এবার টেকবাইট নিয়ে এল ইথিক্যাল হ্যাকিং কোর্স!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু ওয়ালাইকুম!
কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন!
আপনারা জানেন প্রতিবছর টেকবাইট নামের আমাদের এই গ্রুপ একটি হ্যাকিং কোর্স রিলিজ করে। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের এই কোর্স Publish করা হয়েছে।
এই কোর্সটি ডিজাইন করা হয়েছে সকল আপডেট টিপস, ট্রিক্স এবং ইথিকাল পেনটেস্টিং এর উপর ভিত্তি করে, আপনি কোথাও কোর্স করে যে টপিকগুলো প্রেক্টিকালি শিখতে পারবেন না, সেগুলা এখানে জানতে এবং শিখতে পারবেন।
ড্যাফোডিল কম্পিউটার্স এর মতো প্রতিষ্ঠানেও হয়ত এইগুলো শিখতে পারবেন না।

টেকইথিকাল এর ইথিকাল হ্যাকিং কোর্স এর টপিকসমূহ;

০. ইন্ট্রোডাকশন অব ইথিকাল হ্যাকিং।

১. ফুটপ্রিন্টিং এর কনসেপ্ট।

২. ইন্সটল কালি-লিনাক্স এবং কনফিগার করা।

৩. এডভান্সড মেথডে ইনফরমেশন গেদারিং।

৪. ইমেইল স্পুফিং করা।

৫. ইমেইল বম্বিং করা।

৬. মোবাইল ফোনে এস.এম.এস বম্বিং করা।

৭. যে কাউকে কল করেই তার আইপি বের করা।

৮. রাউটার ছাড়া পোর্ট ফরওয়ার্ড করা।

৯. লোকাল নেটওয়ার্কে যেকারো পিসিকে রিমোটলি কন্ট্রোল করা।

১০. ওয়াইড নেটওয়ার্কে যেকারো পিসিকে রিমোটলি কন্ট্রোল করা।

১১. নিজের তৈরি পিসির ম্যালওয়্যারকে বাইন্ড করা এবং সকল এন্টিভাইরাস বাইপাস করা।

১২. লোকাল এবং ওয়াইড নেটওয়ার্কে যেকারো মোবাইলকে রিমোটলি কন্ট্রোল করা।

১৩. নিজের তৈরি এন্ড্রয়েড ম্যালওয়্যারকে বাইন্ড করা এবং সকল এন্টিভাইরাস বাইপাস করা।

১৪. যেকোনো ওয়াইফাই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড বের করা।

১৫. নিজের ইচ্ছামত ওয়ার্ডলিস্ট তৈরি করা।

১৬. নিজের ইচ্ছামত কম্পিউটার ভাইরাস তৈরি করা।

১৭. নিজের ইচ্ছামত কম্পিউটার ওর্ম তৈরি করা।

১৮. নিজের ইচ্ছামত কি-লগার তৈরি করা।

১৯. ওয়েবসাইটে ডিডস অ্যাটাক করা।

২০. লোকাল নেটওয়ার্কে এম.আই.টি.এম অ্যাটাক করা।

২১. নিজের নামে রেনসামওয়্যার অ্যাটাক করা এবং সকল এন্টিভাইরাস বাইপাস করা।

২২. পাওয়ারফুল মেথডে এঙ্ক্রিপ্সন করা।

২৩. এডভান্সড মেথডে ফিশিং অ্যাটাক করে ফেইসবুক আইডি এক্সেস নেয়া।

২৪. যেকোনো সিসিটিভি অথবা আইপি ক্যামেরা এক্সেস নেয়া।

কিভাবে কোর্সটি করানো হবে?

কোর্সটি অনলাইন প্লাটফর্মে করানো হবে।

কোর্সের মেয়াদ কত?

কোর্সটির জন্য ৯ টি ক্লাস নেয়া হবে।

আমি কিভাবে কোর্সে জয়েন হতে পারবো অথবা কিনতে পারবো?

আপনাকে গুগলের একটা ফর্ম পূরণ করতে হবে, ফর্ম পূরণ করা হয়ে গেলে আমাদের টিম হতে আপনার সাথে যোগাযোগ করা হবে।
এখানে আপনাকে সকল তথ্য দিতে হবে যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি।
আর হ্যাঁ একটা অপশন পাবেন "আপনি কার মাধ্যমে এই কোর্সের কথা জানতে পেরেছেন?" এইখানে অবশ্যই Ajoy bardhan দিতে হবে।

ফর্ম লিঙ্কঃ [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeq1jErKtmgXlL4wQgyS3my7J7rua5M17DSvTE8-GrjdiwqFg/viewform]

বিস্তারিত জানতে : follow me on facebook আইডিতে যোগাযোগ করুন।

কোর্সটির ফিঃ

আপনি যদি সম্পূর্ণ কোর্সটি একসাথে কিনতে চান তবে আপনাকে এককালীন মাত্র ৮, ০০০ টাকা প্রদান করতে হবে।

আপনি যদি কোর্সটির ট্রেইনিং নিতে চান তবে আপনাকে মাত্র ৬, ০০০ টাকা প্রদান করতে হবে। ৫০% টাকা এডভান্সড পেমেন্ট করে আপনি ট্রেইনিং এ জয়েন হতে পারবেন এবং অবশিষ্ট ৫০% টাকা ৩য় ট্রেইনিং সেশনে পরিশোধ করতে হবে।

কোর্সটির ট্রেইনিং এর সুবিধাঃ

কোর্সটির ট্রেইনিং এর মাধ্যমে আপনি সরাসরি লাইভে সকল সমস্যার সমাধান নিতে পারবেন।

বিঃদ্রঃ কোর্স শেষে সকল প্রকার/ধরনের টুলস টিম হইতে প্রদান করা হবে।

আমাদের ফেইসবুক গ্রুপ :https://www.facebook.com/groups/TechBite/

Level 0

আমি অজয় বর্ধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস