যেভাবে টি-শার্ট প্রিন্ট করবেন সাবলিমেশন হিটপ্রেস মেশিন দিয়ে, পদ্ধতি, দরদাম, কোথায় পাবেন

বর্তমান সময়ে টি-শার্ট প্রিন্টিং ব্যবসা খবই জমজমাট, প্রায় প্রত্যেক ইউটিউব চ্যানেলই চায় তার চ্যানেলের নামে টি-শার্ট বানাতে, কন্টেন্সটেন্টদের গিফট দিতে। বাচ্ছাদের জন্মদিনের গিফট দিতে। অনেক ছাত্র তাদের পড়ালেখার পাশাপাশি পার্টটাইম হিসাবে এসব ব্যবসা করে ভালই সফলতা পাচ্ছে।

কি কি জিনিস লাগবে ব্যবসা টি শুরু করতেঃ

১। একটি সাবলিমেশন মেশিন (কম্ব প্যাক, টি-শার্ট ডাইস, মগ ডাইস, প্রিজ, প্লেট, ক্যাপের ডাইস)

দামঃ ১৭৫০০(প্রায়) স্মার্ট ব্রান্ডের

২। ইঙ্কজেট পেপার, ১০০ পিস দাম ৩৫০

৩। একটি প্রিন্টার, ইপশন এল-১৩০ মডেল, দামঃ ৯৫০০ টাকা

৫। সাবলিমেশন কালি ১৬০০ টাকা

৬। সুতার কাপড়ে প্রিন্ট দিতে হলে স্প্রে লাগবে, ১ লিটার ৩০০০ টাকা, প্রায় ১৫০০ থেকে ২০০০ পিস টিশার্টে স্প্রে করা যাবে।

 

কি কি প্রডাক্ট তৈরী করবেনঃ

১। টি-শার্ট (সুতার এবং জার্সী উভয়)

২। মগ ডিজাইন

৩। প্লেট ডিজাইন

৪। টাইলস ডিজাইন,

৫। ক্রেস্ট তৈরী

৬। প্রিস, ক্যাপ, মোবাইল কাভার

 

যেভাবে প্রিংন্ট করবেনঃ

আপনাদের বুঝার সুবিধার্থে  বিস্তারিত বর্ণনা দিয়ে ভিড়িটি তৈরী করেছি।

 

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। http://facebook.com/landcalculation

 

তাপমাত্রাঃ টি-শার্ট ৩৮০ ডিগ্রী ফারেনহাইট বা ২০০ ডিগ্রী সেন্সিয়াস তাপমাত্রা

সময় -৩০ সেকেন্ড

মগঃ ৩৮০ ডিগ্রী ফারেনহাইট

সময়-৬০ সেকেন্ড

 

সতর্কতাঃ আমি কয়েকটি মেশিন ব্যবহার করেছি, তার মধ্যে বেস্ট মনে হয়েছে স্মার্ট ব্রান্ডের মেশিনটি, ব্রান্ডের নাম উল্লেখ করার কারণ হচ্ছে যাতে অল্প দামের পার্থক্যের জন্য পরে আফসুস না করে, ব্যবসার উদ্দেশে কিনলে ভালোটিই কিনুন, স্মার্ট ছাড়াও জাপানি কিছু মেশিন আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না সেগুলোর দাম বেশী কিন্তু খুবই টেকশই। আমি চট্টগ্রাম থাকি, কেউ পরামর্শ নিতে চাইলে আমার ফেইসবুক পেইজে নক করতে পারেন।

 

 

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস