আপনি কি ফটোগ্রাফার? ছবি তুলুন, আর বিক্রি করুন

DSLR ক্যামেরা থাকলে শুধু বাংলাদেশে না, বিদেশে-ও ছবি তুলে বিক্রির সুযোগ আছে। একই ছবি বার বার বিক্রি হবে, আপনিও বার বার পেমেন্ট পাবেন। এরকম কিছু ওয়েবসাইট হলঃ

 

যদি শখকে পেশায় পরিণত করে কিছু অতিরিক্ত আয় করা যায়, তবে মন্দ কি? এমনকি যারা ইতিমধ্যে প্রফেশনাল হিসাবে কর্মরত, তারা যদি সম্ভাবনার নতুন দিগন্তে পৌঁছতে চান, তাহলে "ওভারটাইম" শুরু করাই ভালো! নিজের বস নিজে।

বিশেষ করে প্রথম ওয়েবসাইটটায় ছবি যে শুধু একবার বিক্রি করা যাবে, তা নয়! এক-ই ছবি বারবার বিক্রি করা যাবে। তবে এই ওয়েবসাইটের অসুবিধা হল, আপনি এই মার্কেটপ্লেসে যে ছবি বিক্রি করবেন, তা আপনি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না। তিনটি ওয়েবসাইটের নিয়ম ভালো করে পড়ে নিবন্ধন করুন।

নিজের প্রয়োজনে এই তথ্য কাজে না লাগলেও বন্ধু বা বন্ধুর ছোট ভাইবোন যার-ই লাগুক তথ্যটা দেয়া যেতে পারে। এখন প্রশ্ন হল অর্থ আনব কিভাবে? বাংলাদেশে যেহেতু Paypal নাই, তাই বিকল্প হল Payoneer, যার মাধ্যমে ব্যাংক আকাউন্টে ৪৮ ঘণ্টার কম সময়ে অর্থ জমা করা যাবে। আমি এই Payoneer লিঙ্কে অর্থ নিয়ে আসার পদ্ধতি বিস্তারিত লিখে দিয়েছি।

ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার
[প্রাসঙ্গিক তথ্যর আওতায় হাল্কা আপডেটকৃত]

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই সুন্দর িলন্ক এর জন্য নােটার েথেক