নরমাল ছবিকে কিভাবে এইচডি করবেন?

আপনি আপনার ফোন দিয়ে ছবি এইচডি করতে পারবেন।

আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই।

আমরা 2 ধাপে সম্পূর্ণ কাজ টি করব যাতে আপনার বুঝার কোনো সমস্যা না হয়।

1. Pixel adding

2. Color correction & finishing

Step 1 :

প্রথমেই আপনি গুগল ক্রোম দিয়ে এই ওয়েবসাইট টি তে যাবেন।
সবার উপরের ফাইল অপশনটি সিলেক্ট করে সেখান থেকে ওপেন এ যাবেন এবং আপনার ছবিটি ওপেন করবেন।

তারপর নিচের স্ক্রীনশট গুলি ফলো করবেন। এতো ডিটেলস তো বলা সম্ভব না আপনার যদি তাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফেসবুক এ মেসেজ দিতে পারেন।

এখন আপনি এই ভ্যালু টা আপনার ফটো অনুযায়ী বাড়াবেন যেহেতু আমার অনেক কম তাই আমি 1018 করবো। এবং পিকচার রেশিও সেম রাখবো।

তারপর পিকটিকে সেভ করবেন।

Step 2: এবার ফটো টিকে Adobe Lightroom থেকে ওপেন করে নিচের দেখানো সেটিং গুলু চেঞ্জ করে নিবেন।

আপনি আপনার প্রয়োজন মত এগুলি কে কম বা বেশি করতে পারেন।

ব্যাস কাজ শেষ। আপনারা বুদ্ধিমান তাই চাইলে Lightroom থেকে অনেক সেটিং ই করতে পারবেন সেটা নাহয় আপনার হাতেই ছেড়ে দিলাম।

আসুন দেখি সব কিছু করার পর আমার ছবিটি কেমন হলো

আগে :

পরে :

আরও সময় দিলে আরও ভালো করা যেত।

Level 0

আমি ফাহিম শাহরিয়ার। CEO, Advert Media, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস