অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ, আপনি যাবেন কোন পথে ? [পর্ব-০৫ ] : : ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আয় ।

অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ

আসসালামুআলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ নিয়ে। আজ আমরা অনলাইন আর্নিং বিষয়ে কার্যকরী কয়েকটি টিপস নিয়ে আলোচনা করবো । অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ যত পথ-ই থাকুক আমি চেষ্টা করবো  সবচেয়ে কার্যকরী পথটি আপনাদের সামনে তুলে ধরতে । 

ইতিপূর্বে  ব্লগিং নিয়ে কয়েকবার আলোকপাত করেছি । যারা এটি ধরেছেন, সাফল্যের প্রত্যাশায় তারা এটি নিয়েই এগিয়ে যান । হাল ছেড়ে দিবেননা, হাল ছেড়ে দিলেই অনেক বেশী পিছিয়ে পড়বেন । আপনার অনেক দিন আগে করা কোন ব্লগ সাইটে একটি ইউনিক আর্টিকেল পোস্ট করে দেখুন আগের চেয়ে অনেক বেশী ভিজিটর চলে এসেছে। এভাবে আপনি প্রতিনিয়ত বিভিন্ন  ইউনিক আর্টিকেল পোস্ট করতে থাকলে প্রত্যাশার চেয়ে বেশী ভিজিটর পাবেন । মনে রাখবেন ভিজটর আনার জন্য কন্টেন্ট ইজ কিং, এসইও ইজ নট এসেনশিয়াল হিয়ার ।  আগে আপনি কন্টেন্ট এর প্রতি গুরুত্ব দিন, তারপর এসইও নিয়ে ভাবতে পারেন।  আপনার সাইটকে গ্রহণযোগ্য করে তুলুন সকল মাধ্যমে ।


অনলাইন আর্নিংয়ে কার্যকরী ফলাফল পেতে আপনি প্রফেশনাল ব্লগিং শুরু করতে পারেন । সেক্ষেত্রে  ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা দিয়ে কোন সাইট ডেভেলপ করতে পারেন ।  তবে এসইও ফ্রেন্ডলি এবং সহজ ইন্টারফেস এর জন্য আমি সাজেস্ট করবো ওয়ার্ডপ্রেস এ সাইট ডিজাইন করতে ।  আপনি একটু আগ্রহ নিয়ে শুরু করলেই পারবেন । ভালো কোন ওয়েব ভিত্তিক কোম্পানীর কাছ থেকে নিতে পারেন পছন্দের নাম সিলেক্ট করে একটি ডোমেইন, সর্বনিম্ন হোস্টিং প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন । এজন্য আপনার খরচ পড়বে সর্বনিম্ন ১০০০ থেকে ১৫০০ টাকা ।  আমি এমনি একটি সাইট নিয়ে কাজ করছি কিছুদিন যাবত । এক নজরে সাইটটি দেখে আসতে পারেন । নূন্যতম ডোমেইন হোস্টিং নিয়ে এ সাইটটির কাজ শুরু করেছি । http://techinfobd.net/  চেষ্টা করছি এ সাইটটিকে আরো সমৃদ্ধ করতে ।  সম্ভব হলে মন্তব্য ও পরামর্শ দিন, কার্যকরী পরামর্শ দিয়ে সহযোগীতা করলে উপকৃত হবো ।

আপনি যদি টাকা খরচ করে ডোমেইন হোস্টিং কিনতে না চান তবে ওয়ার্ডপ্রেস এর সাবডোমেইন দিয়েই সাইট তৈরীর কাজ শুরু করতে পারেন । http://wordpress.com/ এখানে গিয়ে এখুনি চেষ্টা শুরু করুন ।

যত দেরীতে শুরু করবেন ততই পিছিয়ে পড়বেন ।  আর লেইট হলেউ দেরী হয় একথা আমরা সবাই জানি।  আর অনলাইন আর্নিং এর এ প্রতিযোগীতায় এ দেরীটা একটু বেশিই হয় । তাই ঝটপট শুরু করুন । সমস্যায় পড়লে আমাদের এ বিশাল কমিউনিটির বিজ্ঞ লোকের সহযোগীতা নিন ।  



প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর রেজিষ্ট্রশন শেষ করুন ।  রেজিস্ট্রেশন করার পর সব ডোমেইন এ করা সাইট কিংবা ডোমেইন নিয়ে করা সাইট উভয় সাইট এরই ইন্টারফেস একইরকম দেখতে পাবেন ।  শুধুমাত্র সাবডোমেইন এর ক্ষেত্রে আপনার সিলেক্টকৃত নাম এর সাথে .wordpress.com  ব্যবহার করতে হবে ।


সাইট তৈরী হয়ে গেলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করুন ।  



লগইন করার পর ড্যাশবোর্ড এ ক্লিক করলে আপনি আপনার সাইট এর সকল অপশন দেখতে পাবেন  । এখানে অল পোস্ট এ ক্লিক করে এড নিউ অপশন এ ক্লিক করে আর্টিকেল পোস্ট করতে পারবেন । এখানেও ইউনিক আর্টিকেল পোস্ট করতে থাকুন নিয়মিত।  পাশাপাশি সাইটিকে নিজের মত করে সাজিয়ে নিন । 



সেটিং-এ গিয়ে জেনারেল-এ গিয়ে আপনার সাইট এর টাইটেল এবং ডেসক্রিপশন দিন ।  আপনি যদি চান আপনার সাইটে যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবে তবে এনি ওয়ান ক্যান রেজিষ্টার অপশনটিকে টিক চিহ্ন দিয়ে সেভ করুন । 


ইতিপূর্বে ব্লগিংয়ে এসইও নিয়ে আলোচনা করেছি ।  ওয়ার্ডপ্রেস-এ আপনি এসইও এর জন্য যে কাজটি করবেন তা হচ্ছে, আপনাকে একটি প্লাগইন ইন্সটল করতে হবে । প্লাগইনটির নাম অল ইন ওয়ান এসইও প্যাক । কিভাবে করবেন তা নিচে দেখানো হলো ।  আপনার ওয়ার্ড প্রেস সাইট এর ড্যাশবোর্ড এ যান ।

এখানে প্লাগইনস এ ক্লিক করে এড নিউ তে ক্লিক করুন । 


এখানে অল ইন ওয়ান এসইও প্যাক লিখে সার্চ দিন । 



 অল ইন ওয়ান এসইও প্যাক প্লাগইনসটি আসলে ইনস্টল নাউ তে ক্লিক করুন । অতপর প্লাগিনসটি একটিভ করুন । তারপর আপনার ড্যাশ বোর্ড এর নিচে ইন ওয়ান এসইও প্যাক প্লাগইনসটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে সেটিং গুলো ঠিক করে নিন, কয়্কটি চেক বক্স এ ক্লিক করে প্লাগইনসটিকে  কার্যকারী করে নিন। নিচে দেখে সেট করে নিন ।

 একইভাবে কি ওয়ার্ড সেটিং ও টাইটেল সেটিং টাও ঠিক করে নিন ।

 সকল অপশন গুলো এনাবল করে দিন ।


 নতুন কোনো পোস্ট দিতে অল পোস্ট এ গিয়ে নিউ পোস্ট এ ক্লিক করুন ।

 

আপনি যখন নতুন কোনো পোস্ট দিতে যাবেন তখন ওই পেজ এর নিচে অল ইন ওয়ান এসইও প্যাক অপশনটি দেখতে পাবেন, এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং কি ওয়ার্ড লিখে পাবলিশ করলেই আপনার সাইট  এর পোস্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই খুঁজে পাবে । পাশাপাশি ট্যাগ এর মধ্যে ৩টি ট্যাগ এবং আর রিলেটেড কেটাগরি দিতে ভুলবেননা ।

চেষ্টা করে যান, আপনার সাইট সমৃদ্ধ হয়ে গেলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবেনা ।  গুগল এডসেন্স সহ অন্যান্য সকল মাধ্যম আপনার জন্য মঙ্গল বয়ে আনবে।


পাশাপাশি বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজের জন্য বিড করে যান, এফিলিয়েট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং এবং ফরেক্স ট্রেডিং বিষয়ে কিঞ্চিত গবেষণা আপনার সমৃদ্ধির পথকে আরো প্রসারিত করতে পারে । 

আপনার সুদুর প্রসারী সাফল্যের প্রত্যাশায় আমি আইমান আজকের মত এখানেই বিদায় নিচ্ছি । আবার আরেকদিন হাজির হব এ পথ সে পথ নিয়ে, এ পথ সে পথ এর সাফল্য গাথা  নিয়ে । সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ।  ধন্যবাদ ।

 আমার ফেসবুক ।    আমার ব্লগ ।    আমার ফেসবুক পেজ । 

 

 

পরিশেষে আমার নতুন ব্লগে লেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ।

সবার জন্য শুভ কামনা ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Obaid Ullah Aiman@ vai apne j website new korsen seta hosting blogger korsen na ki

ভাল ডোমেইন হোস্টিং এর জন্য যোগাযোগ করুন http://asianitbd.com. এখানে ১ জিবি হোস্টিং+১টি ডোমেইন মাত্র ৯০০ টাকায়।

@dreammucic.blogspot.com: আপনাকে ধন্যবাদ