মোবাইলে ব্যবহার করুন ল্যাপটপ বা ডেক্সটপ এর ব্রডব্যান্ড ইন্টারনেট

  1. টিউনে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করবো, কিভাবে আপনার অফিস, চ্যাম্বার, দোকান ইত্যাদিতে থাকা অবস্থায় কিভাবে নিজের মোবাইলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করবেন। আপনার কম্পিউটারটি যদি একট ল্যাপটপ হয়ে থাকে তাহলে অতিরিক্ত আর কোন কিছু দরকার হবেনা, আর যদি ডেক্সটপ হয়ে থাকে তাহলে একটি ওয়াইফাই ডংগল বা এডাপ্টার দরকার হবে। এই এডাপটরটি যেকোন কম্পিউটার দোকানে পাবেন, এটার মূল্য ২৫০ টাকা থেকে ব্যান্ডবেদে ৪০০ টাকা পর্যন্ত হতে পারে, আমার ব্যবহারিত এডাপটর টি ২৫০ টাকা, এডাপ্পটি দেখতে চাই নিচের ভিডিও টিউটরিলে দেখতে পাবেন।

SHAREIT LINK AND TUTORIAL

এবার আসা যাক, কি সফটওয়ার ব্যবহার করতে হবে সে বিষয়ে, বিভিন্ন ওয়াইফাই সফটওয়ার পাওয়া যায়, তবে ফ্রী সফটোয়ারগুলো খুব বেশী কাজের না, প্রিমিয়াম সফটোয়ার হিসাবে কানেকটিফাই খুব অসাধারণ কিন্তু সেটার পেইড ভার্সন ব্যববহুল, আর ক্রেকভার্সন বিরক্তিকর হয়ে দাড়ায়।
তাই এমন একটি ফ্রী সফটওয়ার দিব, যেটা আপনারা সবাই চিনেন, শেয়ারইট, হ্যা কম্পিউটার ভার্সন।

নিয়মঃ প্রথমে সাধারণ নিয়েম ডাউনলোড করে ইন্সটল করুন এই লিংটি থেকে, তারপর ওপেন করুন, এবার শেয়ারইট আপনা আপনি একটি হটস্পট চালু করবে। এবার আপনার মোবাইল থেকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হোন। পাসওয়ার্ড শেয়ারইটের হটস্পট নামের নিচেই দেওয়া আছে, চোখ চিহ্নে ক্লিক করে পাসওয়ার দেখে নিন। চাইলে সেটিংস থেকে পাসওয়ার্ড পরিবর্তনও করে নিতে পারেন।
না বুঝলে আমার ভিডিওটি দেখুন।
সহজ তাই স্ক্রিনশর্ট এর কোন দরকার আছে মনে হয়না।
ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস