন।

৫। ভিডিওর সাথে যে কোন গান সাথে আরো ভিডিও, ফটো, ইফেক্ট ইত্যাদি সংযোগ করতে পারবেন।

৬। প্রতিটি ফটো, ভিডিও এবং এনোন্যাশন এবং টেক্সট এর সাথে এনিমেশন যোগ করে ভিডিওকে আরও প্রানবন্ত করতে পারবেন।

৭। স্কিন রেকর্ডের সময় মাউস দিয়ে কোথায় কোথায় ক্লিক করেছেন তা সহজে হাইলাইট করতে পারবেন রেকর্ড করার পরেও।

এক কথায় ভিডিও ইডিট করার যা যা করা যায় তা প্রায় সবই করা যায় বাকিটা আপনার আইডিয়ার ও ক্রিয়েটিভিটির  মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন।

ক্র্যাকিং প্রসেসঃ খুভ সোজা শাপ্টা

১। প্রথমে ক্যামতেসিয়া ডাওনলোড করবেন এবং ইন্সটল করবেন

২। জিপ করা ফাইলটি ডাওনলোড করবেন

৩। ওয়াইফাই/নেট কানেকশন বন্দ করবেন

৪। এন্টিভাইরাস ডিসএবল করবেন

৫। ক্র্যাক ফাইল এক্সট্রাক্ট করবেন।

৬। রান এজ এডমিনিস্ট্রাটর দিয়ে ফাইলটি রান করবেন।

  1. Patch বাটনে ক্লিক করবেন।

৮। পেচ সেষ হলে ক্লোজ করুন।

এবার ব্যবহার করুন।

চেয়েছিলাম ভিডিও দিতে কিন্তু HTTP error দেখায়।

ডাওনলোড ক্যামতেসিয়া ৯.১ বিল্ড-৩০১১ https://bdupload.info/ufvjv8axqn0p

ক্রাক ফাইল ৯ এর উপর সব ভার্সনে কাজ করে- https://bdupload.info/7h7m9ns9exrc

 নোটঃ একবার ক্র্যাক হয়ে গেলে দ্বিতীয় বার চেষ্টা করবেন না। করলে সফটও্যার আগের অবস্থায় ফিরে আসবে। সমাধানঃ ক্যামতেসিয়া আনইন্সটল করে আবার ইন্সটল করুন। তারপর আবার ট্রায় করুন ধন্যবাদ।

Level 0

আমি রবিউল্লাহ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস