রেদোয়ান মাসুদ এর ৫ টি কবিতা

রেদোয়ান মাসুদ এর কবিতা

১।

আমি আজ ক্লান্ত

_ রেদোয়ান মাসুদ

চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট

আমি আর পারছিনা

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

হাজার ফুলের গন্ধ

চাঁদের সেই হাসি মাখা মুখ

কিছুই যেন আজ

আমাকে করতে পারছেনা শান্ত

কারণ আমি আর পারছি না

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

ভোরবেলা পাখিদের গান

নিশিরাতে বাঁশিওয়ালার সেই তান

ভাটির টানে মাঝিদের গান

সবই যেন আজ বন্ধ

গাছের পাতায় নেই কোনো নাড়া

নদীতে নেই সেই কলকল শব্দ

সবই যেন আজ স্তব্দ

কারণ আমি আর পারছিনা

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

আকাশে মেঘের ভার

বাতাসে ঝড়ের শব্দ

সাগরে উঠেছে ঢেউ

হৃদিয়ের ডাকে সাড়া দিচ্ছে না কেউ

আমি এখন কি করে হব শান্ত

কারণ আমি আর পারছিনা

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

বিকেল বেলা মাঠের ধারে

সহপাঠীদের উল্লাস

বৃষ্টি ভেজা সবুজ ঘাসে

কাক শালিকের পাখা মেলে বিচরণ

সন্ধার আগে পশ্চিম আকাশে

গোধূলি লগন

উঠানে বসে গায়ের বধূদের

উকুন মারা, আর খেক শিয়ালের গল্প

সবই যেন আজ একেবারে বন্ধ

কারণ আমি আর পারছিনা

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

সবাই বলে আর একটু ধৈর্য ধরো

আর একটু অপেক্ষা করো

এক সময় হবেই হবে তুমি শান্ত।

যেদিন মাথার উপর আকাশ ভেঙ্গে পরবে

যেদিন পায়ের উপর উল্কা পিন্ড পরবে

আমি সেদিন ঠিকই হব শান্ত

আর সেদিনই কেটে যাবে আমার

জীবনের সকল ভারাক্রান্ত

কারণ আমি আর পারছিনা

কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।

২।

সময়ের ব্যবধান

_ রেদোয়ান মাসুদ

সময়ের সাথে মানুষ বদলায়

বসন্তে যেমন ডালে ডালে,
গাছে গাছে নতুন পাতা গজায়

মানুষ বদলে মনে মনে।

গাছ পুরানো পাতা হারায়

সাজে নতুন সাজে,

কিছু মানুষ এভাবেই বদলায়

শুধু নতুনত্ব খুঁজে।

কাউকে ডুবায় শত হতাশায়

সকল মায়া ছেড়ে,

গাছ সাঁজে নতুন আশায়

একেই মানুষকে নতুন কিছু দিতে।

ডাল থাকে ডালের জায়গায়

পাতা শুকিয়ে মরে,

মানুষের থাকে শূন্য দেহ

হৃদয় শুকিয়ে মরে।

৩।

শুঁকনো হৃদয়

_ রেদোয়ান মাসুদ

নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে

আজ যেন কিসের অভাব

হৃদয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে।

কিছুই ভালো লাগছেনা

না কোকিলের সূর,

না সেই মন ভুলানো উত্তাল হাওয়া,

জানালার দিকে তাকিয়ে তাই

আকাশের দিকে মুখ ফিরিয়ে আছি।

কই আকাশে তো আজ সূর্যের দেখা নেই?

দূর থেকে গর্জন শুনছি মেঘের

চারিদিকে তাহলে মেঘেই ঘিরে রেখেছে।

যদি একটু আলো দেখতে পেতাম

মনটা না হয় একটু শান্তি পেত।

এইতো সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে আসছে

বাগানে হাসনা হেনার গন্ধ

নাকটি যেন বন্ধ হয়ে যাচ্ছে।

যে গন্ধ এক সময় আমার হৃদয়ে

ভালোবাসার ছোয়া লাগিয়ে যেত

কিন্তু আজ বিরক্তিকর মাছের কাটা

যেন গলা আটকে রেখেছে।

পৃথিবীটা আজ সরু হয়ে আসছে

দম বন্ধ হওয়ার উপক্রম।

বাইরে দূর্বা ঘাসের উপর

শিশিরের বিন্দু পড়তে শুরু করেছে।

যে শিশিরের ছোঁয়ায়

আমার শরীরে শিহরন জাগত

জীবনে যেন নতুন অধ্যায় সূচীত হতো।

কিন্তু আজ আর সেই শিশির বিন্দুতে

পা রাখতে ইচ্ছে করছে না।

কার ভালো লাগে একা একা

সেই অন্ধকারে শিশিরে পা ভিজাতে?

