ওয়ালটনের হাইয়েন্ড স্পেসিফিকেশনের দারুন একটি স্মার্টফোন প্রিমো এস৭ প্রো। ওয়ারলেস চার্জিং, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, হেলিও পি৭০ ইত্যাদিসহ স্মার্টফোনটির আছে আরো বেশকিছু আকর্ষণীয় দিক।
স্মার্টফোনটি তৈরি করা হয়েছেউন্নত মানের পিপিএমএ ম্যাটেরিয়াল দিয়ে, যার উদাহরন এর রিয়ার প্যানেলের দিকে তাকালেই বোঝা যায়, কেননা স্মার্টফোনটিতে হালকা আলো পরলেই এর ব্যাক প্যানেল যে সুন্দর রেইনবো ইফেক্ট দেয়, তা এই বাজেটের স্মার্টফোন হিসেবে প্রিমিয়াম।
স্মার্টফোনটির মেইন হার্ডওয়্যার ইউনিটকে পাওয়ার দিচ্ছে একটি ফ্লাগশিপ গ্রেড প্রসেসর। আর এটি হচ্ছে মিডিয়াটেক পি৭০। মিডিয়াটেক পি৭০, ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তিতে তৈরি ২.১ গিগাহার্জ বাজস্পিড সম্বলিত করটেক্স এ৭৩/ এ৫৩ ভিত্তিক অক্টাকোর প্রসেসর। আর এই সিপিইউ ইউনিট এর সাথে আপনি জিপিউ তথা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পাবেন মালি জি-৭২ এমপি৩ জিপিইউ। আর এই চিপসেটে ট্রিপল কোর আইএসপি এবং ডুয়াল কোর এপিইউ থাকার ফলে একদম Raw এইচ-ডি-আর ছবিগুলো এই ক্যামেরার মাধ্যমে তুলতে পারবেন কোনরকম কোয়ালিটির লস ছাড়াই। আর এটি ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি বলে, এটি ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি প্রসেসর এর চাইতে ১৫ শতাংশ বেশি পাওয়ার এফিসিয়েন্ট।
স্মার্টফোনটির সিস্টেম ব্যকআপ দেবার জন্য এতে থাকছে ৬ জিবি ডিডিআর৪এক্স র্যাম। র্যাম এর পরে, ইন্টারনাল স্টোরেজ পাবেন ১২৮ জিবি! এমনকি আপনি এতে ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মাইক্রো এসডি কার্ডও লাগাতে পারবেন।
স্মার্টফোনটির আরেকটি দারুন আকর্ষণ এর ক্যামেরা সেকশন। অবশ্যই প্রিমো এস৭ প্রো তে পাবেন একটি ট্রিপল ক্যামেরা সেটাপ, যার মধ্যে একটি মেইন সেন্সর ৪৮ মেগাপিক্সেল। বাকি দুটি একটি ৮ মেগাপিক্সেল অয়াইড এঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। প্রিমো এস৭ প্রোতে থাকছে F/2.0 এপারচার সমৃদ্ধ ফ্রন্ট ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা সেন্সর।
স্মার্টফোনটির পুরো রিভিউ ভিডিও দেখে আসতে পারেন এই ঠিকানা থেকে।
আমি Durbar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।