গ্রামীণফোন ০১৩, বাংলালিংক ০১০

অল্পদিনের মধ্যে ই চালু হতে চলেছে গ্রামীণফোন ও বাংলালিংক এর নতুন নাম্বার সিরিজ। ইতিমধ্যে বিটিঅারসি থেকে অনুমোদন পেয়েছে এই সিরিজ গুলি।

গ্রামীনফোন ০১৩

বাংলালিংক ০১০

গ্রামীণফোন অনেকদিন থেকে ই চেষ্টা করে অাসছিল ০১৩ টা পাবার জন্যে এবং বাংলালিংক পেয়েছে ১০১। বাংলাদেশে ইতিমধ্যে চালু রয়েছে ০১৫ টেলিটক ০১৬ এয়ারটেল ০১৭ গ্রামীণফোন ০১৮ রবি।  তবে এয়ারটেল এবং রবি সংযুক্ত হয়েছে।

যে কারনে এয়ারটিল সিম গুলা তিন বছর পর্যন্ত ০১৬ সিরিজটি ব্যবহার করতে পারবে তারপর ০১৬ থেকে তাদের কে ০১৮ সিরিজে ফিরতে হবে।

একটি সিরিজ নাম্বারে সর্রবোচ্চ ১০ কোটি নাম্বার বিক্রি করা যাবে। গ্রামীনফোনের ইতিমধ্যে ১০ কোটির কাছাকাছি চলেগেছে। বর্তমানে তারা রিসাইকেলিং নাম্বার দিয়ে চালাচ্ছে।

এদিকে বাংলালিংক ও প্রায় নতুন সিরিজ এর জন্যে অাবেদন করেছিল যে কারনে তাদের ০১০ সিরিজ টি বরাদ্দ কারা হয়।

বিশ্বের বিভিন্ন  দেশে একম্পানি একই কিন্তু সিরিজ অন্যে নাম্বারের প্রচোল রয়েছে অামেরিকা, যুক্তরাজ্য র মতো দেশ গুলাতে।

হয় তো ৫জি নেটওয়াক সম্বলিত সিম নিয়ে ই সাথে নতুন সিরিজ সিম বাজারে অাসতে চলেছে এখন শুধু অপেক্ষা।

- ধন্যবাদ

Level 0

আমি অাবু রায়হান সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস