ইউটিউব অার্নিং [পর্ব-০৪] :: কিভাবে চ্যানেল ব্রান্ডিং লোগো সেটঅাপ করবেন

অাসসালামু আলাইকুম,
সুপ্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। বন্ধুরা অামি ইউটিউব অার্নিং সম্পর্কে চেইন টিউন শুরু করেছি। অামি পর্বভিত্তিক সবকিছু নিয়ে অালোচনা করবো। অাজকে অামি ইউটিউব অার্নিং সম্পর্কে ৪র্থ পর্ব তৈরি করেছি। অামার এবারের পর্বের বিষয় হচ্ছে "কিভাবে অাপনি ইউটিউবের চ্যানেল ব্রান্ডিং লোগো যুক্ত করবেন" তা নিয়ে।
বন্ধুরা সচরাচর ভিডিও দেখার সময় অামরা নিচে ডান কোনায় তাকালে দেখতে পাই একটা লোগো অাসে। অনেকে সেটা নিজে তৈরি করে দেয় অাবার অনেকে "সাবসক্রাইব" বাটনের একটা ছবি দিয়ে দেয়। এই অপশনটির ফলে কেউ অাপনার ভিডিও দেখলে খুব সহজেই নিচের অাইকনে ক্লিক করে চ্যানেলে সাবসক্রাইব করতে পারবে এবং অাপনার চ্যানেল ভিসিট করতে পারবে। এই কাজটি অনেকেই জানি অাবার অনেকে জানিনা। যেহেতু অামি সবকিছু দেখাবো তো নতুনদের জন্যই অামার এবারের পর্ব। বরাবরের মতো অামি অামার টিউটোরিয়ালের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। সহজভাবে বুঝতে ভিডিওটি দেখতে পারেন।

চ্যানেল ব্রান্ডিং লোগো কোথায় পাবেনঃ

  • ১. অাপনি চাইলে নিজে "PNG" ফাইলের একটা লোগো তৈরি করতে পারেন
  • ২. অাপনি চাইলে সেখানে সাবস্ক্রাইবার আইকন যোগ করতে পারেন

আমি নিচে সাবস্ক্রাইবার আইকন দিয়েছি

যেভাবে যা করবেনঃ

  • ১. "Youtube" এ গিয়ে "Creator Studio" তে ক্লিক করুন
  • ২. "Channel" এ গিয়ে দেখুন একটা অপশন অাছে "Branding
  • ৩. "Add Watermark" এ ক্লিক করুন
  • ৪. অাপনি ৩ টি অাইকন দেখতে পাবেন এবং নিচে ছবি অাপলোডের অপশন পাবেন। অাপনার গ্যালারী থেকে ছবি সিলেক্ট করে সেব করে দিন। আপনি চাইলে কত সময় পর লোগোটি শো করবে তা সেট আপ করতে পারেন।

→ ব্যাস অাপনার কাজ শেষ। এখন অাপনার কোনো ভিডিও অন্য কেউ দেখলে ডান কোনায় সবার মতো ওয়াটার মার্ক শো করবে।

→↓ টিউন ভালো লাগলে শেয়ার করুন
→↓ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবসক্রাইব করুন
→↓ সমস্যা হলে কিংবা কোন কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন

টেকটিউনসের সাথেই থাকুন সুস্থ থাকুন অার টেকটিউনসের সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস