pure water

Level 6
merkating, pure water, House.21 Azampur kancha Bazer, Shah Kabir Mazar Rd, Dhaka 1230

#Ecofresh_Reverse_Osmosis_Water_Purifier
#BestWaterPurifier_in_Bangladesh
Ecofresh RO Water Purifier
-
সাগরের পানি যে পানযোগ্য নয় সেটি বোঝাতে লিখলেও, লাইনটির অর্থ বিস্তৃত। এই ঢাকা শহরের কথাই ধরুণ না, কল খুললেই চড়চড় করে পানি পড়তে শুরু করবে, কিন্তু আপনি তা খেতে পারবেন না, আপনাকে পানি ফুটিয়ে খেতে হবে। এতে শুধু কাজ বাড়ে না, খরচও বাড়ে, অবশ্য খরচটা এখন পর্যন্ত অন্তত ঢাকা শহরে রাষ্ট্রীয় কোষাগার থেকে যায়। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ তো আসলে আপনার-আমারই সম্পদ, তার মানে ভুরি ভুরি গ্যাস পুড়িয়ে পানি ফুটালে দিনশেষে তাতে আমাদের ক্ষতিই হয়।

সমস্যা হচ্ছে, ফুটিয়েও পানি নিরাপদ হচ্ছে না, থেকে যাচ্ছে তাতে বিভিন্ন ধরনের পার্টিকেল। দেখা দিচ্ছে যান্ত্রিকভাবে পানি পরিশুদ্ধ করার প্রয়োজনীয়তা।

এ সুযোগে বাজারে এসেছে বিভিন্ন ধরনের পানি পরিশোধন যন্ত্র। বিভিন্ন প্রকার থাকায় কোনটি কেমন, কীভাবে কাজ করে –সে বিষয়ে ধারণা প্রয়োজন হয়, না হলে সঠিক যন্ত্রটি কেনা যায় না।

পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে ‘বিপরীত অভিস্রবণ’ পদ্ধতি কাজে লাগিয়ে যে ফিল্টারগুলো তৈরি হয়েছে সেগুলো একটু বেশি দাম এবং জটিল প্রকৃতির হয়। এগুলোর দাম ব্রান্ডভেদে ১২হাজার টাকা থেকে ২৫হাজার টাকা পর্যন্ত হয়। একমাত্র আমরা দিচ্ছি Ecofresh RO Water Purifier এখন মাত্র 9999 টাকাই, সুলভ মূল্যে পানির ফিল্টার কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইলঃ01844123987/01921327516

Level 6

আমি মামুন রহমান। merkating, pure water, House.21 Azampur kancha Bazer, Shah Kabir Mazar Rd, Dhaka 1230। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://purewater.com.bd/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস