টিউটরিয়াল বিভাগ এবং কুইজ বিভাগ চালু করা প্রয়োজন

টেকটিউনস সাইটটি বাংলাদেশসহ সারা বিশ্বের বাঙালীদের মধ্যে দিনকে দিন জনপ্রিয় হচ্ছে। একটি বিজ্ঞান এবং প্রযুক্তিভিত্তিক ব্লগ সাইট হিসেবে এই সাইটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যার সমাধান দেয়া হয়। পরিতাপের বিষয় এই যে এই সাইটে এখন পর্যন্ত কোন টিউটরিয়াল বিভাগ এবং কুইজ বিভাগ চালু করা হয়নি। টিউটরিয়াল বিভাগ যদি চালু করা হত তাহলে অটোক্যাড, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, ফ্ল্যাশ এবং অন্যন্য সফটওয়্যার যারা শিখতে চায় তারা ভালভাবে শিখতে পারত নিজে নিজেই। আমার মতে টেকটিউনস কর্তৃপক্ষ এবং টিউনারদের সহযোগিতা থাকলে এই ধরনের একটি বিভাগ চালু করা সম্ভব যেখানে প্রতিদিনই এক বা একাধিক অধ্যায় নিয়ে আলোচনা করা হবে এবং সমস্যার সমাধান দেয়া হবে। তাছাড়া গুগল অ্যাডসেন্স,পিটিসি, ডাটা এন্ট্রি,আউটসোসিং প্রভৃতি বিষয়ক টিউটরিয়ালও থাকবে এতে যাতে করে নতুন যারা ইন্টারনেটে আয় করতে আগ্রহী তাদের উপকারে আসে।
এছাড়া কুইজ বিভাগও একটি দরকারী বিভাগ যেটা টেকটিউনসে চালু করা যেতে পারে। এর মাধ্যমে এই সাইটে প্রতিযোগীতা মূলক পরিবেশ সৃষ্টি হবে, সাইটের জনপ্রিয়তা আরও বাড়বে এবং জ্ঞান বৃদ্ধি পাবে সকলের। এই প্রতিযোগীতা দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক হতে পারে। যদি কিছু পুরস্কার কুইজ বিজয়ীদের দেয়া হয় তবে আরও ভাল হয়। সর্বোপরি এই দুটি বিভাগ চালু করলে টেকটিউনসের মান আরও উন্নত হবে।
তাই টেকটিউনসের ওয়েব কন্ট্রোলার মেহেদী ভাই এবং এবং তৎসংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ যে , এই দুটি বিভাগ দ্রুত চালু করার উদ্যেগ নিন।
এই বিষয়ে এই সাইটের সকল টিউনার এবং ভিজিটরদের মন্তব্য প্রত্যাশা করছি। আপনারা সকলে যদি রাজী হন এবং কর্তৃপক্ষকে অনুরোধ করেন তাহলে দ্রুত এই দুটি আলাদা বিভাগ টেকটিউনস সাইটে চালু করা সম্ভব হতে পারে।

Level 0

আমি mahedihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I want to discover new , search new , find new. Want to keep myself different than person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউটরিয়াল বিভাগ চালু আছে প্রথম থেকেই, তবে টিউটরিয়ালের সংখ্যা কম। সবাইতো টিপস নিয়ে বিজি। সবাই মিলে টিউটরিয়াল লেখা শুরু করলে এ সমস্যার পরিত্রান পাওয়া যাবে হয়তো। কুইজ বিভাগ খুবই দরকার। ধন্যবাদ মেহেদী ভাই।

Level 0

@@@@@ Ami Tiutu Bai ar Sate Ak Mot

একেবারেই মনের কথাটি বলেছেন মেহেদী ভাই। টিউটোরিয়াল বিভাগটিকে আরো সংগঠিত করা প্রয়োজন। তবে যারাই কোনো বিষয়ে টিউটোরিয়াল লিখবেন তাদের কাছে অনুরোধ যেন ধারাবাহিক ভাবে লিখেন, মানে 4/5 টি বা 8/10 টি টিউন লিখে যেন মাঝপথে থেমে না যান। এ বিষয়টি টিউটোরিয়াল যারা লিখবেন তাদেরকে নোটিস করে দেয়া যেতে পারে।