আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে করদাতার ভয় থাকে অডিটের আওতাভুক্ত নিয়ে। উপকর কমিশনার যদি আপনার দাখিলকৃত রিটার্নে তথ্যে সন্তুষ্ঠ না হন, তাহলে উনি রিটার্নটি অডিটের জন্য নির্বাচন করতে পারেন। তবে কয়েকটি শর্ত পূরণ করে রিটার্ন জমা দিলে করদাতা অডিটের চিন্তামুক্ত হতে পারে।
কোন রিটার্ন বা সংশোধিত রিটার্নে অব্যবহিত পূর্ববর্তী কর বছরের নিরুপিত আয় অপেক্ষা নুন্যতম ১৫% বেশি আয় প্রদর্শন করা হলে এবং করদাতা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর 75A, 108 এবং 108A শর্ত পালন করলে এবং নিম্নোক্ত সকল শর্ত পুরণ হলে সে রিটার্ন অডিট কার্যক্রমের আওতা বহির্ভূত থাকবে:
১. কর অব্যহতিপ্রাপ্ত আয় প্রদর্শন করা হয়েছে এরুপ রিটার্নের ক্ষেত্রে কর অব্যহতিপ্রাপ্ত আয়ের সপক্ষে উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করা হলে
২. যেক্ষেত্রে সংশ্লিস্ট আয়বছরে এক বা একাধিক উৎস হতে ৫ লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণ প্রদর্শিত হয় সেক্ষেত্রে উক্ত ঋণের সপক্ষে ব্যাংক বিবরণী বা হিসাব বিবরণী দাখিল করা হলে [অর্থ্যাৎ এরুপ ব্যাংকিং (আর্থিক প্রতিষ্ঠানসহ) চ্যানেল গৃহীত হলে]
৩. সংশ্লিস্ট আয় বছরে কোন দান গ্রহণ না করা হলে
৪. ধারা 44 অনুযায়ী কর অব্যহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য কোন আয় প্রদর্শন করা না হলে
৫. রিটার্নে কোন কর ফেরৎ দাবী করা না হলে বা রিটার্নের ফলশ্রুতিতে (প্রসেস কার্যক্রমসহ) কোন কর ফেরৎ সৃষ্টি না হলে।
আমি Shoaib Ali & Associates। Founder & Chairman, The Income Tax Professionals, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।