বিনামূল্যে বাংলা বই পড়ার কিছু দারুণ ওয়েবসাইট

বর্তমানে বই এর চাহিদ দিন দিন বাড়ছে। বই এর চাহিদা মেটাতে আমরা অনেকেই অনেক বই কিনছি কিন্তু সব বই তো আর কিনে পড়া সম্ভব নয়। এজন্য আছে পিডিএফ(পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ; এর মাধ্যমে আমাদের যেমন বই রাখার জায়গার ঝামেলা নেই তেমনি পড়ে ফেলা যায় মোবাইল ফোন, ল্যাপটপ, ডেক্সটপ কিংবা ট্যাবলেটে খুব সহজেই। বই পোকাদের জন্য আজকে সন্ধান দিচ্ছি কিছু অনলাইন বই মার্কেটের। ঘুরে আসুন, ডাউনলোড করুন পছন্দের বই, পড়ে ফেলুন এবং সমৃদ্ধ করুন নিজেকে।

১। আমার বই: (www.amarboi.com)

এই সাইটে ফ্রি বই থাকলেও সব বই ফ্রিতে পাওয়া যায় না। প্রতি বছরের জন্য ২৪.৯৯ ডলার ফি দিয়ে প্রিমিয়াম সদস্য হওয়ার সুযোগ রয়েছে। প্রিমিয়াম সদস্যদের বই ডাউনলোডের সুযোগ-সুবিধা একটু বেশিই।

২। বইয়ের দোকান: (www.boierdokan.com)

২০০৯ সালে প্রথম চালু হলেও টেকনিক্যাল কারণে খুব একটা বেশি বই আপলোড হয়নি। ২০১১ সালে পুনরায় নতুন আঙ্গিকে শুরু হয় বইয়ের দোকান। বইয়ের দোকানে গেলেই উপন্যাস, কবিতা, গল্প, সমালোচনা, নাটক, নন-ফিকশন প্রভৃতি বই দেখাবে। ভেতরে প্রবেশ করলেই অজস্র বই। ফ্রি ডাউনলোড করে করতে পারবেন বইগুলো।

৩। সোভিয়েট বইয়ের অনুবাদ: (www.sovietbooksinbengali.com)

তলস্তয়, দস্তোয়ভস্কি, নিকোলাই অস্ত্রভস্কি, আর্কিদি গাইদার কিংবা ম্যাক্সিম গোর্কি সহ আর আর রুশ লেখকদের বইয়ের অনুবাদ পাবেন এই সাইটে। রুশ উপকথা বা কিশোর সাহিত্যের দুষ্প্রাপ্য বইগুলোও ইলেকট্রনিক ফরমেটে ডাউনলোড করে নিতে পারেন।

৪। পাঠাগার: (www.pathagar.com)

এই সাইটে হাজার খানিকের মতো বই রয়েছে। ফ্রি ডাউনলোড করতে পারবেন গল্প, উপন্যাস, ম্যাগাজিন, রহস্যপত্রিকা এবং আরো অসংখ্য বই, সাথে পাবেন অডিও বই, ভিডিও বার্তা এবং প্রেজেন্টেশন

৫। বাংলা ইন্টারনেট: (www.banglainternet.com)

বাংলা ইন্টারনেট বইয়ের পাশাপাশি লেখকদেরও সংক্ষিপ্ত প্রোফাইল যুক্ত করা রয়েছে। ফলে শুধু বই-ই না, লেখক সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য আপনি পেতে পারেন বাংলা ইন্টারনেট থেকে।

৬। দ্য বাংলা বুক: (www.thebanglabook.com)

দেড় হাজারের মতো বই রয়েছে এই সাইটে। লেখক অনুসারে সাজানো বইগুলো থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এ ছাড়া আছে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকা। এগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজনীয় বাংলা বই।

 

বই ডাউনলোড করে পড়ার মাধ্যমে আমরা অনেক বইয়ের ছোঁয়া পাবো কিন্তু বইয়ের ঘ্রাণ নিয়ে পড়ার মজা অন্যরকম। এজন্য ডাউনলোডের পাশাপাশি আমরা যেনো বইয়ের ঘ্রাণ নিয়ে পড়তে পারি সেই কামনায় থাকবে।

যেকোনো মতামত জানাতে [email protected]  এ ইমেইল করতে পারেন।

-আব্দুল্লাহ আল মেহেদী

রাজশাহী

Level 0

আমি আব্দুল্লাহ আল মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস