চোখ ধাঁধাঁনো সব ফটোশপ টেক্সচারের ১০টি আখড়া

আমরা সবাই কম-বেশি ফটোশপ নিয়ে কাজ করে থাকি। আজকে আমি চোখ ধাঁধাঁনো সব ফটোশপ টেক্সচারের নিয়ে টিউন করব। যেকোন ধরণের ডিজাইন কম্পোজিশন করার জন্য টেক্সচার অপরিহার্য। এটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে যা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। একজন দক্ষ ডিজাইনার এটি ব্যবহার করে কম্পোজিশনের মুড এবং অনুভব সম্পূর্ণ ভাবে প্রকাশ করতে পারে। যদি আপনার ডিসেন্ট ক্যামেরা থাকে, তাহলে আপনার ইচ্ছা মত একটি টেক্সচার তৈরি করতে পারেন ঐ অবজেক্টের ছবি ব্যবহার করে এবং কিছু ফটোশপ ম্যাজিকের মাধ্যমে। আমি আজকে ১০টি সাইট আপনাদের সামনে তুলে ধরব যেখানে আপনি পাবেন প্রয়োজনীয় এবং আকর্ষনীয় ফটোশপ টেক্সচার। চলুন সাইট গুলো দেখি আসি এক নজরে।

Amazing Textures:

Amazing Textures লিস্টে বিভিন্ন ধরণের ফ্রি ফটোশপ টেক্সচার সুন্দর ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো রয়েছে। এখানে উড, ব্রিকস, গ্লাস, মেটাল, ফেব্রিকস এবং আরোও অনেক কিছু টেক্সচারের রিপ্রেজেন্ট হিসেবে পাবেন। আপনি যদি ভাল রেজুলেশনের ইমেজ ডাউনলোড করতে চান তাহলে সাইটে রেজিট্রেশন করতে হবে। আর সাইটে রেজিস্ট্রেশন ফ্রি।

amazingtexture

DeviantArt:

সৃজনশীল কাজের জন্য DeviantArt খুবই জনপ্রিয়। কাজের জন্য আপনি এখানে খুব সুন্দর টেক্সচার খুঁজে পাবেন। এখানে রয়েছে ইউনিক কিছু টেক্সচার।

deviantart

Lost and Taken:

Lost and Taken একটি ব্লগের মত কাজ করে। এখানে নিয়মিত ফ্রি ফটোশপ টেক্সচারের পোস্ট লিস্টিং হয় যা নির্দিষ্ট থিমের উপর অন্তর্ভুক্ত। এখান থেকে আপনি ডিজাইনের জন্য অনেক রিসোর্চ কালেক্ট করতে পারবেন।

lostandtaken

Grunge Textures:

একটি সাধারণ এ্যাসপ্যাক্টের সাথে Grunge Textures-এ সব ধরণের টেক্সচার পাওয়া যায়। এই সাইটে ১৮টি ক্যাটাগরিতে ১৩৫৫টি হাইরেজুলেশন ইমেজ রয়েছে যা আপনি ব্রাউজ করে খুঁজে বের করতে পারবেন যা আপনার প্রয়োজন।

grungetextures

Shizoo:

Shizoo বিভিন্ন সোর্চ যেমন, ব্রাশেস, আইকন, প্যাটার্নস এবং আরোও অনেক কিছু রয়েছে যা আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এখানে অনেক কালারফুল টেক্সচার পাবেন যা আপনি অন্য কোন সাইটে পাবেন না।

shizoo

Texture Gallery:

বিভিন্ন ক্যাটাগরিতে খুবই সুন্দর ভাবে Texture Gallery-তে টেক্সচার সাজানো রয়েছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী অনেক ইমেজ রয়েছে।

texturegallery

Toybirds:

Toybirds শুধু টেক্সচার লিস্টে না বরং অন্যান্য সোর্চের লিস্টেও পাওয়া যায় যা আপনার ডিজাইন কাজের জন্য প্রয়োজনীয়। এখানে মাঝে মাঝে ব্রাশেস, প্যাটার্নস ইত্যাদির উপর ফিচার পোস্ট হয়।

toybirds

Texture King:

এখানে স্টক টেক্সচার ইমেজ ফ্রি পাওয়া যায়। Texture King-এ আপনি আপনার কাজের জন্য হাইরেজুলেশন টেক্সচার পাবেন।

textureking

Urban Dirty:

Urban Dirty-এ ও স্টক টেক্সচারের ইমেজ পাওয়া যায়। এখানে টেক্সচারের ইমেজ কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে কিছু উদাহরণ রয়েছে। আপনি আরবান ডার্টির ফটো Flickr-এ দেখতে পারবেন।

urbandirty

Texture Library and Texture Archive:

Texture Library and Texture Archive-এ আপনি ততোধিক রিসোর্চ দেখতে পারবেন টেক্সচার দেখার জন্য। এখানেও বিভিন্ন ক্যাটাগরিতে টেক্সচার রয়েছে। এখানে অনেক রিসোর্চ লিস্ট রয়েছে টেক্সচার সহ যা আপনার ডিরেক্টরিতে বুকমার্ক করা যাবে।

texturearchive
আপনারা সাইট গুলো ভিজিট করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর কেউ যদি এরকম আরো কিছু সাইটের কথা জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খাইছে……
জোসসস কছু টেক্সচার দেখতাছি।:)

tHAnX aRafATh ভাই…

কাজের টিউন করেছেন।

    আপনাকেও ধন্যবাদ। আপনাদের কাজে লাগার জন্যই তো আমার এই টিউন করা।

thanks dude, its really nice….

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

~♥ßŗiTТö♥~ ভাই,
দয়া করে আপনার ভালো কোন ফটো দিয়ে বর্তমান ফটোতে রিপ্লেস করুন ।।
(রাগ করবেন না)

    ঠিক আছে আমীন ভাইয়া ছবি রিপ্লেস করব। কিন্তু ভাইয়া ছবিটা কি বেশি খারাপ??

Yeasin Arafat এবং ~♥ßŗiTТö♥~ কি একই ব্যক্তি নাকি ?
আমিতো ~♥ßŗiTТö♥~ ভাইকে ফটো রিপ্লেস করার কথা বলেছিলাম।
কিন্তু উত্তরটা Yeasin Arafat ভাই, আপনি দিলেন ? ব্যাপারটা কি?