কৃষিই আমাদের সম্পদ। তার বাংলাদেশ সরকারে কৃষি কাজে নিয়োজিত উদ্যোগকে উৎসাহিত করতে কৃষিখাতে আয়ের উপর বিশেষ করঅব্যহতির ঘোষণা দিয়েছেন। কৃষিখাতে অব্যবহতিপূর্ণ আয়ের বিবরণ নিচে দেওয়া হলো:
আয়ের একমাত্র উৎস ‘কৃষি খাত’ হলে কৃষি খাত হতে আয় ২, ০০, ০০০ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। অর্থাৎ কোন করদাতার কৃষি খাতের আয় ব্যতীত আর কোন খাতে আয় না থাকলে তার করমুক্ত আয়ের সীমা হবে নিম্নোক্ত-
৬৫ বছরের নীচে পুরুষ করদাতার ক্ষেত্রে-
২, ৫০, ০০০+২, ০০, ০০০=৪, ৫০, ০০০ টাকা
মহিলা করদাতা বা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে-
৩, ০০, ০০০+২, ০০, ০০০=৫, ০০, ০০০ টাকা
প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৪, ০০, ০০০+২, ০০, ০০০=৬, ০০, ০০০ টাকা
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে ৪, ২৫, ০০০+২, ০০, ০০০=৬, ২৫, ০০০ টাকা
এছাড়াও হাস-মুরগীর খামারী ও মৎসচাষীদের জন্য বিশেষ কর অব্যহতি আছে। যা নিচে উল্লেখ করা হলো:
১. হাস-মুরগীর খামার হতে অর্জিত আয় এর ক্ষেত্রে প্রথম ২০ লক্ষ টাকা পর্যন্ত ‘শুন্য’ হারে, পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হারে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হারে কর প্রদেয় হবে।
২. হাস-মুরগী, চিংড়ী ও মাছের হ্যাচারী এবং মৎস্য চাষ হতে অজির্ত আয় এর ক্ষেত্রে প্রথম ১০ লক্ষ টাকা পর্যন্ত ‘শুন্য’ হারে, পরবর্তী ১০ লক্ষ টাকা আয়ের উপর ৫% হারে এবং অবশিষ্ট আয়ের উপর ১০% হারে কর প্রদেয় হবে।
আমি Shoaib Ali & Associates। Founder & Chairman, The Income Tax Professionals, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।