সেরার সেরা হতে পারে স্যামসাং-এর আপকামিং ফোন, কেন জানেন?

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

8K তে ভিডিও রেকর্ডিং করা যাবে স্যামসাং এর Galaxy S11 ফোনে। যা স্মার্টফোন দুনিয়ায় প্রথম। এই ফোনের ক্যামেরা উন্নত করেছে XDA Developers। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এই ফোনে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হবে মার্চ মাসে।

‘8K’ তে ভিডিও রেকর্ডিং’র সময় অ্যাসপেক্ট রেশিও হবে ২০:৯। অধিকাংশ স্মার্টফোন ‘4K’ রেকর্ডিং এর ফিচার দিয়ে থাকে। ‘8K’ তে ভিডিও অর্থাৎ প্রায় ৩৩, ১৭৭, ৬০০ পিক্সেলে ক্যাপচার করবে ফোনের ক্যামেরা। যার জন্য প্রয়োজন ১০৮ মেগাপিক্সেল।

অন্যদিকে শাওমির Mi Note 10 থাকছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মধ্য়ে থাকবে 5x অপটিকাল জুম।

Samsung Galaxy S11: Display, sizes

Galaxy S11 এ থাকবে না ওয়াটারফল স্ক্রিন ডিজাইন। বেজেল প্রায় থাকবে না বলে জানিয়েছে কোম্পানি। স্ক্রিন হবে কার্ভড। উল্লেখ্য, একটা নয় এই সিরিজে তিনটি ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। S11, S11+ এবং S11e। প্রতিটি ফোনের ডিসপ্লে সাইজ হতে পারে, ৬.৭, ৬.৯ ও ৬.৪ ইঞ্চি। অবশ্যই ফাইভজি থাকবে এই ফোনে।

Level 1

আমি রবিউল ইসলাম শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস