বর্তমান সময়ের কঠিন বাস্তবতার নাম “বৃদ্ধাশ্রম”। যারা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের প্রতিষ্ঠিত করলেন আজ তারাই পরিবারের কাছের মানুষের কাছে উপেক্ষিত। তাদের আশ্রয় হয় “বৃদ্ধাশ্রম”এ। জীবনের ঘানি টেনে ক্লান্ত এই মানুষগুলোর অন্তিম সময়টায় সেবা প্রদান করতে যাদের উদ্যোগে গড়ে উঠেছে “বৃদ্ধাশ্রম” তাদের এ প্রশংসনীয় উদ্যোগকে অনুপ্রাণিত করতে সরকার এই “বৃদ্ধাশ্রম” থেকে অর্জিত আয়কে করমুক্ত আয় হিসেবে ঘোষণা দিছে। যদিও “বৃদ্ধাশ্রম” একটি সামাজিক উদ্যোগ কিন্তু এই উদ্যোগ থেকেও আয় করা সম্ভব। এই Elderly care home পরিচালনা হতে অর্জিত আয় করমুক্ত আয়।
আমি Shoaib Ali & Associates। Founder & Chairman, The Income Tax Professionals, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।