সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে সাধারণ ধারণা

 

বর্তমানে SEO এর ব্যাপক চাহিদা। SEO  এর পূর্ণ অর্থ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোন সাইটকে গুগল এ ইনডেক্স করানোর জন্য বা সাইটকে প্রকাশিত করা ছাড়াও আরও অনেক কাজের জন্য SEO  করা হয়। আজ আমরা SEO সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব।

SEO কি :-  ওয়েবসাইট বা ওয়েবপেইজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চকৃত ফলাফলের তালিকার মধ্যে প্রথম সারিতে  দেখানোর জন্য যে কাজ গুলো করা হয় সেটাই মূলত SEO। সার্চ ইঞ্জিন এর রোবট সার্চকৃত ফলাফলকে ক্রলিং করে খুঁজে নিয়ে আসে। এবং ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে। রোবট এর কাছে সাইট সংক্রান্ত সব তথ্য দেওয়ার জন্য SEO করতে হয়। রোবট এর কাছে তথ্য দেওয়ার ফলে যে কেউ সাইট নিয়ে সার্চ ইঞ্জিন এ সার্চ করলেই  রোবট তথ্যসমূহ প্রদর্শন করে।

 

SEO মূলত ২ প্রকার। যেমন -

১। অন পেইজ SEO।

২। অফ পেইজ SEO।

 

অন পেইজ SEO এর কাজ:-  আসুন এক নজরে অন পেইজ SEO করার জন্য কি কি কাজ করতে হয় দেখে নি।

# url নিধারন করতে হবে।

#ওয়েবসাইট এর tittle নিধারন করতে হবে।

# meta tag নিধারন করতে হবে।

# description তৈরি করতে হবে।

# ওয়েবসাইট এ ব্যবহারকৃত  ছবিগুলোর নাম নিধারন করতে হবে।

# content তৈরি করতে হবে।

 

অফ পেইজ SEO এর কাজ:- এবার অফ পেইজ SEO এর কাজ সম্পর্কে জেনে নিই।

# ওয়েব সাইট এর সকল তথ্য সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করা।

# ব্যাকলিংক তৈরি করা।

 

SEO কিভাবে কাজ করে :-  কোন সাইট এর SEO করার জন্য সাইট এর সব তথ্য বিভিন্ন মাধ্যমে শেয়ার করে এবং  ব্যাকলিংক তৈরি করে সাইট এ প্রচার করা হয়। প্রচারকৃত সকল তথ্য সার্চ ইঞ্জিন এর রোবট সংরক্ষণ করে রাখে। সার্চ ইঞ্জিন ব্যবহারকারী এর অনুসন্ধানকৃত সকল তথ্যের ফলাফল সার্চ ইঞ্জিন এর তালিকার প্রথম সারিতে প্রদর্শন করে। কোন ওয়েব সাইটকে  সার্চ ইঞ্জিন এ rank করানোর জন্য SEO এর কাজ করতে হয়।

 

 

কেন SEO এত গুরুত্বপূর্ণ :- SEO এর মাধ্যমে খুব সহজে ব্যবসার উন্নতি করা যায়।

  • SEO এর মাধ্যমে ওয়েব সাইট, সার্চ ইঞ্জিন এর শীর্ষে চলে আসে।
  • এসইও শুধুমাত্র সার্চ ইঞ্জিন সম্পর্কে নয় তবে ভালোভাবে এসইও করলে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ওয়েব সাইটের ব্যবহারযোগ্যতার উন্নতি হয়।
  • ব্যবহারকারীরা সাধারণত সার্চ ইঞ্জিনকে বিশ্বাস করে এবং ব্যবহারকারীর অনুসন্ধান অনুযায়ী  কীওয়ার্ডগুলি সার্চ ইঞ্জিন এর শীর্ষ তালিকাতে থাকে, এতে ওয়েব সাইটের বিশ্বাস যোগ্যতা বেড়ে যায়।
  • এসইও এর মাধ্যমে ওয়েব সাইটের তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা যায়।

 

