Project Breakthrough.. 14 দিনে লাখপতি…? টাঁকা ঢালার আগে এটা দেখুন…

 

 

 

 

 

 

 

 

আজকাল প্রায় সবাই ই অনালাইনে টাঁকা ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে। ঘরে বসে বসে টাঁকা রোজগার কার না ভাল্লাগে ভাই। কিন্তু কথা হচ্ছে কজন পারছে টাঁকা পকেটে ভরতে। আমার মনে হয় না হাতে গোনা কিছু সংখ্যক ছাড়া আর কেউ ৫০ ডলার ও রোজী করতে পারছে। তন্ন  তন্ন করে ফেলেছে ইন্টারনেট দুনিয়া কিন্তু দিন শেষে ফলাফল ০। কারণ এদের কেউই যাচ্ছেনা সঠিক পথে। ওদের কি করতে হবে সেটা বিশ্নষণে নাই গেলাম। এখন কথা হচ্ছে এই অনলাইন মার্কেটে অ্যফিলিইয়েট মার্কেটিং এর নাম শুনেই আমাদের চখে ভেসে উঠে টাঁকা টাঁকা টাঁকা...। বাস্তবেও হয়ত তাই তবে সেটা সবার জন্য না  সফলদের জন্য। তাই  বেশির ভাগ ছেলে-মেয়েরা ইন্টারনেটে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে ঝোকে পড়ে। বাদ দেন ঐদিকে আজ আর যাচ্ছিনা।

কয়েকদিন যাবৎ অনলাইনে একটা জিনিস অনেকের চোখে পড়েছে হয়ত। বলছিলাম  Prozect Breakthrough এর কথা। আমাদের টিটিতেও  অনেকে এ  নিয়ে টিউন করছেন। দেখাচ্ছেন লাখ টাকার স্বপ্ন। অনেকে আবার ফেইসবুকে অ্যাড দেখেছেন। হয়ত এটার কারণ আমরা হুজুগে বাঙালীরা ভালো করে খোজ নেওয়ার আগেই টাঁকা ঊড়াতে একপায়ে খাড়া। বেশি প্যাচাল পেরে লাভ নাই মূল কথায় আসি।

কি এই প্রজেক্ট ব্রেক থ্রো...? 

একটা ফ্রী এ্যফিলিয়েট মার্কেটিং  যেটার সূচনা করেছেন Vick and Jeason নামের দুই ব্যক্তি। অবশ্য শুধু তাদের কথা মতেই এটা একটা ফ্রী প্রোগ্রাম বাস্তবে পরে আসছি। উনারা দুজন নিজেদেরকে  ট্রাফিকের বাদশা  মনে করে। তাই তারা আজ ইয়ং জেনারেশনকে শিখাতে আসছে কিভাবে অ্যাফিলিয়েট  মার্কেটিং করে ১৪ দিনে সফল হওয়া যায়। এর  আগেও এই দুজন এরকম আরো কয়েকটা প্রোগ্রাম করেছে হাতিয়ে নিয়েছে মানুষের টাঁকা। প্রুফ নিচের দিকে পাবেন।   😐   😐

কেন আমার এই টিউনঃ

এই প্রোগ্রামের ফাউন্ডার রা যদিও এটাকে ফ্রী বলে  চালাচ্ছে বাস্তবে কিন্তু তার ধারে কাছেও নয় এটা। ব্যাপারটা বুঝতে পারবেন আপনি তাদের ৩য় টিউটোরিয়াল এ। আমি কিভাবে জানলাম ...? হ্যা ভাই আমিও তাদের ক্লাস করেছি।  ৩নং ভিডিওতে এসে যখন তারা আমাকে টাঁকা ইনভেস্ট করতে বলে তখনই আমার মনে খানিকটা খটকা লাগে। ১০০% ফ্রী প্রোগ্রামে আবার টাঁকা ইনভেস্ট কেন ভাই...? তাও সব মিলালে  হাজার দশেক এর থেকে বেশি হবে। তাছাড়া ঐখানে উনারা বুঝায়  কিভাবে আমি টাঁকা ইনকাম করব। ব্যাপারটা অনেকটা কইয়ের তেলে কই ভাজার মতন। প্রথমে তাদের এলিট মেম্বার হতে হবে তারপর অন্য একটা সাইটের (এটাও তাদের) মেম্বার হতে হবে টাঁকা দিয়ে। তারপর আরো কিছু টুল কিনতে হবে। আরে ফ্রী প্রোগ্রামে এত কেনা কাটা কিসের...? আপনি টাঁকা কিভাবে পাবেন...? আপনাকে ট্রাফিক নিয়ে আসতে হবে তাদের সাইট Prozect Breakthrough তে। ঐ ট্রফিক এর কিছু অংশ ঐখানে সাইন আপ করবে এতে ছোট একটা কমিশন পাবেন আপনি। পরে যদি ঐ মেম্বার রা ঐখানে হাজার দশেক টাঁকা ঐখানে ইনভেস্ট করে সেখান থেকে আপনি পাবেন  কমিশন। what a briliant idea ভাই। আসলেই তাদেরকে সালাম টুকতে ইচ্ছে করছে  😆   😆    । ফ্রী প্রোগ্রাম এর নাম করে তাদের টুল গুলো বিক্রি করা 😮   😯  । আরে রাখেন টুল বিক্রি করতে পারেন আর না পারেন ঐ যে মেম্বারশিপ আর টুল কেনার পেছনে আপনি যে  টাঁকা খরচ করলেন এখানেই তো তাদের উদ্দেশ্য সফল। আর আপনার মাধ্যমে আরো কিছু আসলে সেটা তো বাড়তি ভাই। ভাবুন বিশ্বের কত মানুষ অনলাইনে কাজ করার জন্য মুখিয়ে আছে। তার মধ্যে থেকে ১০০ জন ও যদি তাদের মেম্বারশিপ কিনে তাহলে কত টাঁকা জমা হচ্ছে  ।  যাই হোক সে কত টাঁকা মেরে দিচ্ছে সেটা আমার দেখে লাভ নেই। তো আমার যখন সন্দেহ হতে লাগল  তাই খনিকটা খোজাখুজি করলাম, আর কেচো খুড়তে বেরিয়ে এলো সাপ...  😯  😮

জ্যি ভাইজান ভুল পড়োছেন না। আপনি যদি ইতিমধ্যে তাদের প্রথম ভিডিওটা দেখে থাকেন সেখানে দেখবেন ভিক তার আগে করা ক্রাইম গুলার কথা বলে। মনে হয় যেন বেচারা  অতি বড়মাপের একজন ভালো মানুষ। কয়জন  মানুষ তাদের ভুলগুলো অনায়সে স্বীকার করে। যাস্ট একটা ট্রিক ছাড়া কিছুই না। আর জ্যাসন...? উনার এক হাত পঙ্গু দেখে আপনি বিশ্বাস করতে বাধ্য যে উনারা একটা মহৎ কাজ করছেন। কোনো ধরনের ফাকিবাজির তো প্রশ্নই উঠে না। এটাও আরেকটা ট্রিক ভাই। শারিরীক ভাবে অক্ষম লোকগুলোর জন্য আমাদের মনে আলাদা রকমের মায়া থেকেই হয়ত আমরা তাদের সহজে বিশ্বাস করে বসি।

আরো মজার বিষয় হলো ইন্ট্রো ভিডিও তে ভিক যে ফেরারী গাড়িটি নিজের বলে সেটা আসলে একটা ভড়া করা কার :mrgreen:।  আর যে বাড়িটা দেখা যায় সেটা ও। (কিছুদিন আগে খোজাখোজি করার সময় জানলাম)। হ্যা হ্যা হ্যা... কি দারুণ। আপনি তাদের কোনো প্রশ্ন করতে পারবেন না শুধু তারা যা বলবে তাই করে যেতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং দুই নং ভিডিও দেখার পর ভিক আপনাকে একটা লিংক দিয়ে ইমেইল করবে যেখানে গেলে তার একটা টিউন পাবেনম, যেখানে Thanks to vick নামে  ইউটিউবে ভিডিও আপলোড করতে বলে। এর আগে কেউ এভাবে থ্যাংকস ভিক্ষা চায় শুনিনি।  😛   😆

এর আগেও এরকম কয়েকটা প্রোগ্রাম করেছে কখনো তারা দুজনে মিলে কখনো ভিক নিজে নিজে। তার একটা হলো Big Idea Mastermind. নেট এ সার্চ দিলে আপনি তাদের কার্যকলাপ এর নমুনা ভুরি ভুরি পাবেন। যেখানে ধোকাবাজি ছাড়া আর কিছুই ছিল না। আসলে এরা দুজন আর্টিস্ট। আপনার মাথা ঘুরিয়ে দিতে এদের তুলনা হয় না।  ভুলেও এই ফাদে পা দেবেন না। আপনি চাইলে তাদের ভিডিও গুলা দেখে যেতে পারবেন। প্রতিদিন ভিডিও দেখুন সমস্যা নাই। আপনার শেখা দরকার আপনি শিখবেন যদি ভালো মতন কিছু শিখার থাকে আরকি...  😛   😛

লিখলে আরো অনেক কিছুই লিখা যায় কিন্তু ইচ্ছে করছে না। আপনারা  এখানে  গিয়ে আরো অনেক কিছু জানতে পারবেন।

অবশেষে কিছু কথা, যারা টাঁকা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য এক বস্তা সমবেদনা ছাড়া আর কিছুই করার নেই। কোনো রকমে টাকাটা উদ্ধার করতে পারেন কিনা দেখেন। আর যারা চিন্তা ভাবনা করেছেন তারা ভুলেও এই ফাদে পা দেবেন না। টাকা জলে গেলে আপনারই যাবে।

আরো কিছু জানার থাকলে  আমাকে ফেসবুকে পাবেন ।

Level 0

আমি প্রযুক্তি প্রিয় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ তথ্য দিলেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমিও ওদের ফাঁদে পা দিতে যাচ্ছিলাম, আল্লাহ্‌ তায়ালা বাছাইসে।

vai apni ektu vul bujhechen…process ta onekta thik pothe but tools gulo kena thik noi…onano tools ace segulo babohar korle jinista valo

    জ্যি ভাই আমিও এটাই বলছি। আপনি চাইলে শিখতে পারেন তবে টাঁকা ইনভেস্ট করা থেকে দূরে থাকুন। তাছাড়া তিউনে দেওয়া লিংক এ গেলে আপনি আরোও জানতে পারবেন।

ভাই আমার কথায় রাগ করবেন না। কিন্তু ইনকাম করতে হলে খরচ করতে হয়।
তাছাড়া আইপি বাদে classified posting করা যাই না। ফ্রি আইপি দিয়ে কতদিন চলবেন।
আর auto respoder বাদে কিভাবে ই মেইল মার্কেটিং করবেন। আপনাদের ওদের টুলগুলো পছন্দ না হলে সেক্ষেত্রে mailer lite auto responder ব্যবহার করতে পারেন। কিন্তু ভাই মার্কেটিং করতে গেলে কিছু টুল তো কিনাই লাগবে। তা না হলে আপনার ইনকাম 0 ই থেকে যাবে।

    ভাই আপনি তো তাহলে আমার টিউনের মূল বিষয়টাই বুঝেন নি। হ্যা মার্কেটিং করার জন্য এই টুল গুলো অবশ্যই প্রয়োজন। কথা হলো ঐখানে যে লোক গুলো যে টূল কেনার কথা বলছে আর যেভাবে মার্কেটং করার কথা বলছে আমি তাদের সম্মন্ধে বলেছি। এখন একজন নতুনের জন্য প্রথমেই হাজার দশেক টাঁকা খরচ করে পরে খালি হাতে ফেরাটা কেমন হবে সেটা আগে দেখা উচিৎ। তাছাড়া পুরো টিউটোরিয়ালে তারা শুধু তাদের প্রোডাক্ট এর প্রমোশন করে। এখন আগে আপনি মার্কেটিং টা শিখুন তারপরে নাহয় প্রিমিয়াম এ যাবেন । আরো জানতে চাইলে টিউনের নিচে দেওয়া লিংকে চলে যান। অথবা প্রোজেক্ট ব্রেক ত্রু নিয়ে একটূ খোজ নিন। আমি টুল এর বিরোধিতা করছিনা ভাই। ফ্রী প্রোগ্রামে এলিট মেম্বার হওয়া এসব নিয়ে বলেছি।

আমি ইনভেস্ট করতে মনস্থির করে ছিলাম কিন্তু এখন দেখছি ডেস্টনি মার্কা।