মোবাইল ফোনের ৬টি অবাক করা তথ্য

প্রযুক্তির কল্যাণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন। আজকাল মোবাইল ছাড়া এক মহূর্ত চলাও যেন ইম্পোসিবল। কথা বলা ছবি তোলা থেকে শুরু করে কত কি না করা যায় এই মোবাইলের সাহায্যে। এই মোবাইল ফোনেরি রয়েছে কিছু অবাক করা তথ্য। আজ আপনাদের সেই ৬টি অবাক করা তথ্য জানাতে সাথে আছি আমি নাহিদ

১)  ১৯৮৩ সালে আমেরিকায় প্রথম যে মোবাইল ফোনটি ব্যবহার করা হয়েছিল, সেটার দাম ছিল ৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ ১৬ হাজার টাকা!

২) আপনি কি কখনও নোকিয়া ১১০০ মডেল ব্যবহার করেছেন?যদি করে থাকুন তাহলে জেনে রাখুন, এটাই পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি বিক্রিত ইলেকট্রিক্যাল গ্যাজেট। ২৫০ মিলিয়নের বেশি সংখ্যক এই ফোন বিক্রি হয়েছে।

৩) মোবাইল ফোন ব্যবহার করার সময় মাথায় রাখবেন যে, আপনি টয়েলেট গেলে যে পরিমাণ ব্যাকটেরিয়ার মাঝে গিয়ে পড়েন, মোবাইল ফোন সাথে থাকা মানে আপনি তার থেকে ১৮ গুন বেশি ব্যাকটেরিয়াকে সঙ্গ দেন।

৪) শুধুমাত্র ব্রিটেনেই প্রতি বছর নানা মানুষের হাত থেকে ১ লক্ষ মোবাইল ফোন টয়লেটে পড়ে যায়।

৫) আপনি এক মাসে এখনও পর্যন্ত সব থেকে বেশি কত টাকার মোবাইল ফোনের বিল মিটিয়েছেন? যে পরিমাণ টাকাই হোক, আপনি নিশ্চয়ই সেলিনা অ্যারোনসের থেকে বেশি টাকার বিল দেননি। কারণ, তিনি এটায় বিশ্বরেকর্ড করেছেন। তিনি এক মাসে মোবাইল ফোনের বিল মিটিয়েছেন মাত্র ১ লক্ষ ৪২ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যা প্রায় এক কোটি ৬৭ লাখ ৫০ হাজার মাত্র।

৬) গবেষণায় দেখা গেছে, মোবাইল থেকে বেরনো রেডিওফ্রিকোয়েন্সির ফলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এর থেকে ক্যানসারও হতে পারে!
তো বন্ধুরা এই ছিলো আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই  সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।

Level 0

আমি নাহিদ কেএইচ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Online Marketplace in Bangladesh, Online Free Marketplace in Bangladesh, e commerce site in Bangladesh, online marketing in Bangladesh, bd Online Shopping, best online shopping in Bangladesh, online shopping bd websites online shopping bd Dhaka, best online shop in Bangladesh, used cars for sale, car shopping online, Online car showroom, best...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস