রিং আইডি থেকে এখনই নিয়ে নিন বিশ টাকা মোবাইল রিচার্জ একদম ফ্রিতে এবং নিশ্চিন্তে ইনকাম করুন

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

আশাকরি ভালো আছেন। ভালো না থাকলেও কোন সমস্যা নাই অাজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা জেনে আপনার ভালো হয়ে যাবেন। বর্তমানে আমরা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য অনেকেই রিং আইডি ব্যবহার করি। আর এই রিং আইডি একটি অফার চলতেছছে যেখানে আপনার বিশ টাকা রিচার্জ সহজেই নিতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

এই অফারটি পেতে হলে অবশ্যই আপনাদের রিং আইডিতে একাউন্ট করতে হবে। তাই নিচের নিয়ম অনুযায়ী রিং আইডি একাউন্ট খুলে নিন।

কিভাবে রিং আইডি একাউন্ট খুলবেন?
প্রথমেই আপনাদের রিং আইডি অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

তারপর অপেন করতে হবে। অফেন করার পর এই রকম একটি পেজ অফেন হবে।

এখানে Continue বাটনে ক্লিক করবেন। তারপর নিচের মতো একটি পেজ আসবে।

এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে শুন্য ছাড়া। অবশ্যই এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বার দিয়ে আগে কখনো রিং আইডি খুলেননি। নিচের বাটনটিতে ক্লিক করবেন। তারপর নিচের মতো একটি পেজ অফেন হবে।

পেজটি অপেন হওয়ার পরে আপনার নামটি দিয়ে next বাটনে ক্লিক করবেন।

এই পেজটি আসার পর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। ইচ্ছা করলে পাসওয়ার্ড দিবেন না হলে দিবেন না। যদি পাসওয়ার্ড না দেন তাহলে skip বাটনে ক্লিক করবেন।

এবার আপনাদের কাজ শেষ। এখানে আসার পর ছবি গুলো ডানে বা বামে স্ক্রোল করে নিয়ে যাবেন।

তারপর এই পেজটি অফেন হবে। অফেন হওয়ার পর অবশ্যই Add Refferel এর জায়গায় এই কোডটি ব্যবহার করবেন।

Refferel Code: 25247103

তা না হলে বিশ টাকা মোবাইল রিচার্জ পাবেন না। কোডটি দিয়ে নিচের বাটনটিতে ক্লিক করবেন।

এরপর উপরের থ্রি ডট আইকোনে ক্লিক করবেন। তারপর একটি ম্যানু অপশন আসবে।

এখানে reffer & EARN বাটনে ক্লিক করবেন।

এই পেজটি আসার পর cash earn বাটনে ক্লিক করবেন।

এখানে দেখতে পাবেন আপনার একাউন্টে ৫০ টাকা রয়েছে। তারপর সেখান থেকে buy coin বাটনটিতে ক্লিক করবেন।

 

বি:দ্র: কিছুটা সমস্যার কারণে ৪০ টাকায় ৫০০০ কয়েন অফারটি বন্ধ আছে। তবে কিছু দিন অপেক্ষা করলে আবার চালু হবে।

এখান থেকে প্রথম যে অফারটি রয়েছে ৪০ টাকায় ৫০০০ কয়েন সেটি কিনবেন। কিনার পর সেখান থেকে বের হয়ে আবার থ্রি ডট আইকোনে ক্লিক করবেন। তারপর wallet এর উপর ক্লিক করবেন।

এখানে আপনার ৫০০০ কয়েন দেখতে পাবেন এবং নিচেন send gift বাটনটিতে ক্লিক করবেন।

এখানে আবার gift coin বাটনে ক্লিক করে ৫০০০ সিলেক্ট করে উপরের send বাটনে ক্লিক করুন।

সার্চ বক্সে এই নাস্বারটি সার্চ করুন। 25247103

এই আইডিটি পাওয়ার পর তাতে ক্লিক করে ওকে তে ক্লিক করুন। তাহলে আমি আপনাকে বিশ টাকা মোবাইল রিচার্জ করে দিবো।

বি: দ্র: কয়েন গিফট করার আগে অকশ্যই এই নাম্বারে ইমুতে যোগাযোগ করবেন। না হলে বিশ টাকা রিচার্জ পাবেন না। 01999507675

আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর রিং আইডি থেকে বেশি টাকা ইনকাম করতে চাইলে টিউমেন্টে জানাবেন। তাহলে পরবর্তীতে রিং আইডি নিয়ে আরো টিউন করবো।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

scam hower sombobo ace coine deyer por …. tai sobai becareful thakben

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজটি, টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট ঠিক নেই, Crop হয়ে গিয়েছে।

আপনাকে অ্যাসাইন করা ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন’ অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি টিউনের সাথে অবশ্যই প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয় ও টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে থাকতে হয়। টিউন থাম্বনেইলে ইমেজটি, টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে Crop হয়ে যাওয়া যায় না।

করণীয়:

‘টিউন থাম্বনেইল টেমপ্লেট’ এ, টিউন থাম্বনেইল ইমেজ যোগ করার পর ইমেজের ভিউ পয়েন্ট ঠিক না থাকলে তা ঠিক করা ভিডিও ট্রেনিং আপনাকে অ্যাসাইন করা ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন’ এ দেওয়া আছে। সে ভিডিও ট্রেনিং দেখে শিখে নিন কিভাবে টিউন থাম্বনেইলে ইমেজটি টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে ঠিক না থাকলে ঠিক করবেন। সে অনুযায়ী ইমেইজের ভিউ পয়েন্ট ঠিক করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

তবে অনেক সময় আপনি যে ইমেইজটি ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট’ এ যোগ করার জন্য নির্বাচন করেছেন সে ইমেইজটির ডাইমেনশন এর জন্য বা ইমেইজটির ‘ফোকাল ভিউ’ এর জন্য কোন ভাবেই টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট সঠিক ভাবে নিয়ে আসা সম্ভব হয় না। সে ক্ষেত্রে সে ইমেইজটি বাদ দিন ও টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় অন্য ইমেইজ, যে ইমেইজ টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট সঠিক থাকে ও Crop হয়ে না যায়, যোগ করে টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।