জিরোচ্যাটের এক্সটেন্ডেড লাইসেন্স দিয়ে নিজেই শুরু করুন সফটওয়ার সার্ভিসের ব্যবসা

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

জিরোচ্যাট (XeroChat) হল বাংলাদেশের অন্যতম প্রধান সফটওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান জেরন আইটি নির্মিত বিশ্বসেরা মার্কেটিং সফটওয়ার। এটা সেলফ-হোস্টেড (Self-hosted) হোয়াইট লেবেল(White label) মাল্টি-ইউজার(Multi-user) সাস (SaaS) সফটওয়ার। অর্থাৎ বিশ্বসেরা এই সফটওয়ারটি যেমন আপনার নিজস্ব সার্ভারে ইনস্টল করতে পারবেন ঠিক তেমনি ভাবে আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে এটার নতুন নামকরণও সম্ভব। এছাড়াও একই সময়ে অনেক ব্যবহারকারী সফটওয়ারটি ব্যবহার করতে পারবে।

অনন্য এবং দুর্দান্ত সব ফিচার সম্বলিত এই সফটওয়ারটির মাঝে পাবেন অনলাইন ভিত্তিক সকল ধরনের মার্কেটিং করার সুবিধা।

জিরোচ্যাট পাওয়া যায় দুই ধরনের লাইসেন্সে: রেগুলার এবং এক্সটেন্ডেড লাইসেন্স

এক্সটেন্ডেড লাইসেন্স ব্যবহার করলেই কেবল আপনি সফটওয়ারটি নিজস্ব ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার এন্ড-ইউজারদের সফটওয়ারটির পরিসেবা(Service) সরবরাহ করতে পারবেন এবং বিনিময়ে তাদের নিকট থেকে গ্রহণ করতে পারবেন মাসিক বা বাৎসরিক ফি। অর্থাৎ জিরোচ্যাটের এক্সটেন্ডেড লাইসেন্স ব্যবহার করার মাধ্যমে আপনি সফটওয়ার সার্ভিস এর ব্যবসা শুরু করতে পারবেন অনায়াসেই। আপনার এন্ড-ইউজারদের নিকট থেকে ফি আদায় করতেও কোন ধরনের ঝামেলা পোহাতে হবে না কারণ সফটওয়ারটির মধ্যেই দুইটি পেমেন্ট সিস্টেম, স্ট্রাইপ(Stripe) এবং পেপ্যাল(PayPal), সংযুক্ত করা আছে যাতে করে আপনি খুব সহজেই আপনার এন্ড-ইউজারদের নিকট থেকে মাসিক বা বাৎসরিক ফি আদায় করতে পারেন।

আপনি যদি ডেভেলপারদের দিয়ে নিজেই জিরোচ্যাটের মত একটা মার্কেটিং সফটওয়ার তৈরি করিয়ে নিতে চান তাহলে আপনাকে অন্তত পঁচিশ লক্ষ টাকা খরচ করতে হবে যেখানে মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার($ 499) টাকায় পেয়ে যাবেন বিশ্বসেরা মার্কেটিং সফটওয়ারটির এক্সটেন্ডেড লাইসেন্স। যাহোক, এত টাকা খরচ করার পরও আপনার সফটওয়ারটি হয়ত জিরোচ্যাটের মত স্বয়ংসম্পূর্ণ এবং শক্তিশালী হবে না। জিরোচ্যাটকে বর্তমান অবস্থায় আসতে অনেক চাড়ই-উৎরাই পার হতে হয়েছে। এবং এই মার্কেটিং এপলিকেশনটির সাথে ধাপে ধাপে যুক্ত হয়েছে অনন্য এবং বিস্ময়কর সব ফিচার এবং এড-অন যেগুলোকে এক বসায় তৈরি করা প্রায় অসম্ভব। জিরোচ্যাট, একদিনে নয়, ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অতুলনীয় একটা মার্কেটিং সফটওয়ারে পরিণত হয়েছে।

ডেভেলপার দিয়ে তৈরি করা সফটওয়ার হয়ত আপনাকে ন্যূনতম পর্যায়ের কিছু মার্কেটিং সুবিধা প্রদান করতে পারবে, জিরোচ্যাটের মত সর্বোচ্চ পর্যায়ের সুবিধা কখনই নয়। তাছাড়াও ডেভেলপারদের নিয়মিত পারিশ্রমিক প্রদান ব্যতীত তাদের নিকট থেকে কোন ধরনের সাপোর্টও আশা করতে পারবেন না। আর একটা মার্কেটিং সফটওয়ার তৈরিতে বেশ খানিকটা সময়ও লেগে যাবে। আর যদি জিরোচ্যাট কিনেন তাহলে প্রস্তুতকৃত একটা স্বয়ংসম্পূর্ণ সফটওয়ার হাতে পাবেন সাথে সাথেই।

জিরোচ্যাটের এক্সটেন্ডেড লাইসেন্স দিয়ে তাৎক্ষণিকভাবেই, কোন ধরনের কাস্টমাইজেশন ছাড়াই, সফটওয়ার সার্ভিসের ব্যবসা শুরু করতে পারবেন- অর্থ্যাৎ সফটওয়ারটির মাধ্যমে এই সফটওয়ারের সার্ভিসই সরবরাহ করতে পারবেন সেই সব ব্যবসায়ীদের নিকট যারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে- এই ব্যবসায়ীরাই হবে আপনার এন্ড-ইউজার। তবে চাইলে আপনি নিজেও যেকোন ধরনের পণ্য বিক্রি করতে পারবেন জিরোচ্যাটের মাধ্যমে। যাহোক, আপনি যদি সফটওয়ার সার্ভিসের জন্য পর্যাপ্ত গ্রাহক পেয়ে যান তাহলে প্রথম মাসেই জিরোচ্যাটের এক্সটেন্ডেড লাইসেন্স কেনার সম্পূর্ণ টাকা উসুল করে নিতে পারবেন।

জিরোচ্যাটের সার্ভিস ব্যবসার প্রচারণা জিরোচ্যাট নিজেই চালাবে এবং ফলশ্রুতিতে গ্রাহকদেরও আকৃষ্ট করবে- আপনাকে তেমন কোন প্রয়াসই দিতে হবে না শুধুমাত্র আপনার সার্ভারে সফটওয়ারটি ইনস্টল এবং এটাকে আপনার ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করা ছাড়া। এভাবে আপনার জিরোচ্যাটের সার্ভিস ব্যবসা ধীরে ধীরে বড় হবে এবং এর ফলে উপার্জনও বাড়তে থাকবে। তবে আপনার ব্যবসা যত বড়ই হোক না কেন বা যত বেশী টাকাই আপনি উপার্জন করুন না কেন জিরোচ্যাট বাবদ আপনাকে মাসিক বা বাৎসরিক কোন ধরনের ফি পরিশোধ করতে হবে না। তবে আপনার এন্ড-ইউজারদের নিকট থেকে সারা জীবন ধরে মাসিক বা বাৎসরিক ফি গ্রহণ করতে পারবেন।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস