ভিউট্রাকার – ভিডিও দেখার মাধ্যমে প্রতি মাসে ১০০-২০০ ডলার আয় করুন।

ভাই আমি জানি আপনার প্রথম প্রশ্ন, পেমেন্ট প্রুফ কই ?

জী প্রথমে পেমেন্ট প্রুফ দিয়ে আমি আমার টিউন শুরু করছি।

আমার মনে হয় এর চেয়ে বেশি প্রমান দেখানোর দরকার নেই। যারা প্রকৃতপক্ষে আয় করতে চান তারা এই লিঙ্ক থেকে আমার সাথে যোগাযোগ করে সাইন আপ করতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Source:facebook.com/groups/viewtrakrbd
এবার আসুন তাদের কর্ম পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব।
ভিউট্রাকার (viewtrakr.com) এমন একটি সাইট যেখানে বিভিন্ন বাক্তি অথবা প্রতিষ্ঠান তাদের পণ্যের ভিডিও অথবা বিজ্ঞাপন অর্থের বিনিময় প্রমোট/প্রচারনা করে থাকে।

কারা প্রমোট করে ?
আমি আপনি যারা এই সাইট এর নিবন্ধনকৃত সদস্য তারাই প্রমোট করে।

কিভাবে প্রমোট করে?
আপনি যখন সাইট এ নিবন্ধন করে ড্যাশবোর্ড এ যাবেন, আপনি অনেক ভিডিও লিঙ্ক পাবেন। সেসব ভিডিও দেখার মাধ্যমে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য অথবা বিজ্ঞাপন প্রমোট করবেন এর বিনময় ভিউট্রাকার আপনাকে অর্থ পরিশোধ করবে।

কিভাবে ভিউট্রাকার অর্থ পরিশোধ করে ?

ভিউট্রাকার বিভিন্ন বাক্তি অথবা প্রতিষ্ঠান থেকে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রমটের/প্রচারনার জন্য গ্রহনকৃত অর্থের সিংহভাগ নিবন্ধনকৃত সদস্যদের প্রদান করে থাকে। ভিউট্রাকার সাধারনত আপনাকে ক্যাশ প্রদান করবেনা। এর পরিবর্তে ভিউট্রাকার আপনাকে বিশ্বের বিখ্যাত ৫০ টি অনলাইন শপ থেকে কেনাকাটার সুযোগ প্রদান করবে। এসব অনলাইন শপগুলোর মধ্যে amazon.com, play.google.com, apple.com/shop, bestbuy.com সহ আরও অনেক অনলাইন শপ থেকে বিভিন্ন পণ্য খুব সহজে কিনতে পারবেন। নিচের ছবিতে অনলাইন শপ এর একটি লিস্ট দেখতে পাবেন এছাড়া প্রতিমাসে আপনার আয় যদি ২০০ ডলার এর বেশি হয় আপনি ভিসা কার্ড এর জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশ এর ভিসা সমর্থিত যেকোনো এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন। ভিউট্রাকার ভিসা কার্ডের ছবি আমি টিউন এর একদম প্রথমেই দিয়েছি। ত্তবে ভিসা কার্ডের একটি অসুবিধা হচ্ছে প্রতি মাসে আপনাকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ ভিসা কার্ডের জন্য পরিশোধ করতে হবে।
https://i2.wp.com/pcsoft24.com/wp-content/uploads/2015/08/viewtrakr-sign-up-12.png

ভিউট্রাকার সবসময় দলগত কাজকে প্রাধান্য দেয়। অর্থাৎ আপনি আপনার টিম যত শক্তিশালী করবেন আপনার আয় তত বাড়বে। এই সাইট এ সাইন আপ করার পর আপনি আপনার রেফারেল লিঙ্ক তৈরি করতে পারবেন। এই রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার টিম গঠন করতে পারবেন।

এবার আসুন এই সাইট এর ড্যাশবোর্ড সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই সাইট এ আপনার কাজের মূল্য মূলত CyberCoin (সাইবার কয়েন) হিসেবে বিবেচনা করা হয়।
আপনি যদি একটি ভিডিও দেখেন আপনি পাবেন ২০ (Web Score) ওয়েব স্কোরে. আপনি যখন ১০০০ ওয়েব স্কোরে সংগ্রহ করবেন তখন আপনি পাবেন ১ সাইবার কয়েন। এবং আপনি যদি ৫০০০ সাইবার কয়েন সংগ্রহ করেন আপনি পাবেন একটি ই-টিকেট। একটি ই-টিকেট এর মূল্য সর্বনিম্ন ১৫ ডলার থেকে সর্বোচ্চ ৫০ ডলার পর্যন্ত হতে পারে।
এবার আপনারা বলবেন, ভাই ৫০০০ সাইবার কয়েন যোগার করতে বুড়ো হয়ে যাব। 😛
আপনার ধারনা ভুল। আপনি যদি দলগত ভাবে কাজ করেন আপনি প্রথম ১০/১৫ দিনের মধ্যে এই ৫০০০ সাইবার কয়েন সংগ্রহ করতে পারবেন।

আপনি যখন আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে ১ জন কে এই সাইট এ নিবন্ধন করাতে পারেন, আপনি ২৪ ঘণ্টার মধ্যে ২৫০০ সাইবার কয়েন ফ্রী পাবেন। তারমানে আপনার অর্ধেক কাজ শেষ। বাকি থাকল ২৫০০।

আপনি যখন আপনার ৫ জন বন্ধুকে এভাবে এই সাইট এ যুক্ত করতে পারবেন আপনি আরও ৫০০ সাইবার কয়েন ফ্রী পাবেন। আপনার কিন্তু ৩০০০ সাইবার কয়েন হয়ে গেল।

এবার আসুন আপনার আসল কাজ বাকি। অবশিষ্ট ২০০০ সাইবার কয়েন সংগ্রহ করতে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে দলগত ভাবে কাজ করতে হবে। অর্থাৎ আপনি আপনার রেফারেল লিঙ্ক এর মাধ্যমে যাদেরকে এই সাইট এ আমন্ত্রন জানিয়ে নিয়ে এসেছেন তাদের সমন্বয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার দলের সদস্যরা যত ভিডিও দেখবে আপনার স্বয়ংক্রিয়ভাবে সাইবার কয়েন বাড়তে থাকবে। অর্থাৎ আপনি আপনার দলকে যত শক্তিশালী করবেন আপনি তত তারাতারি আপনার ৫০০০ সাইবার কয়েন এর লক্ষে পৌছাতে পারবেন। তাদের কয়েন সার্কেল এর একটি লিস্ট নিচে দেয়া হল।

https://i2.wp.com/pcsoft24.com/wp-content/uploads/2015/08/viewtrakr-sign-up-16.jpg

অর্থাৎ প্রথম ৫০০০ সাইবার কয়েন এর জন্য আপনি পাবেন ১ টি ই টিকেট। ২য় ৫০০০ অর্থাৎ আপনার সর্বমোট ১০০০০ সাইবার কয়েন পূর্ণ হলে আপনি পাবেন ২ টি ই টিকেটসহ সর্বমোট ৩ টি ই টিকেট। এভাবে ৫৫০০০ কয়েন পর্যন্ত আপনি ক্রমবর্ধমান হারে ই টিকেট পাবেন।

ভিউট্রাকার সম্পর্কিত যেকোনো সমস্যা আমাকে জানাতে পারেন ফেসবুক এ।

Level 2

আমি তাকি ইলিয়াস। Software Engineer, Brain Station 23, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi amr akta question ase amazon theke kono product order korle bangladesh asbe kina. I mean amazon r serivce bangladesh ase kina.