প্রাক্তহিক জীবনে মুঠোফোন আমাদের সব সময়ের সংগী। একে ছাড়া এক মুহুর্তও আমাদের চলে না। রাস্তা ঘাট অফিস আদালথ সব জায়গার এটি আমাদের সকল প্রয়োজন মেটায়। কিন্তু যার ভালো গুন আছে তার খারাপ গুনও আছে। আপনি ফোনে কোনো কাজ করছেন হঠাৎ আননোন কল এল। বার বার আপনাকে বিরক্ত করে তুলছে। আপনি কিছুই করতে পারছেন না। আজ থেকে এর দিন শেষ এখন থেকে আননোন কল গুলি অটোমেটিক ব্লক হবে, সেইসঙ্গে আপনি চাইলেই আননোন ব্যক্তির নাম ছবি সহ, তার লোকেসান বের করে ফেলতে পারবেন এক নিমেষে। আর এর জন্য লাগবে একটি এপ প্লে স্টোরে সার্চ দিলেই সেটি পেয়ে যাবেন, কিন্তু ফ্রি ভার্সন যাতে তিন ভাগের একভাগ ফিচার লক করা থাকে যা খুলতে হলে পে করতে হবে। কিন্তু আমি নিয়ে এসেছি ফুল ভার্সন যাতে সকল ফিচার উন্মুক্ত। কাজেই দেরি না করে এক্ষুনি ডাউনলোড করুন আর অচেনা ব্যক্তিকে ধরে ফেলুন।
Screnshot:
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এপ ডাউনলোড লিংক
কোনো সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি আপনাদের সব টিউমেন্টের জবাব দেব।
যদি কারও কোনো সফ্ট, গেম, মুভি, ভিডিও, মিউজিক দরকার হয় নিচে টিউমেন্ট করুন। আমি আপনাদের প্রয়োজন মেটানোর সর্বতোভাবে চেষ্টা করব।
ভাল থাকবেন সবাই ধন্য বাদ।
আমি বাহার মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।