গুগলকে অনুকরন করে এগিয়ে আসছে নতুন সার্চ ইঞ্জিন Guruji

গুগলকে অনুকরন করে এগিয়ে আসছে নতুন সার্চ ইঞ্জিন Guruji বতর্মানে এর বেটা ভার্সন চলছে এবং এই সময়ে ইংরেজীর পাশাপাশি ভারতের বিভিন্ন ভাষায় এর ব্যাবহার এর সুযোগ আছে। তবে খুব শীঘ্রই তারা তাদের মূল ভার্সন নিয়ে আসবে যেখানে থাকবে আরো অনেক চমক। গুগলের মতই পেজ ডিজাইন করেছে তারা, এমনকি নাম আর লোগোতেও অনেকটা মিল আছে। তবে তাদের এমন ভাবে অনুকরন আসলে গুগলকে নকল করার জন্য নয় বরং তাদেরকে আদর্শ ধরে এই অঞ্চলে একটি ওয়েব জায়ান্ট হিসেবে গুগলকে টেক্কা দেয়াই তাদের লক্ষ্য। তাদের মেইল সার্ভিস, মেসেঞ্জার থেকে সবকিছুই তারা তৈরী করছে অন্যান্য ওয়েব জায়ান্টদের টপকে যাওয়ার জন্য।

4543_1106637238760_1611685591_260089_6573422_n.jpg

তবে তাদের যে সার্ভিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি হল গুগল এডসেন্স এর মত তাদের এড সার্ভিসটি। বিশেষ করে আমি বলব তাদের এড সার্ভিসটি এ অঞ্চলের ওয়েবমাষ্টারদের জন্য এডসেন্স এর চাইতে ভাল। এর কারন হচ্ছে এডসেন্স এর সাথ যোগাযোগ, পিন আর পেমেন্ট পেতে যে অবস্থা তার চেয়ে সহজে পেমেন্ট পদ্ধতি, সহজে তাদের সাথে যোগাযোগ। আর একাউন্ট ব্যান হওয়ার ঝুঁকিও কম কারন এক্ষেত্রে খুব সহজেই তাদের সাথে যেমন ওয়েমাষ্টাররা যোগাযোগ করতে পারবেন তেমনি তারাও ওযেবমাষ্টারদের সাথে যোগাযোগ করতে পারবে। এড সার্ভিসে সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন

আর যেহেতু বর্তমানে ভারতে এটি ব্যাপক ভাবে ব্যাবহার হচ্ছে তাই ওয়েবমাষ্টাররা খুব সহজেই ওই অঞ্চলে তাদের সাইট জনপ্রিয় করতে পারেন এই সার্চ ইঞ্জিনে তাদের সাইট সাবমিট করে। এজন্য এখানে ক্লিক করুন।

তবে দুঃখ একটাই কবে যে আমাদের দেশেও গুগল ইয়াহূকে টেক্কা দেয়ার জন্য এমন একটি সার্ভিস কবে যে চালু হবে।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

shakil vai, I want to make money by getting typing work and trusted ptr and ptc sites and survey sites .can you tell me some way how I can make money easily from internet? google adsense seems to me tough one to make money. can you tell me some links to download latest hollywood movies? you can contact with me if you have some idea of those at”” [email protected] however your tune was better but I hope you write about earning and freeware tunes more than this sort of tunes .

যত্ই আসুক Google-কে কেউ পেছনে ফেলতে পারবে না।

ধন্যবাদ। তবে টাকা আয় করা আসলেই কঠিন গুগল এডসেন্সও তার ব্যাতিক্রম নয় আপনাকে করতে হলে কঠিন কাজকেই সহজ করতে হবে তবে সহজ যে পদ্ধতি গুরো আছে ওগুলোর সমস্যা শুধু একটাই যে টাকা পাওয়া যায় না। আর লেটেস্ট হলিউড মুভি ডাউনলোডের জন্য টেকটিউনসে টিউন আছি এছাড়াও গুগলে সার্চ করতে পারবেন। আর প্রযুক্তির বাইরে বিশেষ করে মুভি,সং এসব বিষয়ে আমার আইডিয়া আসলেই কম।

Level 0

thank’s for this. sakil vai apner email address ta den ,apner sate kota ase.
amr email address([email protected])

@ http://www.tech-bd.blogspot.com আরে ভাই ওইটা কি আবার কওয়া লাগে? গুগল তো এক নাম্বারে আছেই।

আমার মেইল এ্যাড্রেস [email protected]

We need khuijamoro.com

আমাদের দেশের সেরা পিএইচপি ডেভলপার হাসিন ভাই আমাদের দেশের জন্য দারুন দারুন সব সাইট তৈরী করেছেন

শাকিল শুনেন এই গুরোর হাবা নাই। ভালো কিছু টিউন করেন।

হাহাহাহাহাহাহাাহহা

আমাদের দেশে এরকম সাচ ইন্জিন হবে না? ভাই কেউ করেন না । প্লিজ

আসলেই আমাদের দেশৈও এধরণের একটি সার্চ ইঞ্জিন থাকা দরকার।

Level 0

গুরুজী তোমার জবাব নেই…… প্রিয় বন্ধু, আপনার এই টিউন থেকে গুরুজী সম্বন্ধে জানতে পারলাম…… আমি এইবার এই লিঙ্ক থেকে কেমন মজা পাওয়া যায়… তা দেখার………. আপনার টিউন খুবই ভালো ও কাজের টিউন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…