পা কর্দমাক্ত হয়ে যদি পিছলে পরে যাই

কে আমাকে হাত ধরে উঠিয়ে দেবে?

যে হাতের স্পর্শে আমি হারিয়ে যেতাম

কোনো এক স্বর্গপুরে।

আজ আর কিছুই ভাল লাগছেনা

পড়ার টেবিলেও মন বসছে না।

ডায়রির পাতা খুলে

কিছু লিখতে হাত বাড়ালাম

কিন্তু কলম আর চলছে না।

হাত কাপছে, পা কাপছে

চোখ দু’টি লাল হয়ে গেছে,

আর একটু হলেই অঝোর ধারায়

বৃষ্টি নামবে হৃদিয়ের আকাশে।

জানালা দিয়ে হঠাৎ চোখ পড়ল আকাশের দিকে

কি যেন মিটি মিটি করে জলছে,

হয়তো মেঘের ফাকে চাঁদ উকি দিচ্ছে পৃথিবীর দিকে।

হৃদয়ে প্রশান্তির ছোঁয়া

আধো আলো, আধো ছায়ার মতো

ফিরে আসতে শুরু করেছে

নতুন কোনো আশার আলো।

কিন্তু সবই স্বপ্ন

যে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে আমায়।

হয়তো সে স্বপ্ন আস্তে আস্তে বিলীন হয়ে যাবে

হৃদিয়ের রক্ত ক্ষরণে।

তবুও স্বপ্ন নিয়েই তাকিয়ে আছি

আকাশের দিকে।

কখন চাঁদের দেখা মিলবে ঐ দূর আকাশে

আর মেঘগুলো সব ঝরে পরে

ভিজিয়ে যাবে আমার সেই শুকনো হৃদয়টাকে।

৪।

“ভালোবাসি”

_ রেদোয়ান মাসুদ

শুধু একটি বার বলো ভালোবাসি

তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না।

মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।

আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।

আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।

সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল।

আমার হৃদিয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।

শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।

কাছে আসো বা না আসো, তাতে আমার কোনো আপত্তি নেই।

হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব

কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।

কয়েক সেকেন্ডের জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে

আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।

শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।

এর জন্য তুমি কি চাও?

হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা

পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।

কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে

পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।

হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে

কিন্তু তুমিতো আর আমার হলে না।

কি হবে ভরে এই শুন্য হৃদয়?

আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক

পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।

আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও

প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ ‘ভালোবাসি’

শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।

৫।

তোমারি থাকব

_রেদোয়ান মাসুদ

তোমারই আছি আমি, তোমারই থাকব

যতদিন জীবন থাকে, তোমাকেই ভালোবাসব।

এই ফাকা হৃদয় আর কোনদিনও না ভরবে

যতদিন না তুমি ফিরে আসবে।

তোমারই আছি আমি, তোমারই থাকব।

 

সাগরের যত ঢেউ, প্রকৃতির যত ঝড়-তুফান

এই হৃদিয়ের বাসা বাঁধবে।

পাহাড়ের যত ঝর্না, চোখ দিয়ে ঝরবে

যতদিন না তুমি ফিরে আসবে।

তোমারই আছি আমি, তোমারই থাকব।

 

সাত সাগর তের নদী, তোমার জন্য দিতে হয় পাড়ি

যত কষ্ট হোক না কেন,

তোমার কাছেই চলে আসব।

যদি তুমি বলো আমারি থাকবে।

তোমারই আছি আমি, তোমারই থাকবো।

 

যদি সারাদিন সূর্য না উঠে, পূর্ণিমার চাঁদ লুকিয়ে থাকে।

কালো মেঘ ঢেকে থাকে।

হৃদয়টাকে আচ্ছন্ন করে রাখে

তবুও হৃদয়ে আমি তোমারই ছবি আঁকব।

তোমারই আছি, আমি তোমারই থাকব।

 

যদি পদ্ম ফুটে বিলের মাঝে, আমায় ডাকে হাত উঠিয়ে

যদি লাল শাপলা রক্তাক্ত করে,

পুরো শরীরে ভালোবাসার ছবি এঁকে আমায় ডাকে

তবুও সাড়া দেবো না শাপলার ডাকে।

তোমারই আছি আমি, তোমারই থাকব।

 

যদি বৃষ্টিভেজা মেঘলা আকাশ ডুবে হতাশায়

তবুও সেই বৃষ্টিতে শরীরটুকু ভিজাবোনা ঝর্ণার আশায়।

বাকা চাঁদ মনের সুখে, আমায় ডাকে ভালোবেসে

দেবো না সাড়া সেই ভালোবাসায়, হৃদয়টাকে ধরে রাখব।

তোমারই আছি আমি, তোমারই থাকব।
সুত্রঃ kobita

Level 0

আমি নবনীতা চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর কবিতা

ধন্যবাদ ।