QR Code কি? দেখে নিন কিভাবে তৈরি করবেন নিজের নামে QR Code

QR code বা কুইক রেসপন্স কোড এক ধরনের  বারকোড।

বহুল প্রচলিত বারকোডের এর বড় ভাই এই  হলো QR Code. একটি QR Code সর্বোচ্চ ৭০৮৯ টি সংখ্যা বা ৪২৯৬ টি অক্ষর ধারণ করতে পারে!

বাংলাদেশে QR Code এর  জনপ্রিয়তা চোখে পরার মতো  চিপস এর প্যাকেট থেকে শুরু করে সব কিছু তেই এখন QR Code ব্যবহার হচ্ছে!

QR Code এর কিছু ব্যবহারঃ

  • ফোন বুক শেয়ারিং
  • বিজনেজ কার্ড শেয়ারিং
  • ওয়াইফাই  পাসওয়ার্ড শেয়ারিং
  • ওয়েব সাইটের ঠিকানা শেয়ারিং
  • যে কোন ধরনের লিংক শেয়ারিং
  • পেমেন্ট সিস্টেম
  • নম্বার শেয়ারিং

এই রকম আর হাজারটা  কাজে ব্যবহার করা যায় কিউ আর কোড

তো চলুন দেখে নেওয়া যাক

কীভাবে তৈরি  করবেন নিজের QR Code

আজকে আমি আপনাদের দুইটি সাইট দিয়ে QR Code তৈরি করে দেখাব। একটি সাইট একেবারে সাধারণ, অন্য সাইটি উন্নত ফিচার এবং অনেক সুবিধার।

DuckDuckgo

রেজিস্ট্রেশন এর কোনো  ঝামেলা নাই, জাস্ট সাইটের সার্চ বক্সে গিয়ে যেই লিংক কিংবা যেই টেক্সট এর জন্য QR Code চান ; তা লিখার আগে জাস্ট QR লিখে ইন্টার করলেই পেয়ে যাবেন আপনার QR Code ব্যাস এবার কোডের উপর রাইট ক্লিক করে ডাউনলোড করে নিন

Example : দরুন আপনি ১২৩৪ এই সংখ্যাটার জন্য কোড চাচ্ছেন, সার্চ বক্সে লিখুন QR ১২৩৪

QR Code with DuckDuckGo

ওয়েবসাইট লিংকঃ https://duckduckgo.com

QR-Code-Generator

QR Code এর যত রকমের সুবাধিদা আছে তার সব এই এখানে পেয়ে যাবেন।

এই সাইটি একেবারে ঝামেলা বিহীন। এই সাইট দিয়ে আপনি  QR Code থেকে শুরু করে লোগো যুক্ত, ভেক্টর ফরম্যাটে কোড ডাউনলোড, এমনকি ডায়ানামিক কিউ আর কোড তৈরি করতে পারবেন।

QR Code With qr-code-generator.com

এই সাইটের সকল ফিচার ব্যবহার করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন  করতে হবে। রেজিস্ট্রেশন  ছাড়া খুব বেশি ফিচার ব্যবহার করতে পারবেন।

সাইটে বর্তমানে রেজিস্ট্রেশন  করলে ১৩দিনের ফ্রি ট্রায়াল পাবেন, ১৩দিন ফ্রি ট্রায়াল শেষ হয়ে গেলে  আপনাকে মাসিক পেমেন্ট করে ফিচারগুলো ব্যবহার করতে হবে। পেমেন্ট না করলে আপনার একাউন্ট অটুমেটিক ফ্রি প্ল্যানে কনভার্ট হয়ে যাবে

QR Code With QR Code Generator

ওয়েবসাইট লিংকঃ  https://www.qr-code-generator.com

কিছু QR Code Scanner সাইট এবং এপ লিংকঃ

  1. https://zxing.org  (Website)
  2. https://www.onlinebarcodereader.com (Website)
  3. QR & Barcode Scanner  (Android app)
  4. Free QR Scanner (Android App)
  5. QR Code for Windows (PC)
  6. QR Reader (IOS)

তো এই চিলো আজকের টিউন টিউনি কেমন লাগল তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।

 

চাইলে ঘুরে আসতে পারেন গরীবের ছোট্ট ব্লগ থেকেWizTrick.com

 

সৌজন্যঃ WizTrick.com

Level 1

আমি ইমরান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস