উপার্জন করুন Teespringcom এ টি-শার্ট বিক্রি করে কোর্সের প্রথম পর্ব

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার টিউনে সবাইকে স্বাগতম জানাচ্ছি।

প্রথমেই আমি জানানোর চেষ্টা করবো টি স্প্রিং কি?

টিস্প্রিং হচ্ছে একটি ক্রাউড সোর্সিং ওয়েবসাইট পোশাক আশাক বিক্রয়ের। এই ওয়েবসাইটটিতে মুলত যা করা হয় সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনি আপনার ডিজাইনের টি-শার্ট আপলোড করবেন এবং সেই টি-শার্টটি কতটা বিক্রয় করতে চান সেটার গোল নির্ধারন করে দিবেন।
আপনার নির্ধারিত গোল অনুযায়ী যদি টি-শার্ট বিক্রয় হয় তাহলে টিস্প্রিং কোম্পানি টি-শার্টটি বানিয়ে যারা অর্ডার করেছে তাদের কাছে টি-শার্টটি পৌছিয়ে দিবে এবং তার বিনিময়ে আপনি প্রত্যেকটি টি-শার্টের জন্যে টিস্প্রিং থেকে একটি কমিশন পাবেন। আপনার শুধুমাত্র ডিজাইন আপলোড এবং সেই টি-শার্টটির প্রমোট করা ছাড়া আর কিছুই করার দরকার পড়বে না।

উপরের ছবিটি দেখতে পাচ্ছেন একটি টি-শার্টের ডিজাইন এবং সেই টি-শার্টটি কয় কপি বিক্রয় হয়েছে এবং সেটা কয়দিন পর্যন্ত আরো বিক্রয় করা হবে সেটার তারিখ।
এই টি-শার্টটি তার নির্ধারিত গোল অতিক্রম করে তার চেয়ে বেশি অর্ডার পেয়েছে অর্থাৎ ডিজাইনের মালিক যে গোলটি নির্ধারন করেছিলেন তার চেয়ে বেশি বিক্রয় হয়েছে তাই দেখাচ্ছে ৪৮৫ টি বিক্রয় হয়েছে এবং অমুক তারিখ পর্যন্ত টি-শার্টটি কিনতে পারবেন।
হ্যা আরেকটি কথা হচ্ছে টি-শার্টটি কতদিন পর্যন্ত অর্ডার করা যাবে তার একটি নির্দিষ্ট তারিখ বেঁধে দিতে হবে এবং এই তারিখের মধ্যে যদি আপনার বানানো ডিজাইনটিতে আপনি যে গোল নির্ধারন করে দিয়েছেন সে অনুযায়ী অর্ডার না আসে ধরুন ২০টি গোল নির্ধারন করে দিয়েছেন আপনি কিন্তু বিক্রয় হয়েছে ১৫টি এবং আপনার নির্ধারিত সময়টি শেষ হয়ে গেছে তাহলে ঐ টি-শার্টটি কোম্পানি আর প্রিন্ট করবে না এবং বাকি ১৫টি ডিজাইন যে বিক্রি হলো তার জন্যে আপনি কোনো প্রকার উপার্জন করতে পারবেন না।
সুতারাং ডেইট নির্ধারন করার বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। যায়হোক সামনে এইসব বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আশা করি তখন এই ব্যাপারগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন।

এইবার টিস্প্রিং এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিস্প্রিং এ টি-শার্ট বিক্রির জন্যে ক্যাম্পাইন তৈরি করতে পারেন এবং সে ক্যাম্পইনটি ডিজাইন করতে পারেন টিস্প্রিং ব্যবহার করে।
রেজিস্ট্রেশন সফলভাবে করার পরে লগিন করে নিচের স্ক্রিনশটটিতে দেখানো লিঙ্কে যান

টিস্প্রিংএ ক্যাম্পেইন কিভাবে লঞ্চ করতে হয় এবং টি-শার্ট ডিজাইন করতে হয়। ছবি অনুযায়ী ক্লিক করলে আপনারা একটি সাদা রঙের টিশার্ট দেখতে পাবেন।
এখানেই আমাদের টিশার্ট ডিজাইন করতে হবে। প্রথমেই আপনারা দেখুন এখানে কয়েক রকমের টি-শার্ট বানানোর অপশন আছে যে টি-শার্টটি বানাতে চান সেটা সিলেক্ট করুন। টি-শার্টটির ডান পাশে দেখতে পাবেন এখানে আরো আছে লং স্লিভ শার্ট, হুডিস, ট্যাং টপ্স ইত্যাদি। এছাড়ও এখানে আপনি আপনার পছন্দমতো কালার নির্ধারন করে দিতে পারবেন দেওয়া অপশোন থেকে। এছাড়া বাম পাশে দেখবেন নানান ধরনের ফন্ট ব্যবহার করে লেখার সুযোগ আছে এছাড়া আপনি চাইলে টি-স্প্রিং ডাটাবেইযে থাকা আর্টওয়ার্কগুলি ব্যবহার করতে পারেন অথবা নিজের আর্টওয়ার্ক আপলোড দিতে পারেন।


টি-শার্ট ডিজাইন সম্পন্ন হলে এবার আপনাদের টি-শার্টটির গোল নির্ধারন করতে হবে। আপনি কয় কপি টিশার্ট সেল করতে পারবেন বলে আপনি আশাবাদী সে অনুযায়ী গোলটি নির্ধারন করতে হবে এবং এর উপরেই নির্ভর করছি আপনার ইনকামের ব্যাপারটি। অর্থাৎ আজকেই বেশী কথা বলে টিউন না বাড়িয়ে আমি ব্যাপারটি প্রাথমিকভাবে আপনাদের বুঝানোর চেষ্টা করি। যদি আপনি টি-শার্টের বেইজ নির্ধারন করে দেন ৫০টি তাহলে আপনি যে ধরনের ইনকাম করতে পারবেন প্রত্যেকটি টি-শার্টে, সেটা আপনি বেইজ ২০টি নির্ধারন করে দিলে করতে পারবেন না।
যায়হোক পরের স্টেপে এসে আপনাদের নির্ধারন করতে হবে টি-শার্ট বেইজ এবং আপনি প্রাইসটাও নির্ধারন করে দিতে পারেন তবে সেটা না করাই ভালো ডিফল্টভাবে টি-স্প্রিং এ যেটা আসেই সেটাই থাকুক।
এরপরে আপনি আরো ঠিক করে দিতে পারেন যে আপনি যে কালারের টি-শার্ট বানিয়েছেন সেটার সাথে আরো অন্য কালারেরও একই ডিজাইনের টি-শার্ট বিক্রয় করার জন্যে অপশনাল অপশন যোগ করে দিতে পারেন।


এরপরে যেতে হবে তৃতীয় স্টেপে এখানে আপনাদের টি-শার্টটির জন্যে সঠিকভাবে নাম দিতে হবে এবং একটি সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে এবং টিশার্টটি কয়দিনের জন্যে ক্রয়ের উপযুক্ত থাকবে সেটা নির্ধারন করে দিতে হবে। আপনার দেওয়া তারিখ পর্যন্ত যদি আপনার সেট করা গোল অনুযায়ী টি-শার্ট সেল হয় তাহলে কোম্পানি আপনার টি-শার্টটি প্রিন্ট করা হবে এবং কাস্টমার কাছে পৌছিয়ে দাওয়া হবে এবং আপনি আপনার নির্ধারিত প্রাপ্য কমিশন একাউন্টে পেয়ে যাবেন।
ছবি

নিচে আমার একাউন্টের একটি স্ক্রিনশট দিলাম শো-অফের জন্যে না শুধুমাত্র উৎসাহের জন্যে।

আমার প্রথম টিউন আশা করি আপনাদের সবার কাজে লাগবে এই টিউন থেকে আপনারা যা জানতে পেরেছেন সেটা।
আমার সাথে ফেইসবুকে এড হতে চাইলে কোনো প্রশ্ন করার জন্যে আমার আইডি

আমি আরিফুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস