এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য ৩টি প্রয়োজনীয় টুলস

একটি ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়ানোর অন্যতম উপায় হলো সাইটটিকে সার্চ রেজাল্টের প্রথম দিকে রাখা। আর এর জন্য উপযুক্ত কিওয়ার্ড নির্বাচন করা জরুরী। কিওয়ার্ড রিসার্চের জন্য অনলাইনে অনেক টুলস পাওয়া যাবে। এদের অনেকগুলো আবার পেইড সার্ভিস। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের পেইড সার্ভিসগুলো ব্যাবহারের সুযোগ বা ইচ্ছা থাকে না। আর ফ্রি টুলসগুলো দিয়েও অনেক ভালোভাবেই কিওয়ার্ড রিসার্চ করে সফলভাবে সাইটের এস.ই.ও. করা যায়। আজ আপনাদেরকে তেমনই কিছু ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলের সাথে পরিচয় করিয়ে দিব।

1.Google Adwords Keyword Tool

এটি গুগলের একটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। কোনো কিওয়ার্ড নির্বাচন করার আগে জানা দরকার যে ইন্টারনেটে কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ব্যাবহৃত হচ্ছে বা সার্চ করা হচ্ছে। এরপর প্রয়োজনমতো সিদ্ধান্ত নেওয়া যায়। গুগল এডওয়ার্ড কিওয়ার্ড টুলের সাহায্যে এই কাজটি অতি সহজেই করা যায়। এর সাহায্যে আপনি একটি নির্দিষ্ট সাইটের ক্ষেতে কোন কিওয়ার্ডটি বেশি জনপ্রিয় তা বের করতে পারবেন। অথবা নির্দিষ্ট সাইট না দেখে নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্যাবহৃত কীওয়ার্ডগুলো দেখে নিতে পারেন। এর মাধ্যমে কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনার মাঝে একটি পরিষ্কার ধারনা চলে আসবে এবং আপনি সহজেই সাইটের এস.ই.ও. করতে পারবেন। এস.ই.ও. তে খুবই ধৈর্যের প্রয়োজন। তাই গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুলটি ব্যাবহার করে ধৈর্য সহকারে আপনার সাইট সম্পর্কিত বা পছন্দের কিওয়ার্ডগুলোর ওপর রিসার্চ করে সফলভাবে আপনার সাইটের এস.ই.ও. করতে পারবেন। এই টুলটির ব্যাবহার প্রনালীও অনেক সহজ ও ইউজার ফ্রেন্ডলি। Link: https://adwords.google.com/o/KeywordTool

2.Google Analytics

গুগলের আরেকটি ফ্রি টুল। এর মাধ্যমে আপনি আপনার সাইট এর কীওয়ার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন। যে কোনো সাইটের জন্যই এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় টুল। এর মাধ্যমে দেখা যাবে আপনার সাইটে কোন কোন কিওয়ার্ড সার্চ করে ভিজিটর আসছে, কোন কিওয়ার্ডে কেমন ভিজিটর পাচ্ছেন এবং ওই ভিজিটররা আপনার সাইটে কতক্ষন অবস্থান করছে ইত্যাদি অনেক প্রয়োজনীয় তথ্য। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার সাইটের অধিকাংশ ভিজিটর কোন টপিকের জন্য আসে। যেহেতু ভিজিটররা উক্ত কিওয়ার্ড সার্চের মাধ্যমে আপনার সাইটে আসছে সুতরাং আপনার সাইটটি সার্চ ইন্জিনে মোটামুটি অবস্থানে আছে বলে ধরে নেওয়া যাবে এবং আপনার সাইটের জনপ্রিয় কিওয়ার্ডের টপিকসগুলো আরও ভালোভাবে সাজাতে পারলে আপনি আরও ভিজিটর পাবেন তা নিশ্চিত। এই টুল এর মাধ্যমে সাইটের অতিতের কিওয়ার্ড হিস্টোরিও দেখা যায় ফলে আপনি সহজেই আপনার সাইটের ভিজিটরদের চাহিদা সম্পর্কে অবহিত হতে পারবেন। Link: http://www.google.com/analytics/

3.Rank Checker

পুরাতন কোনো সাইট এর নতুনভাবে এস.ই.ও. করার সময় যথাসম্ভব পুরাতন কিওয়ারডগুলোর ওপরই বেশি গুরুত্ব দিন। কারন নতুন কিওয়ার্ডগুলো সার্চ ইন্জিনে নতুনভাবে জায়গা করে নিতে কিছুটা সময় লাগে। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি র‌্যাংক চেকার টুলটি ব্যাবহার করতে পারেন। এটি একটি ফায়ারফক্স এডওন। এই এডওনটি ব্যাবহার করার আগে SEOBook (http://www.seobook.com/free-account/) এ একটি একাউন্ট খুলে নিতে হবে। একাউন্ট খোলা হয়ে গেলে এডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে এড করে নিন। প্রথমে গুগল এডওয়ার্ডস ও গুগল অ্যনালিটিকস টুল ব্যাবহার করে প্রাপ্ত কিওয়ারডগুলো নোট করে রাখুন। এরপর র‌্যাংক চেকার টুলটির সাহায্যে আপনি সহজেই কিওয়ার্ডগুলোর র‌্যাংক খুজে পেতে পারেন ও প্রয়োজনমতো তা আপনার সাইটে প্রয়োগ করতে পারেন। Link: http://tools.seobook.com/firefox/rank-checker/

ওপরে প্রদত্ত টুলস তিনটি ব্যাবহার করা অনেক সহজ এবং এই তিনটি টুলসই সম্পুর্ন ফ্রি! টুলস তিনটি সঠিকভাবে আপনার সাইটের কিওয়ার্ড নির্বাচনের জন্য ব্যাবহার করতে পারলে অবশ্যই ভালো ফলাফল পাবেন বলে আশা করা যায়। এস.ই.ও. সম্পর্কিত আরও অনেক রিসোর্সই ইন্টারনেটে রয়েছে। আপনি তা থেকে এসইও শিখতে পারেন।

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চট্টগ্রামে এসইও নিয়ে একটি সেমিনার হবে আগামী ২৬ তারিখ। আপনারা যারা এসইও সম্পর্কে জানতে চান তারা সময় নিয়ে সেমিনার এ যোগ দিতে পারেন।

সেমিনার ইভেন্টঃ https://www.facebook.com/events/160895470761351/

Level 0

ভালো লাগলো। আমি একটা অনলাইন টুলসের সাইট বানিয়েছি। দেখতে পারেন। http://MonsterTrick.tk