[পর্ব-০১] :: এই মুহূর্তে বাজারের সেরা প্রসেসর গুলো

টিউন বিভাগ পিসি বিল্ডিং
প্রকাশিত
জোসস করেছেন

এই মুহূর্তে বাজারের সেরা

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল আছেন। নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

প্রসেসর বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত একটি জিনিস কেননা আমরা কম্পিউটার ব্যবহার করি আর প্রসেসর হল কম্পিউটারের মস্তিষ্ক। আমি এই টিউনে ২০২০ সালের সেরা সব প্রসেসর এবং তার বেঞ্চমার্ক নিয়ে আলোচনা করবো।

প্রসেসরগুলো নিয়ে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাদের সাথে বেস্ট প্রসেসর গুলোর একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, আপনারা নির্ধিধায় তা কিনতে পারেন। আমি এই টিউনে, Intel এবং AMD এর বেস্ট প্রসেসর গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তা দেখতে হলে নিচের সেকশনটি দেখুন।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

বেস্ট অলরাউন্ডার মানের প্রসেসর

AMD Ryzen 5 3600

তিন বছর ধরে এখনও আমাদের বেস্ট অলরাউন্ডার মানের ডেস্কটপ প্রসেসর হিসেবে ৬টি কোর এবং ১২টি থ্রেড সমৃদ্ধ Ryzen 5 প্রসেসরটি প্রথম স্থানে রয়েছে। এটি ২০১৭ সালের দিকে Ryzen 5 1600 মডেলের ছিল। এর পরে ২০১৮ এবং ২০১৯ এর প্রথমদিকে Ryzen 5 এর 2600 এবং 2600X মডেল বাজারে আসে, আর এই সময়েই তারা Ryzen 5 প্রসেসরটিকে অনেক উন্নতি সাধন করেছে। অবশেষে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে Ryzen 5 3600 মডেলের প্রসেসরটি বাজারে আসে।

Ryzen 5 3600 মডেলের প্রসেসরটি রিলিজের প্রায় এক বছর হয়ে গেলেও এর কিছুই পরিবর্তিত হয়নি, আর Ryzen 5 3600 মডেলের প্রসেসরটি এখনও পর্যন্ত বেস্ট অলরাউন্ডার মানের ডেস্কটপ প্রসেসর এর স্থান দখল করে আছে। আর বর্তমানে কম্পিউটারের দোকান গুলোতে এই Ryzen 5 3600 মডেলের প্রসেসরটির দাম $167 ডলার বা ১৪ হাজার টাকার নিচে নেমে এসেছে ফলে তা আমাদের জন্য খুবই ভাল হয়েছে। এমনকি আপনি যদি এই প্রসেসরটি আগের দাম মানে $200 ডলার বা ১৭ হাজার টাকাতেও ক্রয় করেন তাহলেও আপনি ঠকবেন না কেননা এতে রয়েছে আশ্চর্যজনক কার্যক্ষমতা।

Ryzen 5 3600 মডেলের প্রসেসর এর বিকল্প হিসেবে Intel এর 10th-gen এর Core i5-10400 প্রতিযোগিতা করছে। তবে আপনি গেম খেলার সময়ও Ryzen 5 3600 মডেলের প্রসেসর-এ প্রোডাক্টিভ কাজ গুলো ২০% দ্রুত করতে পারবেন। আর Ryzen 5 3600 মডেলের প্রসসটির সবচেয়ে বড় সুবিধাটি হল সাশ্রয়ী B450 মাদারবোর্ডগুলো ব্যবহার করে এই প্রসেসরটি ওভারক্লক করতে পারবেন ফলে আপনি আরও দ্রুত আপনার কাজগুলো সম্পাদন করতে পারবেন।

অপরপক্ষে, Core i5-10400 প্রসেসর ব্যবহার করতে হলে আপনাকে Z490 মডেলের মাদারবোর্ডের প্রয়োজন এবং এর সবচেয়ে সাশ্রয়ী মাদারবোর্ড কিনতে আপনাকে $ 170 ডলার বা ১৪ হাজারের বেশি টাকা খরচ করতে হবে - যা B450 মাদারবোর্ডের দামের থেকে অনেক বেশি। এখন যদি B460 এবং H410 মাদারবোর্ডের জন্য ওভারক্লোকিং অপশন ওপেন করে দেয় তাহলে আমরা অবশ্যই যারা অনেক বেশি গেম খেলে থাকে তাদের জন্য Core i5-10400 মডেলের প্রসেসরটি কিনতে পরামর্শ দিব। তাহলে সংক্ষেপে বলা যায় Ryzen 5 3600 আর বেশি দিন প্রথম স্থান দখল করে রাখতে পারবে না।

AMD Ryzen 5 3600X

আমরা দেখেছি Ryzen 5 3600X এর দাম প্রায় $200 ডলার বা ১৭ হাজার টাকা এবং মাঝে মধ্যে এর থেকেও কম দামে বাজারে বিক্রি হয়েছে। যদিও 3600 এবং 3600X এর মধ্যে পার্থক্য খুব সামান্য (যেমনঃ 5-10 ডলার বা ৫০০-১০০০ টাকা) হয় তাহলে আরও উন্নত কুলারের জন্য এই প্রসেসরটি নির্দ্বিধায় কিনে ফেলুন। আমি গ্যারান্টি দিলাম, Hyper 212 Evo মডেলের কুলার মাস্টার যার দাম $30 ডলার বা ২৫০০ টাকার সেভ করতে হবে কেননা আপনাকে অতিরিক্ত প্রসেসর কুলার কিনতে হবে না তবে আমি মনে করি এই অল্প খরচ না বাচিয়ে কুলার সিস্টেমটি কিনে ফেলাই উত্তম। আর যদি 3600X কিনতে আপনার পকেট ফাকা হয়ে যায় তাহলে সিম্পলি 3600 মডেলের প্রসেসরটি কিনে ফেলুন।

বেস্ট গেমিং প্রসেসর

Intel Core i9-10900K বা Core i5-10600K

আমরা সাশ্রয়ী মূল্যের Core i3-10100 এবং Core i5-10400 মডেলের প্রসেসর গুলো দিয়েই আমরা গেমিং জগতে পা রেখেছি, আর সত্যিই আমরা Core i5-10600K মডেলের প্রসসরটি দেখে আমরা আশ্চর্যজনক ভাবে অবাক হয়েছি। আর অবশ্যই আমাদের এই আলোচনাতে আমরা এখনও সেরা অলরাউন্ডার হিসাবে Ryzen 5 3600 প্রসেসরটিকেই সামর্থন করবো এবং এর পক্ষে বিপক্ষে অনেক মত আপনাদের থাকতে পারে তবে আপনার প্রথমিক ইচ্ছা যদি হয় গেমিং তাহলে 10600K প্রসসটি আপনার জন্য যথেষ্ট হবে।

আর এই Core i5 হচ্ছে Ryzen 7 3700X একটু দামি প্রসেসর এবং আপনি যদি বেশি প্রোডাক্টিভ কাজ করেন তাহলে আপনাকে AMD প্রসেসরটি কিনতে বলবো কেননা এতে রয়েছে অতিরিক্ত দুইটি কোর যার ফলে আপনি আরও দ্রুত কাজ সম্পাদন করতে পারবেন। তবে আপনি যদি বেশিরভাগ সময়ই গেম খেলে থাকেন তাহলে আমি মনে করি Core i5-10600K হবে দুর্দান্ত পছন্দ।

এই প্রসেসরটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মাদারবোর্ড সাপোর্ট করে যেমনঃ Z490 মাদারবোর্ড, MSI এর Tomahawk মাদারবোর্ডটির মূল্য $190 ডলার বা ১৬ হাজার টাকার মত আর এই মাদারবোর্ড খুবই ভাল হবে বলে মনে হচ্ছে কেননা এর রয়েছে সুন্দর একটি এয়ার কুলার যার মূল্যই রয়েছে প্রায় $50 বা ৪ হাজার টাকা এবং আপনি এই প্রসেসর এর মাধ্যমে সত্যিই একটি হাই-এন্ড গেমিং পিসি তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া প্রসেসর ওভারক্লকড করে Core i9-10900K এর গেমগুলোও এই প্রসেসর দিয়ে খেলতে পারবেন কেননা ওভারক্লকের মাধ্যমে আপনার পিসির কার্যক্ষমতা ~৪০% পর্যন্ত বাড়াতে পারবেন।

আমরা Core i5-10600K কে এই টিউনের দ্বিতীয় স্থানে রাখছি, তবে সত্যি করে যদি বলতেই হয় তাহলে আমি বলবো i9-10900K হচ্ছে বেস্ট পারফরম্যান্স গেমিং প্রসেসর। আর এই 10th-gen Core প্রসেসরটি ব্যবহার করলে আপনি এর গেমিং পাসফম্যান্সেই মুগ্ধ হয়ে যাবেন সুতরাং আমাদের চূড়ান্ত পরামর্শটি হল যারা বাজেট সচেতন গেমার রয়েছেন তারা নির্ধিধায় 10600K প্রসেসরটি নিতে পারেন।

বেস্ট এক্সট্রিম ডেস্কটপ প্রসেসর

AMD Ryzen Threadripper 3990X

এই প্রসেসরটি পছন্দ করতে আমাদের তেমন বেগ পেতে হয়নি, খুব সহজেই এটি পছন্দ করতে পেরেছি। আর Threadripper 3990X বেস্ট ডেক্সটপ প্রসেসর এবং এতে HEDT স্পেসিফিকেশনকে নতুনভাবে ডিফাইন করেছে। তাছাড়া এই প্রসেসরটির কিছুটা ব্যয়বহুল তবে আপনি যদি সর্বোচ্চ প্রোডাক্টিভ পারফরম্যান্স চান তাহলে দাম আপনার এক নম্বর উদ্বেগ হিসেবে বিবেচিত হবে না। যারা সবসময়ই কম্পিউটার ব্যবহার করে কাজ করতে থাকনে তারা 3990X প্রসেসরে প্রদত্ত সমস্ত রিসোর্স কে কাজে লাগাতে পারবে। এই প্রসেসরটি সামান্য ফাস্ট নয়, এটি অনেক অনেক ফাস্ট যা তার পরবর্তী বেস্ট প্রসেসরটিকে হার মানিয়ে দেয়।

এখন Threadripper 3990X প্রাইস নিয়ে কথা বলি, এটার মূল্য $3, 500 ডলার বা ৩ লক্ষ টাকা প্রায় আর তাই 3970X বা 3960X প্রসেসর 3990X ভাল বিকল্প অপশন হতে পারে তবে তা 64-core সমৃদ্ধ আর 3990X তে রয়েছে 128-থ্রেডের কোর। আর 32-core এর 3970X প্রসেসরটির মূল্য $1, 900 ডলার বা ১.৫ লক্ষ টাকা এবং 3960X প্রসেসরটির মূল্য কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে $1, 400 ডলার বা ১.২ লক্ষ টাকা।

আমরা প্রায় ছয় মাস ধরে Threadripper 3960X প্রসেসরটি আমাদের মেইন গেমিং এবং ভিডিও এডিটিং এর কাজে ব্যবহার করেছি এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে এক কথায় অসাধারণ। আমরা Adobe Premiere এ একসাথে ১২টিরও বেশি 4k রেজুলেশনের ভিডিও ক্লিপ এডিটিং এর কাজ করার পাশাপাশি Excel এ benchmark গ্রাফ তৈরি করেছি এবং Photoshop এ থাম্বনেইল তৈরি করেছি কোন রকম ল্যাগিং ছাড়াই।

এর আগে, আমরা Core i9-9900K ব্যবহার করেছি যা অন্যান্য প্রসেসর থেকে প্রায় 2.5x সস্তা, তবে আমরা যদি একই সাথে ৬টি 4k ভিডিও ক্লিক এডিটিং এর কাজ করে অন্যান্য সফটওয়্যার ব্যবহার করার ট্রাই করেছিলাম, তবে সিস্টেম ক্র্যাশ হওয়া সহ ল্যাগিং এবং ফ্রিজিং হয়ে যেত। তবে Intel এর Cascade Lake-X সিরিজের প্রসেসর গুলো প্রোডাক্টিভ কাজ করার জন্য উপযুক্ত প্রসেসর তবে এই প্রসেসর গুলো আসলে প্রটোটাইপ হিসেবেই রয়েছে এবং যদি তারা তা তৈরি করেও থাকে তবে 18-core এর 10980XE প্রসেসর 3rd-gen Threadripper প্রসেসর সমকক্ষ একটি দুর্বল প্রসেসর হবে তার বেশি কিছু না।

বেস্ট প্রোডাক্টিভিটি প্রসেসর

AMD Ryzen 7 & Ryzen 9

আপনার প্রথম পছন্দ যদি হয় প্রোডাক্টিভ পারফরম্যান্স তাহলে প্রসেসরের দাম যাই হোক না কেন তা বিবেচ্য বিষয় নয়। আর ২০২০ সালে AMD প্রসেসরের সকল স্তরেই আধিপত্য বিস্তার করেছে। আর যদি আপনি সস্তায় প্রোডাক্টিভ পাফরম্যান্স প্রসেসর চান তাহলে Ryzen 3 3300X প্রসেসরকে কেউ হারাতে পারবে না। আর আপনি যদি আরও বেশি খরচ করতে চান তাহলে Ryzen 5 3600 মডেলের প্রসেসরটি নিতে পারেন। আর যদি আপনি আরও বেশি খরচ করতে চান তাহলে 3950X মডেলের প্রসেসরটি কিনে ফেলতে পারেন এবং আপনার কাছে যদি আরও বেশি টাকা থাকে তাহলে third-gen এর Threadripper প্রসেসরটি নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন।

আমরা এই সেকশনে এমন অনেকগুলো প্রসেসর নিয়ে আলোচনা করছি এই জন্য যে আপনি এখান থেকে আপনার পছন্দমত একটি Ryzen প্রসেসর বাছাই করতে পারেন। তবে স্বাভাবিকভাবে এই ক্যাটাগরিতে আমার পছন্দের প্রসেসরটি হল Ryzen 7 3700X কেননা এতে রয়েছে শক্তিশালী ৮টি কোর ও ১৬টি থ্রেড-এর প্রসেসর, যার মূল্য $285 ডলার বা ২৪ হাজার টাকা তবে আপনার কাছে যদি আরও অতিরিক্ত $50 ডলার বা ৪ হাজার টাকা থাকে তাহলে 3800X মডেলের প্রসেসরটি কেনার জন্য পরামর্শ দিব।

আর আপনার বাজেট যদি $400 ডলার বা ৩৪ হাজার টাকা হয়, তাহলে Ryzen 9 3900X মডেলের ১২টি কোর ও ২৪টি থ্রেড এর এই আকর্শনীয় প্রসেসরটি কিনে ফেলতে পারেন।

আর আপনি যদি জানতে চান যে, Ryzen সিরিজের সবচেয়ে ভাল মানের প্রসেসর কোনটি তাহলে বলবো 3950X মডেলের কথা। কেননা এর মূল্য হচ্ছে $700 ডলার বা প্রায় ৬০ হাজার টাকা এবং এই প্রসেসর দিয়ে আপনি Intel Core i9-10900K মডেলের প্রসেসর এর থেকেও ৪০% বেশি দ্রুত কাজ সম্পাদন করতে পারবেন, তবে আপনি যখন আরও অনেক ভারি কাজ করবেন তখন আপনি ৪০% এর থেকেও আরও বেশি ফাস্ট পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। আর এই হাই এন্ড প্রসেসরটিতে রয়েছে ১৬টি কোর এবং ৩২টি থ্রেড যার মাধ্যমে আপনি আশ্চর্যজনক শক্তি পাবেন তা নিশ্চিত ভাবে বলা যায়। এখন আপনার উপর পছন্দের ভারটা ছেড়ে দিলাম, $300, $400 এবং $700 ডলারের তিনটি প্রসেসর নিয়ে আলোচনা করেছি, আপনার যেটা পছন্দ হবে সেটাই কিনে ফেলুন।

বেস্ট বাজেট প্রসেসর

AMD Ryzen 3 3300X or Ryzen 5 3400G

গত ছয় মাসে লো এন্ড প্রসেসর সেগমেন্টে অনেক পরিবর্তন হয়েছে। অতি সম্প্রতি আমরা AMD এর 3rd-gen এর Ryzen 3 সিরিজের প্রসেসর এর পাশাপাশি Intel 10th-gen Core i3 প্রসেসর বাজারে এসেছে, আর তাই আপনি এখান থেকে বেশ কয়েকটি নতুন প্রসেসর বাছাই করতে পারবেন, তবে লো এন্ডের প্রসেসর কেনার আগে, এই প্রসেসর সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করে নেই।

২০১৭ সালের দিকে আমরা আমাদের বেস্ট বাজেট প্রসেসর হিসেবে Intel Pentium G4560 প্রসেসরটি বাছাই করেছিলাম যার মূল্য ছিল প্রায় $80 ডলার বা ৭ হাজার টাকা তে পাওয়া যেত। এরপর ২০১৮ সালের মাঝামাঝি সময়ে Ryzen 3 2200G মডেলের প্রসেসরটি এই স্থান দখল করে নিয়েছে এবং সারা বছর ধরেই বেস্ট বাজেট প্রসেসরের স্থান দখল করে ছিল। এরপরে 2400G মডেলের প্রসেসরটি বাজারে আসে যা SMT-enabled APU ছিল ফলে Ryzen 3 2200G এর মূল্য আরও কমে যায়। তারপরে, ২০১৯ সালের দিকে আমরা Ryzen 5 3400G মডেলের প্রসেসরটি কেনার জন্য পরামর্শ দিয়েছিলাম।

আর ২০২০ সালে এসে, Ryzen 3 3100 এবং 3300X মডেলের প্রসেসর বাজারে Core i3-10100 এর সাথে সমান তালে প্রতিযোগিতা করে যাচ্ছে। আর সবশেষে বলতে হয়, এখন পর্যন্ত বেস্ট বাজেট প্রসসর হল Ryzen 3 3300X। এর মূল্য হচ্ছে $120 ডলার বা ১০ হাজার টাকার মত, এই দামে খুবই ভাল মানের প্রসেসর এটি এবং $100 ডলার বা ৮ হাজার ৫০০ টাকার মত এই প্রসেসরটিও এই দামের মধ্যে অনেক ভাল একটি প্রসেসর।

আর গেমিং পারফরম্যান্স এর ক্ষেত্রে Ryzen 3 3300X মডেলের প্রসেসরটি Core i3-10100 মডেলের প্রসেসর কে হার মানিয়ে দেয় এবং Core i3-10100 এর থেকে প্রায় ২০% দ্রুত প্রোডাক্টিভ কাজ করতে পারবেন। আর আনলক করা প্রসেসর হিসেবে, 3300X প্রসেসরটিকে ওভারক্লক করতে পারবেন, আর এর জন্য আপনার দরকার হবে B450 মাদারবোর্ড যা ওভারক্লকিং সাপোর্ট করে।

শেষ কথা

এটা আশাকরি আপনি যদি প্রসেসর নিয়ে একটু স্টাডি না করেন তাহলে আপনি সত্যই ভুল একটি প্রসেসর কিনে ফেলতে পারেন। আর তাই আমাদের পছন্দ সম্পর্কে বলতে হলে, Ryzen 5 3600 প্রসেসরটি কে আমরা Core i5-10400 প্রসেসর থেকে এগিয়ে রাখবো তবে আপনি যদি Intel এর প্রসেসর কিনতে চান তাহলে বলবো আপনি ঠকবেন না। এটি একটি গেমিং প্রসেসর এবং প্রোডাক্টিভ পারফরম্যান্স ও অনেক ভাল।

Intel এর 10th-gen এর প্রসেসরে লাইনআপ গুলো তাদের 9th জেনারেশনের প্রসেসরের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক, প্রত্যেকটি প্রসেসর SMT সাপোর্ট করে এবং সাশ্রয়ী দাম তো রয়েছেই। আর তাই বলতেই হয়, দীর্ঘমেয়াদে, এই ধরনের প্রতিযোগিতা ভোক্তাদের জন্য সুসংবাদ বয়ে আনে, কেননা এতে ভোক্তার অনেক কম মূল্যে ভাল মানের প্রসেসর কিনতে পারবে। আর তাই আমরা প্রত্যাশা করছি 11th জেনারেশনের Core সিরিজের প্রসেসর এবং Ryzen 4000 প্রসেসর গুলোর মধ্য আবার তুমুল প্রতিযোগিতা বিদ্যমান থাকবে।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস