ফরেক্স 05EMA : 75EMA Strategy -আমার আবিস্কৃত একটি ট্রেডিং পদ্ধতি

ট্রেডের ধাপসমূহঃ-
1. 05 EMA & 75 EMA Cross Point (05 EMA ও 75 EMA এর স্পর্শ বিন্দু)
05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) যখনই পরস্পরকে সুস্পষ্টভাবে স্পর্শ করবে, তখনই আমারা একটি Signal পাওয়ার আশা করতে পারি। তবে এটা সত্যিই একটি শক্তিশালী সঙ্কেত (Strong Signal) কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরবর্তী ধাপটি যাচাই করে দেখতে হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধরি, নিচের চিত্রের মতো 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) পরস্পরকে সুস্পষ্টভাবে স্পর্শ করেছে। নিচের EUR/USD Pair এর H4 টাইমফ্রেমের একটি চিত্রে পরপর দুটি শক্তিশালী সঙ্কেত (Strong Signal) দেখানো হলো।

2. High Impact: Signal Confirmation (উচ্চ প্রভাবঃ সঙ্কেতের অনুমোদন)
এখন আমরা লক্ষ্য করব পূর্ববর্তী কমপক্ষে একটি বা একাধিক (দুটি বা অধিক হলে আরো ভালো) Candlesticks এ হাই ইমপ্যাক্ট হয়েছে কিনা? সাধারণত বিগত বেশ কয়েকটি Candlesticks যে আকৃতিতে ক্লোজ হয়েছে সেগুলোর তুলনায় যাচাইয়ের জন্য নেয়া Candlesticks গুলো আকৃতিতে অস্বাভাবিকভাবে বড় হলে সেই Candlesticks গুলোতে হাই ইমপ্যাক্ট হয়েছে বলে আমরা বুঝব। হাই ইমপ্যাক্ট হওয়ার পর নতুন আপ অথবা ডাউন ট্রেন্ডলাইন (সাইডট্রেন্ড ছাড়া) নির্দেশ করলেই আমরা নিশ্চিত যে, আমরা একটি শক্তিশালী Signal পেলাম এবং এখন আমরা ট্রেডে প্রবেশ করতে পারি। অবশ্য হাই ইম্প্যাক্ট হওয়ার পরে সাইড ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। হাই ইমপ্যাক্ট না হয়েও যদি 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) পরস্পরকে স্পর্শ করে, তাহলে সেটি আমাদের জন্য Strong Signal নয়। এক্ষেত্রে সাইডট্রেন্ড হওয়ার সম্ভাবনা বা প্রাইস বাউন্স করার প্রবল সম্ভাবনা থাকে। তাই আবারো বলছি 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) এর Cross Point এর সাথে অবশ্যই হাই ইমপ্যাক্ট থাকতে হবে। Cross Point এর সাথে Candlesticks এ যুগপৎভাবে হাই ইমপ্যাক্টই হলো আমাদের Strong Signal এর ক্ষেত্রে একটি বাস্তবসম্মত ও কার্যকরী Confirmation। চিত্রের দুটি Signal এর ক্ষেত্রে 2 দ্বারা চিহ্নিত Candlesticks গুলো হাই ইমপ্যাক্ট হিসেবে চিহ্নিত।
অর্থাৎ, একটি যুক্তিগ্রাহ্য (Reasonable) এবং শক্তিশালী (Strong) ‍সঙ্কেত (Signal) পাওয়ার জন্য আমাদের ধাপ-1 এবং ধাপ-2 অবশ্যই 100% অনুসরণ করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে, More than 80% Profitable অবস্থানে থেকে আমরা ট্রেড করতে পারব। সুতরাং বলা চলে যে,
05 EMA & 75 EMA Cross Point - হাই ইমপ্যাক্ট - New Up/Down Trend = Strong Signal.
3. Trade Entry (ট্রেডে প্রবেশ)
হাই ইমপ্যাক্ট এর পরে Cross Point এই আমরা ট্রেডে প্রবেশ করব। 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) এর Cross Point ঠিক যেখানে তৈরি হয়েছে, হাই এমপ্যাক্ট এর কারণে সেখানে এখন নতুন ট্রেন্ড লাইনও তৈরি হয়েছে। Cross Point এর পরে 05 EMA (কালো ব্যান্ড) নিচে চলে গেলে এবং 75 EMA (সবুজ ব্যান্ড) উপরে উঠে গেলে তা ডাউনট্রেন্ড এবং Short (Sell) নির্দেশ করবে। আবার Cross Point এর পরে 05 EMA (কালো ব্যান্ড) উপরে চলে গেলে এবং 75 EMA (সবুজ ব্যান্ড) নিচে নেমে গেলে তা আপট্রেন্ড এবং Long (Buy) নির্দেশ করবে। সুতরাং Short (Sell) বা Long (Buy) বুঝতে আমাদের কোনো সমস্যা হবার কথা নয়। চিত্রের পথম অংশে আমরা Short Signal পেয়েছি এবং দ্বিতীয় অংশে Long (Buy) Signal পেয়েছি। ঠিক যেখানটায় Cross Point তৈরি হয়েছে, Candlesticks এ Price এর অবস্থান সাধারণত তার থেকে কিছুটা দূরে থাকতে পারে। এতে কোনো সমস্যা নেই। যেখানেই থাকুক না কেন, আমরা Signal বুঝে Short বা Long পজিশনে যাব। অর্থাৎ Sell বা Buy দেবো। ধরি, চিত্রের প্রথম অংশের মতো আমরা Short Signal পেয়েছি। এখন ঠিক এই মুহূর্তে Price আছে 1.3350 বা এর আশেপাশে কোথাও। আমরা এখানেই Sell দেবো। সংক্ষেপে আমরা আমাদের Signal কে নিম্নোক্তভাবে সূত্রবদ্ধ করতে পারি-
(a) Cross Point - High Impact - 05EMA Up & 75EMA Bellow = Buy Signal!
(b) Cross Point - High Impact - 75EMA Up & 05EMA Bellow = Sell Signal!

4. Stop Loss ‘SL’ (ক্ষতি কমানো)
Cross Point এর Candlesticks টি বাদ দিয়ে পূর্ববর্তী দুইটি Candlesticks এর প্রথমটিতে Price যেখানে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল, সেই Price টিই হবে আমাদের Stop Loss (SL) । পরিষ্কার হওয়ার জন্য চিত্রের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের 4 নম্বর চিহ্নিত স্থানগুলো দ্রষ্টব্য।
5. Take Profit ‘TP’ (লাভ গ্রহণ)
প্রতিটি Timeframe এ Grid Line অনুযায়ী Price আলাদা আলাদাভাবে একটি নির্দিষ্ট স্তর অন্তর অন্তর বিন্যস্ত থাকে। আমাদের Take Profit (TP) হবে দুই থেকে তিনটি Grid Line দুরে বা দুই এবং তিন নম্বর Grid Line এর মাঝামাঝি। Signal এর শক্তিমত্ত্বা নিয়ে সন্দেহ থাকলে Take Profit (TP) আরো কম নেয়া যেতে পারে। তবে Signal নিয়ে যতই আত্মবিশ্বাশী হোন না কেন Take Profit (TP)কোনোমতেই তিনটি Grid Line এর বেশি নেয়া চলবে না। কেননা এই চিরন্তন প্রবাদ বাক্য ভুলে গেলে চলবে না যে, ‘লোভে পাপ, পাবে মৃত্যু!’
[ফরেক্সের নতুন বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন ট্রেডিং সিস্টেমটি। আপনার মানি ম্যানেজমেন্ট নূন্যতম 50:1 ঠিক রেখে সকল কারেন্সি পেয়ারেই ট্রেড করতে পারবেন। তবে প্রথমেই লাইভ ট্রেড না করে নূন্যতম দুই মাস ডেমো প্র্যাকটিস করে আপনি নিজে ব্যক্তিগতভাবে এই স্ট্র্যাটেজিতে Satisfied হলে পরবর্তীতে নিজ দায়িত্বে Live Trade শুরু করুন।]

Level 0

আমি তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apni tokoni profitable trade korben jokoni apnar SL range and TP range modhe diffrence big hobe mone koron apnar SL 30 pips and apnar signal TP jodi 30 pips ar beshi hoi taile apnar R:R bere jay janen nistoy and money mangement or jonno oi SL koto seta boro factor……….EMA qucik price movement indentify kore and fack o kom dei na and time frame H4 /D1 hole huge margin proyojon hoi, Ja hok apnake dhonobad newbie der kaze kagbe apnar system
bdpips24.blogspot.com

প্রথমে ধন্যবাদ যে একটি ইউনিক নিজের তৈরি পদ্ধতি পাবলিশ করার জন্য। আন্তরিকভাবে অভিনন্দন আপনাকে। ভালো লেগেছে এপ্লাই করে দেখলে আশা করি ভালো ফলাফল পাবো।
এবং আন্তরিক আমন্ত্রণ http://www.bdforexpro.com তে লিখার জন্য। অনেক নতুন এবং পুরাতন ট্রেডারদের ট্রেডিং কে সুগঠিত করার লক্ষ্য শেয়ার করুণ।
ধন্যবাদ।

ধন্যবাদ

This is the best RevShare site of The world

https://hqrevshare.com/?r=oobari