কিভাবে বেছে কিনবেন আপনার জন্য উপযোগী ডিজিটাল ক্যামেরা | পর্ব-২

পর্ব-১'এর পরে আজকে আসছি ক্যামেরার টেকনিক্যাল দিকে। ক্যামেরা লেন্সের Zoom ক্ষমতা ব্যাপারেই এই টিউন। জুম করার সহজ অর্থ হচ্ছে দুরের বস্তুকে দৃশ্যত কাছে টেনে আনা, কাছের জিনিসকে দৃশ্যত আরো কাছের করে দেখানো। জুম ক্ষমতা দুই প্রকারের, অপটিক্যাল জুম এবং ডিজিটাল জুম। অপটিক্যাল জুম করার ক্ষেত্রে ক্যামেরা ব্যবহার করে লেন্স। লেন্সের মধ্যে দিয়ে আলোর আকারে ছবি যখন ক্যামেরার মধ্যে আসে, তখন লেন্সের বিভিন্ন আতস কাঁচের সাহায্যে বস্তুকে বড় করে দেখানোর মতো ছবিকে বড় করে তোলে। (নিচের ছবিতে দেখুন)

lens elements

ডিজিটাল জুম করার ক্ষেত্রে ক্যামেরা কিন্তু তার ডিজিটাল ক্ষমতাকেই ব্যবহার করে। অর্থাৎ এখানে লেন্সের মধ্যে কোনোরকমের ম্যাগ্নিফাই করা হবেনা, স্বাভাবিকভাবেই ছবি ক্যামেরার ফোকাল প্লেনে আসবে, কিন্তু মেমোরী কার্ডে রেকর্ড করার আগেই সেই ছবিকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ছবির একাংশকে ম্যাগ্নিফাই করে নিয়ে বাকিটুকু ক্রপ করে মুছে ফেলবে তার পরেই তা মেমোরী কার্ডে রেকর্ড হবে।

কিছু ক্যামেরায় অপটিক্যাল ও ডিজিটাল জুম একসঙ্গেই ব্যবহার হয়। সেক্ষেত্রে প্রথমে লেন্সের কাজ চলবে, তারপরে ডিজিটাল ম্যাগ্নিফাই হবে। এইসব ক্যামেরায় লেখাই থাকবে যেমন 5x Optical / 3x Digital Zoom (বিভিন্ন ক্যামেরার ক্ষমতা অন্যযায়ী এইটা লেখা থাকবে)

এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যে অপটিক্যাল জুম করার ক্ষেত্রে ছবির কোয়ালিটি খুবই কম হ্রাস পায় যা সাধারনত ধরাই যায়না। কিন্তু ডিজিটাল জুমের বেলায় যতো বেশি জুম করতে থাকবেন ততো বেশি কোয়ালিটি হ্রাস পেতে থাকবে। আপনি দেখবেন আপনার কাঙ্খিত বস্তু কাছে এসে যাচ্ছে, কিন্তু কোয়ালিটি হ্রাস পাচ্ছে ততো বেশি করে। সুতরাং, যতোখানি পারবেন অপটিক্যাল জুম করবেন, বাকিটা প্রয়োজন বুঝে ডিজিটাল জুম। সম্ভব হলে ডিজিটাল জুম ব্যবহারই করবেন না। মোটামুটিভাবে 4x Optical Zoom বেশ ভাল। নিচের ছবিতে দেখলেই বুঝবেন তফাৎ কি -

digital_zoom_vs_optical_zoom

পরবর্তী টিউনে লিখবো ক্যামেরার অন্যান্য ফিচারের বিষয়ে। এ পর্যন্ত যেটুকু লিখেছি, এইসবই প্রধান বিচার্য বিষয় হবে যারা প্রথম শুরু করছেন তাদের জন্য। পরবর্তী টিউনে আরো কিছু বিষয়ের উপরে আলাপ হবে যেমন ভিউফাইন্ডার, শাটার রেসপন্স, লেন্স, শাটার স্পিড, এপারচার, সেন্সর ইত্যাদি। যারা একটু সিরিয়াস এমেচার, তারা এইসবের দিকেও ভেবে ক্যামেরা কিনবেন।

যারা ১'ম পর্ব পড়েননি, লিঙ্ক এইখানে

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাল তথ্য কাজে লাগবে

Onek din por valo 1ta serial tune pelam. 1st porbo ta o ami poreci. asa kori sob porboi parte parbo. CARRY ON

Riya apu…simply rocks

thanx

Level 0

Camera shomporke onek kisu jana gelo… Joss tune hoise Riya apu! 😀

Level New

হুম