SEO কাদের জন্য দরকার :- বর্তমানে সবাই প্রযুক্তির সাথে এক ধাপ এগিয়ে। এখন সবাই ডিজিটালভাবে অনলাইন এ ব্যবসা করতে চায় বা করছে। এখন যে কোন সেবা বা তথ্যের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। আমরা ঘরে বসেই যে কোন সমস্যার সমাধান পেতে পারি, শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে। যারা ভাবছেন ব্যবসার উন্নতি করবেন বা সারা দেশ ব্যাপী নিজের ব্যবসার প্রচার করতে চান তদের জন্যই SEO। SEO এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ব্যবসা প্রচার করতে পারবেন। মনে করুন, আপনি আপনার নিজের কাজকর্ম সম্পর্কে একটা ওয়েব সাইট তৈরি করেছেন। তো আপনি যদি সকল নিয়ম মেনে সাইট এর প্রচার করেন তাহলে খুব সহজে আপনি আপনার ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথম সারিতে আনতে  পারবেন।

 

SEO শেখার জন্য প্রাথমিক ধারণা :- কিছু সাধারণ বিষয় আছে যে গুলো জানলে খুব সহজে SEO শেখা যায়।

 

*প্রথমত আপনার কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। কম্পিউটার ঠিকভাবে ব্যবহার করা জানতে হবে।

* এবার আপনাকে ইন্টারনেট সম্পর্কে জানতে হবে।  ইন্টারনেট কি? কি কাজে ব্যবহার করা হয় ইত্যাদি সম্পর্কে  জানতে হবে।

 

* ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সঠিক তথ্য বের করা শিখতে হবে।

 

*english সম্পর্কে জানতে হবে। কারণ বর্তমানে সব কাজই আমাদের ইংরেজিতে করতে হয়। এটা আমাদের ইন্টারন্যাশনাল ভাষা। আপনি যখন বাইরের দেশের clint এর সাথে কাজ করবেন তখন আপনাকে english এ কথা বলতে হবে। তা ছাড়া বিভিন্ন সামাজিক মাধ্যমে english প্রয়োজন। তাই english টা বেশি বেশি জানতে হবে এবং অনুশীলন করতে হবে।

 

সার্চ ইঞ্জিন Ranking Factors:-  সার্চ ইঞ্জিন এর কিছু ranking factors আছে। আসুন জেনে নিই।

  • একটা এক্সসেসএবল URL হতে হবে।
  • ওয়েব পেইজ এর স্পিড ভালো হতে হবে।
  • ডোমেইন এর বয়স উপর নির্ভর করে।
  • সাইট এর  কনটেন্ট ভালো হতে হবে।

 

এসইও টুলস :-SEO check করার জন্য অনেক ধরনের টুল আছে। আসুন একটু পরিচিত হয়ে নিই।

  • Moz
  • Ahref
  • Semrush
  • Majesite
  • Doopcrawl
  • Google analytics
  • Bing webmaster tool
  • Google search console

SEO এর মাধ্যমে কিভাবে ওয়েব সাইট এর ভিজিটর বাড়ানো যায় :- সাইট এ SEO করা হয় মূলত rangking এবং ভিজিটর বাড়ানোর জন্য। সারা বিশ্বের ৯৫% মানুষ যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম গুলো ব্যবহার করে। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কোন ভালো কিছু নিয়ে টিউন শেয়ার করলে সবাই মনোযোগ দিয়ে পড়ে বা দেখে। আপনি ভালো ছবি বা আর্টিকেল লিখে মানুষের মনোযোগ পেতে পারেন। এতে আপনার ওয়েব সাইট এর ভিজিটর বেড়ে যাবে।

 

পরিশেষে বলা যায় যে, SEO এর কাজ করে অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায়। আবার নিজেরই একটা ব্যবসার ওয়েব সাইট তৈরি করে অর্থনৈতিক ও বাক্তিগত উন্নয়ন করা যায়। তাই SEO সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর ব্যবসার জন্য অনেক web hosting service provider আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখিকা ইয়াসমিন আক্তার ইতি। asst. Officer at mylighthost। 

Level 0

আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস