ফাইভারে আপনার গিগকে প্রথম পেইজে আনুন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। কিছু বলব না সরাসরি কাজের কথায় যাচ্ছি।
*শুরুকথাঃ
ফাইভার কি? খায় না মাথায় দেয় আমি সেই বিষয়ে টিউন করতে আশাকরি আইডিয়া হয়ে যাবে। আর আইডিয়া না হলে এই টিউন থেকে আপাতত ১০০+ হাত দূরে থাকা বাঞ্চনীয়।

  • প্রথম পেইজে আসা মানে আপনার গিগি বা প্রোডাক্টকে সবার সামনে তুলে ধরা ও র‍্যাংকিং এ সবার আগে থাকা। কিন্তু আমারা জানি র‍্যাংকিং তো শুধু গুগুল SEO এর জন্য তাহলে ফাইভারে আবার রেংকিং বা এস ই ও আসল কোথা থেকে। মানে আমাকে অনেকে গালাগাল ও শুরু করতে পারেন।
  • আসলে ভাই, খাবার যেমন সকল প্রানীর জন্য প্রয়োজন তেমনি উদ্ভিদের ও প্রয়োজন আছে। আর SEO ও সকল ক্ষেত্রে সকল সাইটে প্রয়োজন। আপনি ফাইভারে ছোটখাটো রুলস মেইন্টেইন করলে আপনার গিগি প্রথম পেইজে আসবেই ইনশালাহ।

নোটঃ আগে গিগ তৈরী করা থাকলে সেগুলো কপি করে নিচের মত করে দেখতে পারেন। তবে অর্ডার পাওয়া গিগ গুলো চেঞ্জ করার দরকার নেই।

আমি গিগ তৈরী করে প্রথম পেইজে আসা পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ।

টাইটেলঃ

গিগ বানানোর সময় আগে টাইটেল এর প্রতি লক্ষ করুন, ধরুন আপনি আপনি ফাইভারে কাজ করবেন না কাজ দিবেন করে দেওয়ার জন্য, আর আপনি কানাডায় থাকেন, আপনি আপনার কোম্পানির জন্য একটা লগো বা আপনার ওয়েব সাইটের জন্য একটা লগো বানাবেন তখন আপনি কি করবেন। আপনি ফাইভারে আশাকরিয়ে নেওয়া যায়, এখন আপনি ফাইভারে এসে প্রথমে হয়ত সার্চ বক্সে লিখবেন “logo design” এটা হচ্ছে একটা কি-ওয়ার্ড। অথবা আপনার একটা ল্যান্ডিং পেইজ দরকার তখন হয়ত সার্চ দিবেন “Landing page” Or “Design Landing Page” ইত্যাদি। তখন ফাইভারে থাকা অ্যালগরিদম আগে টাইটেল খুঁজে দেখবে তারপর কি-ওয়ার্ডকে লক্ষ করবে। আপনার টাইটেল ভাল বা সার্চের কাছাকাছি থাকলে অবশ্যই বায়ারের সামনে আসবে।

Title Notice: প্রথমে গিগ তৈরীর সময় যে টাইটেল বা নাম দিবেন তাই আপনার URL বা এড্রেস তৈরী হয়ে যাবে। আপনি যদি ই-মেইল টেমপ্লেট সম্পর্কে একটা গিগ বানাতে চান টাইটেল দিতে পারেন যেমনঃ “Email Template Responsive Html Email Template Business Email Template Responsive” এটা আমি তৈরী করছি তাই আমার মন মতো দিচ্ছি আপনারা আপনাদের মন মতো দিবেন। Category আপনি যেই কাজের জন্য দিবেন। আর নিচে কী-ওয়ার্ড পাচটি আপনার ইচ্ছা মত মারেন, তবে গিগের রিলেটেড হতে হবে। তারপর সেইভ দেন।

নোটঃ টাইটেল টা বড় হয়ে গেছে? এখন কি করবেন? আর যতগুলো গিগ দেখলেন সবগুলো থেকে এইরকম গিগ তো আর দেখা যায় নি তাহলে উপায় কি? হ্যা, উপায় আছে, এখন টাইটেল বড় কিন্তু গিগ কমপ্লিটলি তৈরী করার পর সেটার টাইটেল চেঞ্জ করে নিন। যেমন “Create Awesome Responsive Email Template For You Business Or Anythings” মানে যেভাবে যাকে দেখাতে চান। আর হ্যা, আগের লম্বা টাইটেল এর কাজ হচ্ছে লিংক বা URL তৈরী করা যা এস ই ও তে ভূমিকা রাখে অনেক।

Level 0

আমি জসিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল বলছেন কাজে লাগবে।
তবে শুরু কথা ফাইবার কি? খায়না মাথায় দেয় ভাবতেছি।

boos ami graphic design e sub category photobooth template gig banate cacchi er seo title ti ki hote pare ektu help kirle upokrito hoitam