সংগ্রাহকঃ
শোয়াইব আলী এসিসিএ
আয়কর আইনজীবী
৮৮-০১৩-০৮৩৮৭৫৪৭
খারিজ/মিউটেশন/নামজারীর জন্য নিম্নলিখিত হারে ফিস প্রদান করিতে হইবেঃ
ক | আবেদনের সাথে কোর্ট ফি | ২০/- (বিশ) টাকা |
খ | নোটিশ জারী ফি | ৫০/- (পঞ্চাশ) টাকা |
গ | রেকর্ড সংশোধন বা হালকরণ ফি | ১০০০/-(এক হাজার) টাকা। |
ঘ | প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ | ১০০/-(একশত) টাকা |
বিঃদ্রঃ আবেদন পত্রের কোর্টফি ছাড়া বাকিগুলো ডিসিআর এর মাধ্যমে আদায় করা হয়, তাই বাকী ১, ১৫০ টাকা অফিসে নগদে ফিস জমা দিয়ে ডিসিআর সংগ্রহ করুন।
নামজারীর আবেদনে নিম্নলিখিত কাগজপত্র লাগবে-
১। ২০ (বিশ) টাকার কোর্টফি সহ মূল আবেদন ফরম।
২। আবেদনকারীর ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (একাধিক ব্যক্তির ক্ষেত্রে প্রত্যেকের জন্য ছবি প্রযোজ্য)।
৩। আবেদনকারীর পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি (জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ অন্যান্য)
৪। খতিয়ানের ফটোকপি/সার্টিফাইড কপি।
৫। বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ।
৬। সর্বশেষ জরিপের পর থেকে বায়া দলিলের সার্টিফাইড কপি বা ফটোকপি।
৭। উত্তরাধিকারসূত্রে মালিকানা লাভ করলে অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল উত্তরাধিকার সনদ।
৮। ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত ডিক্রীর সার্টিফাইড কপি বা ফটোকপি।
বিঃদ্রঃ ১। শুনানী গ্রহণকালে দাখিলকৃত কাগজের মূল কপি অবশ্যই আনতে হবে।
২। নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে দখল/প্রয়োজনীয় মালিকানার রেকর্ডপত্র দেখাতে হবে।
আমি Shoaib Ali & Associates। Founder & Chairman, The Income Tax Professionals, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।