RAM এর চৌদ্দ গুষ্ঠী

RAM এর পূর্ণরুপ হলো Random Access Memory। সংক্ষেপে RAM হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। RAM থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র‌্যান্ডম  অ্যাক্সেস মেমোরি বলা হয়। কম্পিউটারের কাজকর্ম সরাসরি RAM এ লেখা হয় এবং এখান থেকে পড়া হয়। শিক্ষক যেমন ব্লাকবোর্ড ছাড়া কোন কিছু লিখতে পারে না, কম্পিউটারও তেমনি র্যাম ছাড়া কোন কিছু লিখতে ও পড়তে পারে না। কম্পিউটার যখন অন হয় তখন কম্পিউটার কাজ করার মতো তথ্য RAM এনে তবেই ওপেন হয়। আবার কোন প্রোগ্রাম রান করলে সেই প্রোগ্রামটা RAM এ এনেই প্রোগ্রামটা ওপেন হয়। যদি কখনো কোন প্রোগ্রাম RAM এ লোড করার মতো জায়গা না পায় তবে সেটা ওপেনই হবে না। কাজেই যত বেশী RAM লাগান ততোই ভাল চলবে আপনার পিসি। এটা একটা অস্থায়ী স্মৃতি ভান্ডার। বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে গেলে এই স্মৃতি ভান্ডারের সকল তথ্য মুছে যায়।

RAM এর বাস স্পীড বেশী হলে কম্পিউটারের গতি বেশী হয়। এখন কথা হলো বাস স্পীগ কি? বাস স্পীড হলো র‍্যাম এর কাজ করার গতি। যে র‍্যাম এর বাস স্পীড যত বেশি সেই র‍্যাম তত দ্রুত কাজ করতে পারে। কিন্তু আপনি বেশি স্পীড এর আশায় বাজার থেকে একটা RAM কিনে নিয়ে আসলেন যার বাস স্পীড ধরলাম 1600 কিন্তু আপনার কম্পিউটার সেই বাস স্পীড এর RAM সাপোর্ট  করে না। তাহলে কিন্তু আবার বিপদ। এই জন্য যখনই র‌্যাম কিনবেন লক্ষ্য রাখবেন আপনার মাদারবোর্ড সর্ব্বোচ্চ কত বাস স্পীড এর RAM সাপোর্ট করতে পারবে। বাজারে বিভিন্ন প্রকার RAM আছে। যেমন- DDR-1, DDR-2, DDR-3, DDR4 ইত্যাদি।

বেশি স্পীড এর জন্য অবশ্যই বেশি বাস স্পীড এর RAM ব্যবহার করা উচিত এবং সেই সাথে বেশি GigaBytes (GB) এর RAM ব্যবহার করতে হবে। আপনার কম্পিউটা্রে কি পরিমান RAM ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনার কম্পিউটারের হর্ডওয়্যার এবং কি ধরনের সফটওয়্যার ব্যবহ্নত হবে তার উপর। সাধারণত Dual Core প্রসেসর সহ 32 bit অপারেটিং সিস্টেম এর কোন কম্পিউটারে কমপক্ষে 2GB RAM প্রয়োজন, 4GB হলে ভালো। আর যে কোন প্রসেসর সহ 64 bit অপারেটিং সিস্টেম এর কোন কম্পিউটারে কমপক্ষে 4GB RAM প্রয়োজন, 8GB হলে ভালো। আর Gamming PC এবং ভিডিও এডিটিং (Video editing) এর ক্ষেত্রে কম্পিউটারে কমপক্ষে 4GB RAM প্রয়োজন, তবে ডেভলপারগণ (Developer) কমপক্ষে 8GB ব্যবহার করতে বলেন।

RAM মূলত দুই প্রকার :

1. Dynamic RAM (DRAM).
2. Static RAM (SRAM).

নিচে Dynamic RAM (DRAM) র‌্যাম(RAM) এর প্রকারভেদগুলো দেওয়া হল:

Dynamic RAM (DRAM):

1.SDRAM (Synchronous Dynamic Random Access Memory).
2. DDR SDRAM (Double Data Rate SDRAM).

Static RAM (SRAM):

  1. DDR2 SDRAM(Double Data Rate Two SDRAM).
  2. DDR3 SDRAM(Double Data Rate Three SDRAM).
  3. DDR4 SDRAM (Double Data Rate Fourth SDRAM).

টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। এবং কোন প্রকার প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি নিশিথের পথযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস