এই আর্টিকেলে জানব ৫০০০ টাকা এবং ৫০০০ টাকার আশেপাশের ওয়ালটন সেরা কতগুলো স্মার্টফোন সম্পর্কে।
১৮ঃ৯ রেসিও ডিসপ্লে নিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন আর একটি বাজেট স্মার্টফোন প্রিমো এফ৮-এস;আর একে বলা যায় পূর্ববর্তী প্রিমো এফ ৮ এর সাক্সেসর। বরাবর এর মত এটিও ওয়ালটন এর একটি বাজেট রেঞ্জ স্মার্টফোন; আর এটি বাজারে পাওয়া যাবে মাত্র ৫১৯৯ টাকায়। স্মার্টফোনটির ৫.৪৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে এর সাথে এর একটি প্লাস পয়েন্ট। ১৮ঃ৯ রেসিও ডিসপ্লে এর সাথে এর আরেকটি আকর্ষণীয় দিক হল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম যেটা হল অ্যান্ড্রয়েড অরিও [গো] ৮.১ অপারেটিং সিস্টেম।
ওয়ালটন এর বাজেট জিএফ সিরিজের স্মার্টফোন যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে ; এই সিরিজের স্মার্টফোন তুলনামূলক ভাবে কম দামের এবং অনেক ভালো হয়। আর এখন জিএফ সিরিজের আরেকটি লক্ষ্যনীয় বিষয় স্মার্টফোন গুলো যথেষ্ঠ বাজেট ফ্রেন্ডলি হয়। আজ আলোচনা করব এইচ সিরিজের নতুন সদস্য ওয়ালটন প্রিমো জিএফ ৭ নিয়ে। স্মার্টফোনটি পুরোপুরি বেজেললেস না হলেও এর ডিজাইনে বেজেললেস কনসেপ্টটি ফুঁটে উঠেছে। স্মার্টফোনটির আরেকটি ফিচার টেকনোলোজি হল এর ১৮:৯ রেশিও ডিসপ্লে। স্মার্টফোনটি ডিজাইন এর দিক দিয়ে অনেক আকর্ষনীয়। যারা বাজেট রেঞ্জে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য প্রিমো জিএফ ৭ ডিভাইসটি।
১৮ঃ৯ রেসিও ডিসপ্লে নিয়ে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন আর একটি বাজেট স্মার্টফোন প্রিমো জিএইচ৭-আই;আর একে বলা যায় পূর্ববর্তী প্রিমো জিএইচ৭ এর সাক্সেসর। বরাবর এর মত এটিও ওয়ালটন এর একটি বাজেট রেঞ্জ স্মার্টফোন; আর এটি বাজারে পাওয়া যাবে মাত্র ৫৭৯৯ টাকায়। স্মার্টফোনটির ৫.৪৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে এর সাথে এর একটি প্লাস পয়েন্ট। ১৮ঃ৯ রেসিও ডিসপ্লে এর সাথে এর আরেকটি আকর্ষণীয় দিক হল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম যেটা হল অ্যান্ড্রয়েড অরিও [গো] ৮.১ অপারেটিং সিস্টেম।
৫০০০ টাকা বাজেট রেঞ্জে ওয়ালটন এর এই সবই সেরা বাজেট স্মার্টফোন। এদের ভেতর আপনার যেটা পছন্দ সেটা কিনে নিতে পারেন। আর আশা করি এই আর্টিকেলটি আপনার অবশ্যই ভালো লেগেছে।
আমি Durbar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 260 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।