অনলাইন আয় এবার হবেই [পর্ব-০১]

দিন দিন অনলাইনের দিকে মানুষ ঝুকে পড়ছে অনেক বেশি আকারে। সবকিছুই এখন অনলাইনে হচ্ছে। কেনাকাটা কিংবা ব্যংক কিংবা পড়াশুনা অনলাইনে সকল কাজই এখন করা যাচ্ছে। অনলাইন বড় একটা সেক্টর হয়ে পড়ছে কাজের। আপনি ইলেক্ট্রিশিয়ান হলে যেমন ইলেক্ট্রিকের কাজ কাজ পাবেন, ডাক্তার হলে রোগী পাবেন, মাষ্টার হলে ছাত্র পাবেন তেমনি অনলাইনেও ডিজিটাল ওয়ার্কারের কাজের অভাব নাই। আপনি ওয়েব ডেভলপার হলে ওয়েব এর ডেভলপিং এর কাজ পাবেন। ডিজাইনার হলে ডিজাইনের কাজ পাবেন। লোগো ডিজাইনার হলে লোগর কাজ পাবেন। সফটোয়্যার ইঞ্জিনিয়ার হলে সফটওয়ারের কাজ পাবেন। মোদ্দাকথা আপনি যেই সেক্টরে ভালো জানেন সেই সেক্টরে কাজের অভাব নাই।

আমি কিছুই জানিনা কিভাবে ইনকাম হবে ?

অনলাইনে ইনকামের কথা শুনলেই প্রথম যেই জিনিসটি মানুষ জানতে চায় তা হলো আমি কিছুই জানি না কিভাবে কাজ পাবো।এখানে একটা বিষয় আছে। আমি আগেই বলেছি যে, আপনি যেই সেক্টরে অভিজ্ঞ সেই সেক্টরে কাজ পাবেন। আপনি ইলেক্টিশিয়ান হয়ে ডাক্তারের চেম্বার খুলে কি লাভ আছে ?? রোগী পাবেন ?? ডাক্তার হতে হলে আপনাকে ডাক্তারি শিখতে হবে। তবেই রোগী পাবেন। ইনকাম পাবেন। তাই যেই কাজটি করতে চান,যেই সেক্টরে ইনকাম চান সেটা আপনাকে শিখতে হবে। কিভাবে শিখবেন তা জানানো হবে নিচে।

কোন কাজের ডিমান্ড বেশি ?

আবার অনেকে বলে বুঝলাম সব কিন্তু কোন কাজটি করবো ? আবার বলে কোনটির ডিমান্ড বেশি ??

আচ্ছা আপনাকে যদি দেশের ১০০ টা ভার্সিটির নাম দিয়ে অফার দেওয়া হয় যে আপনি চাইলে যেকোন একটা ভার্সিটিতে ঢুকতে পারবেন। তার মধ্যে ঢাকা ভার্সিটিও আছে। আপনি নিশ্চয় অন্য সবগুলোর মধ্য ঢাবিকেই চুজ করবেন ? অথবা ভর্তির জন্য আপনার অন্যতম পছন্দ ঢাবি হতে পারে ?

কেউ ডাক্তার হতে চায়। কেউ ইঞ্জিনিয়ার। আপনি বুয়েটে যেমন কমার্স পরতে পারবেন না তেমনি ডাক্তারও হতে পাওরবেন না।সমাজে যেমন ডাক্তারের চাহিদা আছে তেমনি ইঞ্জিনিয়ারের চাহিদাও আছে। আবার নাপিতের চাহিদাও কম নয়। সবাই চাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে কিন্তু কেউ নাপিতও হয় (ছোট করছি না)। অর্থাত সবার একটা স্বপ্ন থাকে সব স্বপ্নই বাস্তবায়ন হয় না। কিন্তু স্বপ্নের দিকে লক্ষ্য রেখে ভালোভাবে প্ল্যান নিয়ে অধ্যাবসায় ও ত্যাগের মাধ্যমে যদি আপনি পড়ালেখা করতে পারেন তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন। আর না পরলেও অন্য সেক্টরে চান্স পেতে পারে।

এই জিনিসটাকেই আপনি অনলাইনের সাথে তুলনা করুন। আপনি এক যুগ পড়াশুনা করে ডাক্তার হোন আর একদিন সময় দিয়েই একশ ডলার কামাইতে চান। ভাই আগে আপনাকে এক যুগ ধরে ডাক্তারির মতো শিখতে হবে। কষ্ট করতে হবে। এরপর ইনকামের মুখ দেখবেন।

অনলাইনে একটা সুবিধা হলো সকল কাজের ডিমান্ডই অনেক বেশি। এখানে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারের কিংবা নরসুন্দরের বেতন কম বেশি না তেমনি ভেজাল মুক্ত। কেউ চাইলে ওয়েব ডেভলপিং করে লাখ টাকা কামাইতে পারবে। কেউ ওয়েব সাইট খুলে এড দিয়েও এই পরিমান ইনকাম করতে পারবে। আবার লোগো ডিজাইন করেও এই প্রিমান আয় করতে পারবেন। এফিলিয়েট করেও।

কোন সেক্টরে নামবো ?

আপনি একটু চোখটা বন্ধ করুন এরপর আপনার চারপাশের বাজার কিংবা অর্থনইতিক সেক্টরটা খেয়াল করুন। কেউ মশলা বেচতেছে। কেউ ডাক্তারি করতেছে। কেউ রঙ করতেছে। কেউবা গাড়ি চালাচ্ছে। কেউ গাড়ি বানাচ্ছে। কেউ রিপেয়ার করছে। কেউ রাস্তা বানাচ্ছে। সবাই সব সেক্টর থেকেই ইনকাম করছে। এখন যে রাস্তা বানাচ্ছে। রাস্তার শ্রমিক তাকে যদি আপনি ডাক্তারি করতে বলেন পারবে ?? না পারবে না কারন সে ডাক্তারি শিখে নি। সে কি খুব কম ইনকাম করে ? না সেও ভালো পরিমানই ইনকাম করে। কিন্তু সমাজে দুজনের মর্যাদা এক নয় যদিও উভয়েরই প্রয়োজন আছে। আবার সবাই চাইলেও ডাক্তার হতে পারে না।

আপনাকে এবার ভাবতে হবে কোন সেক্টরে আপনি পারবেন ?

নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে কোন কাজে আপনি পারফেক্ট।

একটা টিপস দেই সোজাঃ

অনলাইনের সকল কাজের তালিকা তৈরি করুন। ক্যাটাগরি। এরপর সাব ক্যাটাগরি। এবার সকল ক্যাটাগরী পর্যালোচনা করুন। কোনটা কোনটা আপনার জন্য ভালো সেটা মার্ক করুন। এরপর সেখান থেকে আরো ফিল্টার করে এক দুটিতে আনুন। এরপর সেটি নিয়ে গবেষনায় নেমে যান। আপনাকে গবেষক হতে বলছি না কিন্তু যেটাকে সিলেক্ট করবেন অটা নিয়ে কাজ শুরু আর আগে যথেষ্ট পরিমান শিখবেন। মনে রাখবেন যতো বেশি জ্ঞান রাখবেন ততই জ্ঞানী হবেন। স্কুলের সকল শিক্ষক সমান জ্ঞানী হয় না। জ্ঞানী স্যারকে সবাই অন্য চোখেই দেখে। সব ডাক্তার ভালো ভাবে রোগী দেখতে পারে না। ভালোটাকে মানুষ।ভালোই বলে। একারনে আপনি যে সেক্তরে নামবেন সেটা নিয়ে গবেষনা শুরু করুন। বই,ব্লগ সব ঘেটে শেষ করে ফেলুন। অই টপিকের সকল লেখা মনোযোগ দিয়ে পড়ূন। এরপর কাজ।

সঙ্গে থাকুন পরের পর্বের জন্য..

মূল সোর্স

পরের পর্বে থাকছে

১। অনলাইনে কি কি কাজ পাওয়া যায়,

২। আমার জন্য কোনটি ভালো হবে।

৩। কাজগুলোরর পর্যালোচনা ১

 

আরো কিছু টিউনঃ

Level New

আমি মুসা বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস