গুগল এডসেন্স চেক হাতে পেলাম…… এবার করণীয় কি ???

কিছুক্ষন আগে গুগল এডসেন্স চেক হাতে পেলাম। বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি সত্যি গুগল থেকে চেক পাঠিয়েছে। তাই সবার সাথে একটু শেয়ার করার পাশাপাশি জানতে চাচ্ছি, আমার পরবর্তী করণীয় কি হবে ?
এখানে জানিয়ে রাখি, চেকের ডেলিভারি অপশন আমি স্ট্যান্ডার্ড দিয়েছিলাম গুগল এডসেন্স একাউন্ট থেকে এবং 24 জুন আমি হঠাৎ করে দেখি যে আমার একাউন্ট ব্যালেন্স 2.31 ডলার হয়ে গেছে। অথচ তা ছিল 136.71 ডলার। তখন ঘাটাঘাটি করে দেখলাম তারা 126.87 ডলার পাঠিয়ে দিয়েছে (মে 30, 2009 পযর্ন্ত)। যেহেতু চেকের ডেলিভারি অপশন আমি স্ট্যান্ডার্ড দিয়েছিলাম, তাই 28 ডলার গুগল কাটেনি। আর চেকটি ডেলিভারি দেয়া হয়েছে গুগল থেকে 25 জুন (খামের উপর লেখা ছিল) এবং আমি হাতে পেলাম আজ 7 জুলাই।

প্রথম পাতা

দ্বিতীয় পাতা

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

may b kisu din age sakil vi pay a sen ai same chek ta apni unar 1ta tune ashe oi ta dekhen r naile unar number a phn kore kotha bolte paren

banan vul hole sorry
r bangla lekte pari na tai sorry

Level 0

অভিনন্দন, দু:খিত আপনাকে সাহায্য করতে পারলাম না

অভিন্দন। তবে চেক যদি ভাঙাতে চান সবার আগে এই টিউনের ছবিটি ডিলেট করুন কারন চেক নাম্বার সহ এরকমভাবে শো করা এডসেন্স টার্মস এন্ড কন্ডিশনের বিরোধী। যদি ছবিটি এভাবে দেখান তাহলে আপনার চেক এবং একাউন্ট দুটিই ব্যান হবে। আমার টিউনে দেখুন আমি যেভাবে চেক দেখিয়েছি সেভাবে দেখান।

আমিন ভাই মিষ্টি খাওয়ান।

ধন্যবাদ শাকিল ভাই। আপনার কথা অনুযায়ী ছবি পরিবর্তন করা হয়েছে। এখন যদি বলতেন কি করতে হবে, তাহলে বেশ উপকৃত হতাম।

না ভাই আপনি আমার কথা মত ছবি পরিবর্তন করেন নাই। কারন চেক যদি দেখান তাহলে চেকের সব নাম্বার যেমন চেক নং, ক্লায়েন্ট নং মুছে দিতে হবে এগুলো যেন অন্য কেউ না জানে। তাড়াতাড়ি করেন। কিভাবে দিবেন ছবি আর কিভাবে চেক ভাঙাবেন এই টিউনটা দেখলেই বুঝবেন https://www.techtunes.io/other/tune-id/6644/

খুশি হলাম শুনে। আমিন ভাই ইবিজ সাইট কি আপনি ডেভেলপ করেছেন? যদি করে থাকেন তো কোন কনটেন্ট ইউজ করেছেন না পিএইচপি দিয়ে করেছেন?

ভাই আশরাফুল, আপনাকে ধন্যবাদ। আপনি কিভাবে বুঝলেন যে আমি ই-বিজ সাইটটি ডেভেলপ করেছি ? টেকটিউনস-এ আমি তো কখনো তা উল্লেখ করিনি। আমি শুধুমাত্র সেখানে আমার ইমেইল এড্রেস ব্যবহার করেছি। সত্যিই আপনার স্মরণ শক্তির প্রসংশা করতে হয়। আমি কোনো কনটেন্ট ম্যানেজমেন্ট টুল (জুমলা, ওয়ার্ডপ্রেস ইত্যাদি) ব্যবহার করিনি। সরাসরি পিএইচপি, এইচটিএমএল দিয়ে করেছি। সাইটটি কেমন হয়েছে জানালে খুশি হবো। পাশাপাশি আর কি কি ফিচার যোগ করা যায় জানালে কৃতজ্ঞ থাকব।

এ্যাড্রেস না দিলে কিভাবে দেখব?

Ovinondon.

Level 0

Congratulation !