অনলাইনে আয় করতে চান? আপনি পারবেন ৯৯৯৯%, ব্লগার মারুফ নিজেই গ্যারান্টি

অনলাইনে আয় করতে চান? হ্যাঁ, করতে চাই। সবারই এই একই উত্তর। কেউ আবার আরও জোর দিয়ে হ্যাঁ শব্দটা বলে। কিন্তু, তাদেরকে যদি বলেন যে, অনলাইনে আয় করার জন্য আপনি অনলাইন বা কম্পিউটার বিষয়ক কি কাজ পারেন কিংবা আপনি কি কাজে দক্ষ? এখন তাঁরা নিশ্চুপ।
অনলাইনে আয় করতে চান? - ব্লগার মারুফ
ঘটনাগুলো সম্পূর্ণ বাস্তব। আমি নিজেই প্রমাণ। হয়ত আপনিও এইসব উদাহরনের একজন সাক্ষী। আমি এই পোস্টটা করছি অনলাইনে আয় করার স্বরবর্ণ সম্পর্কে ধারণা দিতে। আর এসব ধারণা সব আমার নিজের অভিজ্ঞতা, গবেষণা, ধ্যান-ধারণা ও চিন্তা-ধারা থেকে লেখা। আমি এখানে আপনাকে অনলাইন আয়ের কোন উপায়ই বলে দিব না। তবে অনলাইন আয়ের সঠিক মানে শেখানোর চেষ্টা করব। আমি বরাবরই বেশিরভাগ লেখালেখি করি নবীনদেরকে জানাতে এবং শেখাতে। তাই আগেই বলে রাখছি, আজকের লেখাটাও নবীনদের জন্য। পাশাপাশি আরও এক শ্রেণীর জন্য লিখলাম। যারা অনলাইন আয়কে জাদুর প্রদীপ ভাবেন কিংবা অনলাইনে ফাও ফাও টাকা/ডলার/ইউরো ঘুরে বেড়ায় এমনটা ভাবেন এই পোস্টটা মূলত তাদের উদ্দেশ্য করেই লেখা।
অনলাইনে আয় করতে চান?
আমার বিশ্বাস আমরা ৯০% লোক সবাই জানি যে, আয় কি জিনিস? তবে বাকি ১০% যদিও জানে তবে তাঁরা ভুল জানে। তাদের জন্য আমার পক্ষ থেকে তৈরি আয়ের সংজ্ঞা বলে রাখছি। আয় হল এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি যেকোন প্রকার পরিশ্রম (কায়িক/মানসিক) দ্বারা মানুষের নিকট সেবা বা পণ্য দ্রব্য সরবরাহের মাধ্যমে অর্থ গ্রহন করেন। তাহলে উদাহরন হিসেবে দাঁড়ায়, "একজন আমের  দোকানদার আম টাকা দিয়ে কিনে কিছু লাভ করে মানুষের নিকট বিক্রি করে। এর জন্য তাকে আর্থিক বিনিয়োগ করতে হয়েছে, সারাদিন পরিশ্রম করে আম বিক্রি করে লাভ হিসেবে টাকা পেয়েছে। এটাই তাঁর আয়। আবার একজন রিকশাওয়ালার কথা ধরুন, তিনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বিনিময়ে তিনি টাকা পান। যা তাঁর আয়।" এসব কথা শুনে আমাকে অনেকে পাগল ভেবে বসেছেন। হয়ত বলছেন, "অনলাইন আয়ের জগতে রিকশাওয়ালা কিংবা আমের দোকানদার আসল কেন?" হ্যাঁ, উত্তর দিচ্ছি। আমি এগুলোকে উদাহরন হিসেবে দিয়েছি। আগেই বলেছি, অনলাইনে অনেকের কাছে আয় জিনিসটা অন্য ধরনের এক ব্যাপার। তাদের জন্যই এই ধরনের উদাহরন দিতে বাধ্য হচ্ছি।
অনলাইনে আয় করতে চান?
উদাহরনের উপরে ঔষধ নাই আপাতত। আরও একটা উদাহরন দেই। আমার এক বন্ধু এবং আমার কথোপকথনের সংক্ষিপ্ত অংশ পড়ুনঃ
আমার বন্ধুঃ দোস্ত, সারাদিন তো অনলাইনে বসে ফেসবুক ঘুতাই। কিছু ইনকামের ব্যবস্থা করে দে তো...
আমিঃ হুম, দোস্ত। কম্পিউটারে কি কাজ পারিস বল। আমি সেই ধরনের কাজ খুঁজে তোকে ইনশাল্লাহ দিব।
আমার বন্ধুঃ আরেহ দোস্ত, কি কাজ করতে হবে সেইটা বল।
(আমিতো এই কথা শুনে অর্ধেক হাবাগোবা হয়ে গেছি। দোস্ত আমার বলে কি! ওয় হয়ত অনেক কিছুই শিখে ফেলেছে।)
আমিঃ আরেহ তুই বল, তুই যে কাজ পারিস সেটা বল। আমি কাজ খুঁজে দেখব। যেমনঃ ফটোশপ, ব্লগিং, ওয়েব ডিজাইন, সোশ্যাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি।
আমার বন্ধুঃ তুই যে কাজ খুঁজে পাবি আমাকে সেইটা দেখায় দিলেই আমি পারব। শুধু দেখায় দিবি যে, কিভাবে কাজ করব।
অনলাইনে আয় করতে চান?
*** আমি ব্যাপক মেজাস খারাপ করলাম আমার বন্ধুর উপর। ওকে আর কিছুই বলিনি। তবে শুধু বলেছিলাম, "দোস্ত, ইনকাম জিনিসটাকে আসলে তুই কি ভাবিস? আর অনলাইনে টাকা তোর হাতে বিনা ঘামে হাতে আসবে এইটা তোকে কে বলেছে? তাহলে একবার বুঝে নিন এখনও মানুষ অনলাইন আয়কে কি সংজ্ঞায় বুঝে! অনেকের কাছে অনলাইন মানে হল এমন এক জাদুর বাক্স যেখানে টাকা শুধু ধরে ধরে পকেটে রাখতে হয়। কথাটা ঠিক কিন্তু এখানে শর্ত প্রযোজ্য। কেউ যদি ওইরকম ধারণায় থেকে থাকেন তিনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো যে, আপনাকে যে ওই বিনা শ্রমের টাকাটা দিবে সে কি পাগল? সেও তো আপনার মতই একজন মানুষ। আরেকটা প্রশ্ন নিজেকে করুন। এখন পর্যন্ত আপনি এমন কোন কি কাজ দেখেছেন যেটার মাধ্যমে বিনা শ্রমে টাকা আপনাকে কেউ পকেটে ঢুকায় দিয়ে যাবে?"***
এখন এতক্ষণ পর আসল কথায় আসি, অনলাইন আয় কোন জাদুর বাক্সও নয়, কোন জাদুর মন্ত্রও নয়। এটি এমন একটা জগত যেখানে কম্পিউটার এবং অনলাইন বিষয়ক কাজের সংখ্যা বা ক্ষেত্র বেশি। আমার মতে, অনলাইন আয়কে এর বেশি ভাবার কোন প্রয়োজন নেই। বাস্তব জীবনে আপনি যতটা না কাজ পাবেন অনলাইন জগতে আপনি তার থেকে অধিক পরিমানে কাজ এবং কাজের ক্ষেত্র খুঁজে পাবেন। আবারো উদাহরন প্রয়োজন। ধরুন, "আপনি ওয়েব ডিজাইন জানেন (দক্ষতার সহিত জানেন) এবং আপনি রংপুরে থাকেন। তাহলে ব্যাপার কি দাঁড়াল? আপনার এই মূল্যবান দক্ষতা এবং জ্ঞান থাকা সত্ত্বেও আপনি খুব কম পরিমানই কাজ বা সেটার মুল্য পাবেন রংপুরে। কিন্তু, অনলাইন হল সেই জগত যেখানে আপনার মূল্যবান সেই দক্ষতার প্রকাশ ঘটানোর প্লাটফর্ম। যেখানে আপনি দক্ষতার বহিঃপ্রকাশের সাথে সাথে আরও পাবেন অধিক পরিমান আয়ের সীমাহীন সুযোগ। কারন অনলাইন মানে শুধু আপনার দেশ নয়। অনলাইন মানে পুরো পৃথিবীর এক নতুন জগত। কর্মক্ষেত্রটার ব্যাপ্তি সীমাহীন। তাই এখানে আপনার কম্পিউটার সম্পর্কিত দক্ষতা মেলে ধরে আয়ের সীমা পেরিয়ে যাওয়ার সুযোগ অসীম। মনে রাখবেন আয় মানে সমপরিমাণ জিনিসের আদান প্রদান। ধরুন, আপনি ওয়েব ডিজাইনিং জ্ঞানের মাধ্যমে একটি ওয়েব সাইট বানিয়ে দিলেন। এর বিনিময়ে গ্রাহক চুক্তি অনুযায়ী আপনাকে টাকা পরিশোধ করল। সাধারন দৃষ্টিতে এটাই তো অনলাইন আয়। কিন্তু দুঃখের বিষয় এই যে, "আমাদের অনেকেই এখনও অনলাইন আয় মানে বুঝে যে, একটা ক্লিক করলাম আর ডলার আমার ব্যাংকে এসে পড়ল।"
সবশেষে অসমাপ্তভাবে শেষ করতে চাই। আমি বার বার একটি কথা বলছি। আর তা হল, "কম্পিউটার বা অনলাইনে আপনি যে কাজটা দক্ষতার সাথে পারার যোগ্যতা রাখেন সেই কাজটা দ্বারা আপনি অনলাইনে আয় করবেন করবেন করবেন ১০০০০% করবেন।"
অনলাইনে আয় করতে চান?
বয়স মাত্র ১৬। এখন না শেয়ার করলে কখন? এই ছোট মাথায় আউলা ঝাউলা ভাবে খোলামেলা কথায়, আলাপচরিতায় আমার দৃষ্টিকোণে অনলাইন আয়ের সংজ্ঞা বুঝাতে চেয়েছি। কতটুকু পেরেছি তা জানিনা। তবে চেষ্টা করে গেছি আপনাদেরকে আমার মতামত বুঝাতে। অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সকল ভুলত্রুটির জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ... - ব্লগার মারুফ
[[ বিঃদ্রঃ বারবার বলছি, লেখাটি ব্লগার মারুফের ছোট মাথার নিজস্ব চিন্তা-ধারায় লেখা। সুতরাং, যেকোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। আর লেখাটি এখানে প্রথম প্রকাশিত। লেখাটি যদি আপনার ভালো লাগে তাহলে বিনীত আবেদন করছি যে, লেখাটি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করবেননা। প্রকাশের পূর্বে দয়া করে অনুমতি নিবেন। ]]]

