Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে… Yahoo! Adsense এর কী হবে?

এ কথা সত্য যে আমরা অনেকেই দীর্ঘদিন যাবত Google Adsense নিয়ে নাড়াচাড়া করে আসছি। আর যারা এখনও শুরু করিনি তারা শিঘ্রই শুরু করার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু Yahoo!-র ও যে Adsense আছে সে বিষয়ে আমরা কতটুকু জানি? বিষয়টা যারা জানেন টিউনটি তাদের পড়ার দরকার নেই। আমি নতুন কিছুই বলবো না। যারা জানেন না তাদের জন্যই এই টিউন।

আমরা যাকে Yahoo! Adsense বলছি এর প্রকৃত নাম Yahoo! Publisher Network. এটি গুগলের মত জনপ্রিয় হতে পারেনি কারন এর কিছু ব্যবহারিক জটিলতা আছে। সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো।

Yahoo! Publisher Network-এ অংশগ্রহণ করতে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

  • রেজিস্ট্রেশন-এজন্য আপনাকে একটি ইয়াহু বিজনেস আইডি তৈরী করতে হবে এবং আপনার ও আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য Yahoo! কে জানাতে হবে।
  • এ্যকটিভেশন-আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে ইয়াহু'র পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে আপনার এ্যাউন্টটি এ্যকটিভ করার জন্য অনুরোধ করা হবে। এখানে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য এবং পেমেন্ট টাইপ নির্বাচন করতে হবে।
  • এ্যাড সেটআপ এন্ড প্লেসমেন্ট- আপনার একাউন্টটি একটিভ করার পর আপনিন Google Adsense এর মত এ্যাড সেটআপ এবং তা আপনার ওয়েবসাইট বা RSS Feed এ প্লেস করতে পারবেন।

প্রথম ধাপ- রেজিস্ট্রেশন
রেজিস্ট্রশনের জন্য আপনাকে এখানে যেতে হবে। (মনে রাখবেন Yahoo! Business ID কিন্তু সাধারণ Yahoo! ID থেকে আলাদা) আপনার রেজিস্ট্রশন ফরমটি যথাযথভাবে পূরণ করুন।

Registration

আপনাকে যা অবশ্যই পূরণ করতে হবে-

  • আপনার ফার্স নেম ও লাস্ট নেম
  • ই মেইল এ্যড্রেস
  • চিঠি লেখার ঠিকানা (ZIP কোডসহ)
  • ফোন নাম্বার
  • ওয়েবসাইট URL
  • ওয়েবসাইট ক্যাটাগরী
  • সিকিউরিটি কোড

এর সাথে আপনি আপনার কোম্পানীর নাম ও ফ্যাক্স নাম্বার যোগ করতে পারেন তবে তা বাধ্যতামূলক নয়।

এবার আপনি Terms and Conditions পড়ে যদি সম্মত হন তবে “I Agree” তে ক্লিক করুন। আপনাকে ইয়াহু আইডি, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্যের কনফার্মেশন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এই পেজটি প্রিন্ট আউট করে রাখুন।

দ্বিতীয় ধাপ - একটিভেশন

আপনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনকে Yahoo!-র পক্ষ থেকে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে। এখানে প্রদত্ত লিংক এক ক্লিক করলে আপনাকে লগইন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি প্রথম ধাপে যে একাউন্টটি তৈরী করেছেন তাতে লগইন করুন।

login.jpg

লগইন করার পর আপনাকে নিচের পেজের মত একটি পেজে নিয়ে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হবে।

3-tax-info.jpg

চিহ্নিত বাটনটিতে ক্লিক করার পর আপনাকে নিচের মত একটি ফরম দেয়া হবে। ফরমটি নির্দেশনা অনুযায়ী পূরণ করুন।

উল্লেখ্য- আপনি দেখবেন ফরমটির কিছু অংশ আগের থেকেই পূরণ করা আছে সে তথ্য অনুসারে যা আপনি ইয়াহুকে আগে জানিয়েছিলেন।

4_tax-details.jpg

Signature-এর স্থানে আপনার পূর্ণ নাম লিখুন। উল্লেখ্য টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এখানে আপনার নাম লেখা স্ট্যাম্প-এ স্বাক্ষর করার শামিল। তাই স্বাক্ষর করার আগে নিশ্চত হয়ে নিন আপনার প্রদত্ত তথ্যাবলী সঠিক। অন্যথায় আপনি ইয়াহুর কাছ থেকে কোন টাকা পাবেন না।

আপনা ট্যাক্স ইনফরমেশন প্রদান করার পর আপনাকে আপনার পেমেন্ট টাইপ নির্ধারণ করতে হবে।

5_payment-info.jpg

আপনি দুইভাবে আপনার পেমেন্ট নিতে পারেন

  • ডাইরেক্ট ডিপোজিট
  • চেক

আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন এবং

6_payment-method.jpg

আপনি সফলভাবে আপনার সমস্ত তথ্য প্রদান করার পর আপনার একাউন্টটি এ্যকটিভ হয়ে যাবে।

তৃতীয় ধাপ-ক্রিয়েট এন্ড প্লেস এ্যাডস্

এখান থেকে প্রয়োজন অনুযায়ী এ্যাড তৈরী করুন এবং আপনার ওয়েবসাইটে প্লেস করুন।

7_create-ad.jpg

বিস্তারিত দেখুন-http://publisher.yahoo.com/sell/ContentMatch.php?loc=USYPN0005

Level 0

আমি মামুন সৃজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

স্বেচ্ছাবসরে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমি সাইন আপ করতে পারছি না লিংক টি সরাসরি দিন । ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য। অামি অাগে তেমন কিছু জানিনি Yahoo Publisher সম্পর্কে ।

অামার প্রশ্ন হচ্ছে অামরা কি একই সাইটে একই পেজ-এ Google Adsense and Yahoo Publisher ব্যবহার করতে পারব..???

ভাল টিউন করেছেন।….স্বাগতম।

Thanks Brother, Good Tune…

Level 0

ভালো লাগছে। চেষ্টা করে দেখি। ধণ্যবাদ।

প্রথম ধপে রেজিস্ট্রশনের জন্য ফরম টাই পাই না, কারনটা কি জানাবেন?

( প্রথম ধাপ- রেজিস্ট্রেশন
রেজিস্ট্রশনের জন্য আপনাকে এখানে যেতে হবে। (মনে রাখবেন Yahoo! Business ID কিন্তু সাধারণ Yahoo! ID থেকে আলাদা) আপনার রেজিস্ট্রশন ফরমটি যথাযথভাবে পূরণ করুন। )

nurjahantop
ঐ পেজের নিচে বামদিকে দেখুন Apply Now আছে অথবা সরাসরি
http://advision.webevents.yahoo.com/scp/viewer/index.php?loc=USYPN0005&client_id=5468&event_id=19939
এখানে যান।

Level 0

ধন্যবাদ, তবে ওখানে শুধু USA দের জন্য।

Level 0

http://publisher.yahoo.com/
ata open hoi na plz. help me.