(Eid special) এক মিনিটে অনলাইনে এডিট করুন আপনার ছবি কোন সফটয়ার ছাড়াই

আমার বন্ধু মাসুম আমাকে প্রায়ই বলে, তুই কিভাবে এত সুন্দর ছবি এডিট করিস, আমি আমি ওকে বললাম, যে photofunia নামক একটা সাইটে এই ছবি খুব সহজেই এডিট করা যায়। তার পর আমি যখন ওকে নিয়ে ওর কিছু ছবি এডিট করলাম। মাসুম বলল,ও এই ব্যাপার এত সহজ। এর পর আমি ইন্টারনেটে খুজে আর এই ধরনের কিছু সাইট এর সন্ধান পাই যেমন :

http://www.befunky.com,http://funphotobox.com,http://www.picartia.com,http://www.photo505.com,http://www.loonapix.com,http://funny.pho.to,http://www.dumpr.net,http://www.writeonit.org,http://www.magmypic.com,http://www.hairmixer.com,http://www.fototrix.com,http://jpgfun.com,http://www.photovisi.com,http://www.fotocrib.com,http://www.pizap.com

। সেই সাইটগুলো থেকে খুব সহযেই ছবি এডিট করা যায় কোন ধরনের সফটওয়ার ছাড়াই।কিন' আমার কাছে সেই গুলো তেমন পরিপূর্ন মনে হয়নি কারণ সেই সাইট গুলোর কাজের পরিধি ছিল অল্প।কারণ সাইট গুলেতে বাবহৃত ছবির ফ্রেম ও ইফেক্ট অনেক কম। এর ফলে দেখা যায় যারাই এই ধরনের সাইটে ছবি এডিট করে তাদের সবার ছবিই এক রকম হয় । ছবিতে কোন ভিন্নতা নেই। এত গেল photofunia জাতীয় সাইটগুলোর কথা। কিন' আমি আজ যে সাইটরি কথা বলব সেইটা একটু অন্য সাইটগুলো থেকে আলাদা।কারণ এখানে ইফেক্ট ও ফ্রেম অনেক বেশি। আপনি যদি একজন সাধারন ইউজার হন তাহলে সহজেই এডিট করতে পারবেন আপনার ছবিকে। ফটোশপ জানার কোন প্রয়োজন নেই।এর জন্যে প্রথমে এই সাইটে রেজিষ্টেশন করতে হবে এর পর এখান থেকে এই ছোট plugin টি installs করেনিন। এর পর এই সাইটে প্রবেশ করে বিভিন্ন কাটাগরি থেকে ফ্রেম নির্বাচন করে এডিট করেনিন আপনার প্রয়োজনীয় ছবিকে। ঠিক এভাবে।
Sign Up Here

imikimi

এর পর save করে ব্যাবহার করুন । অথবা শেয়ার করুন সব সামাজিক সাইটে কিংবা আপনার

ব্লগে। আপনার এডিট করা সব ছবি আপনার Account এ জমা থাকবে। পরবর্তি সময়ে এখান থেকেই আপনি আপনার ছবি এডিট করতে পারবেন বা ব্যাবহার করতে পারবেন। তো আর দেরি না করে আজি ঘুরে আসুন এই সাইটে
সবাইকে ঈদের সুভেচ্ছা যদিও আমি Christian

বিদ্র : আগামিকাল আমি (E- Card) কার্ড সমন্ধে একটি পোষ্ট দেব । আর ঈদের দিন আমি ( very eid special)পোষ্ট দেব হ্যাকিং এর উপর।সেই অপেক্ষায় থাকুন। আমার বিভিন্ন বিষয়ে ব্লগ পড়তে আসুন আমার ব্লগে আসুন

http://www.markbiplob.blogspot.com/

http://blog4bangla.blogspot.com/

Level 0

আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks ভাই এতো ভাল একটা টিউন করার জন্য ।Christian হয়ে আমাদের ঈদের শুভেচছা দেবার জন্য ওনেক ওনেক শুভেচছা ।ভাই একটা মেইল করেছি মেইলটা চেক করে দেখুন । টিউন চালিয়ে যান ।

Level 0

বিপ্লব Brother আপনিত একটা গ্রেইট লোক। আপনার ব্লগ আমার ভাল লেগেছে সেই সাথে আপনার টিউন গুলা চালিয়ে জান। আপনাদের মত কবেহব সেই চিন্তা

    Adnan Bari ভাই
    আমার পোষ্ট আপনার ভাললেগেছে শুনে আমারও ভাল লাগছে। আমি ভবিষ্যতে আর ভাল পোষ্ট দেব বলে আঁশা রাখি। আজ আমি আর একটি পোষ্ট লিখলাম সময় পেলে দেখবেন।
    https://www.techtunes.io/internet/tune-id/14251/
    thanks