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই চালিয়ে যান

Level New

ভাই ভালো লিখেছেন। আমার freelancer এর প্রোফাইল ৬০% হয়েছে।কি করলে আমি ১০০% করতে পারবো?

    @Nur Alam Noyon ভাইঃ আপনাকে আগে জানতে হবে একটি ফ্রিল্যান্সার প্রোফাইল ১০০% পূর্ণ করতে কি কি কাজ করতে হয়। তারপর সেখান থেকে আপনি কি কি করেছেন সেগুলো বাদ দিলে বিয়োগফলই হবে আপনার কাঙ্ক্ষিত উত্তর। অনেকটা অংকর মত 😀 । আশা করি বুঝতে পেরেছেন। কারন আমিতো জানিনা যে, আপনি কি কি কমপ্লিট করেছেন আর কোনগুলো করেননি 😀

Level 0

ভাই সময় উপযোগী এক টা লেখা লিখছেন, ধন্যবাদ ।

    @Saiful ভাইঃ অনেক ধন্যবাদ। আমার মতে, অনলাইন আয়ের উপায় আগে না জেনে অনলাইন আয় কি সেটাই জানা প্রথম প্রয়োজন। কি ভাই ঠিক বলিনি?

Level 0

ভাই অবশ্যই, সহমত আপনার সাথে।

Level 0

আমি জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করছি।
এবার ইউনিভারসিটি এডমিশন দিয়ে বের হলাম। এইচ এস সি ফার্স্ট ইয়ার থেকেছ কাজ শুরু করেছিলাম, চালিয়েছি এইচ এস সি এক্সাম এর তিন মাস আগ পর‍যন্ত, কামিয়েছিও ভালো। এবং আমার মনে হয় আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তখন কাজ গুলো করে। বুঝতেই পারছো ভালো জায়গায় চান্স পাইনি।
এই কাজ গুলো আসলে তাদের জন্য যারা তাদের পড়াশুনা কনপ্লিট করে বেরিয়েছে অথবা তাদের জন্য যাদের আর পড়াশুনা নাই এবং পরিবারের হাল না ধরলে চলে না।
কোনো অফেন্স করছি না ভাইয়া, এখন পড়ার সময়, কাজের সময় টা পরে।
তোমার লাইফ শাইন করুক।।।

    @Foisal ভাইঃ আপনাকে ধন্যবাদ। তবে কথার কিছু মনে হয় ফাঁক রয়েছে। আপনি যেটা বললেন সেটা ঠিক। তবে আপনি সম্ভবত টাকার পিছনে খাওয়া দাওয়া, পড়াশুনা বাদ দিয়ে ঝাপিয়ে পড়েছিলেন। তাই আপনি হয়ত আজ এরকম অভিজ্ঞতা শেয়ার করতে বাধ্য হয়েছেন। এটা নির্ভর করবে সম্পূর্ণ নিজের উপর। আমিও আপনার মত আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই লিখি। ক্লাস সেভেন থেকে নেট ব্যবহার শুরু, সাথে শুরু ফেসবুক, গুগল এবং ব্লগ পড়ার নেশা। কিন্তু আমার ক্ষেত্রে এখন পর্যন্ত তো কোন সমস্যা পাইনি নেটের জন্য। যা পাইছি প্রায় সবই সফলতা। ক্লাসে হয়েছি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়। এসএসসি তে পেয়েছি জিপিএ ৫। আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। আমিই ২০১৩ সালে প্রথম স্কুলের পক্ষ থেকে কমার্স বিভাগে জিপিএ ৫ পেলাম। শুধু তাই না, ১৬ জন কমার্স বিভাগের পরীক্ষার্থীর মাঝে আমিই একাই জিপিএ ৫। তারপর একদিন ইউনিসেফ ও বিডি নিউজ ২৪ পরিচালিত শিশুদের পত্রিকা হ্যালো ডট বিডি নিউজ ২৪ ডট কমে শিশু সাংবাদিক হয়ে গেলাম। অনেক পত্রিকায় আমাকে নিয়ে লেখালেখি হল। পরে শুরু করলাম ব্লগ লেখা। কিছুদিন পর আয়। ভর্তি হতে পেরেছি উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে। আর এখন পর্যন্ত অনলাইনে সবার অনুপ্রেরনা পেয়েই চলেছি। আর সবার পরের কথা হল আমি এতো কিছু পেয়েছি একজন জন্মগত শারীরিক প্রতিবন্ধী হয়েও। আমাকে নিয়ে নিউজঃ http://uttorbangla.com/?p=9277

      Level 0

      @ব্লগার মারুফ:
      স্যালুট ব্রো, তোমার সফল্যে আমাদের ই সাফল্য। স্বীকার করছি আমারই যুক্তি তে কোথাও ভুল আছে। 🙂
      স্যালুট এগেইন… 🙂

Level New

ফটোশপ এর কাজ মুটামুটি পারি :p
আমার জন্য কোন সাজেশন থাকলে জানাবেন প্লিজ

Level 2

Just to say Great. But why don’t you optimize your site for better visibility as well as blog in English?

    @Abdul Awal ভাইঃ আপনাকে ধন্যবাদ । শুধুমাত্র নিজের নেট বিল এবং নিজের মাথার জ্ঞান দিয়ে যতটুকু বানানোর চেষ্টা করেছি ঠিক ততটুকুই বানিয়েছি। একটি ডোমেইন কেনার জন্য ৩ মাস থেকে স্বপ্নে বিভোর হয়ে আছি। কিন্তু সুযোগ নেই। 🙁

Level 0

Thanks. Freelancer e kemon kaj hoose vaia?

Great TUNE Boss…..

maruf bro ami apnar sob gulo pos khuv monojog dia pori, apnak onek donnobad ai rokom post korar jonno