প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!!

প্রথমে সবাইকে এই শীতের পিঠা খাওয়ার শুভেচ্ছা। 😀 আশা করি আপনাদের শীত ভালই কাটছে আমার মতো।
যাই হোক আজকে আমি যে software এর কথা জানাব তার নাম হলো Dynamic PHOTO HDR v4.65 যা Portable এবং মাত্র 16.54 MB।

আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR ( হাই ডায়নামিক রেজ্ঞ ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফার রা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।

HDR ইফেক্ট দেওয়ার আগে:

ইফেক্ট দেওয়ার পরেঃ

ইফেক্ট দেওয়ার আগেঃ

ইফেক্ট দেওয়ার পরেঃ

আগেঃ

পরেঃ

আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।
এই জন্য যা করতে হবেঃ
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
Download link

or

Download link

এই software টি portabole তাই install এর ঝামেলা নেই।
এখন এটি run করুন।
step 1:
Create HDR file এ click করুন।
তারপর add image এ click করুন।
ছবি select করে ok দিন। JPG file এর জন্য আর কিছু করা লাগবে না।
তবে Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে।
Step 1 এর কাজ শেষ করে Step 2 তে যান।
Step 2:
Tone Map HDR file এ click করুন।
এখান থেকে আপনি আপনার ছবিতে অনেক কিছুই করতে পারবেন। আশা করি আর বেশি বলা লাগবে না। সব কাজ শেষ করে FULL এ click করুন। ব্যস কাজ শেষ।
যদি কোন অসুবিধা হয় তবে comment এ জানাবেন।

আরেকটা কথা বলে রাখি আমাদের ওয়েবওয়্যার মাস্টার টিনটিন ভাই এই HDR ইফেক্ট নিয়ে Tune করেছিলেন যেখানে অনলাইনে HDR ইফেক্ট দেয়ার কথা বলা হয়ে ছিল। তবে দুঃখের কথা হলো ঐ সাইট এখন কাজ করে না। টিনটিন ভাইয়ের টিউনটি দেখতে এখানে click করুন। আপনার ডিজিটাল ফটোগ্রাফিতে এইচডিআর ইফেক্ট দিন অনলাইনে

আজকের টিউনটি করতে আমার বেশ কষ্ট এবং সময় লেগেছে। আপনাদের যদি কাজে লাগে তবেই আমার কষ্ট সফল হবে। তাই কেমন লাগলো জানাবেন।
সবাইকে ধন্যবাদ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস

হাসান ভাই আপনার ছবিগুলো দেখে সফটওয়ারটার প্রতি লোভ জেগে উঠল।কিন্তু ডাউনলোড করতে পারলামনা।পারলে পাঠিয়ে দেন কাইন্ডলি।
[email protected]

ভাই ডাউনলোড করতে পারতাছি না কি কর বলেন…… [email protected]

ip mismatch

Level 0

nice !!!
অনেক ভাল জিনিস পেলাম।

Level 0

good tune

Level New

download korte parci na pls vaiya amake id ta mail koren…………[email protected]

আমি download করেছি সেই রখম একটা সফটওয়ার । ধন্যবাদ

rapidshare এর নাম শুনলে আর মাথা ঠিক থাকেনা।

Hasan Jubair (Al-fatah) ভাই রেপিডশেয়ার আর হট ফাইল এর লিঙ্ক দিবেন না দয়া করে। পারলে মিডিয়া ফায়ার এ আপলোড করে তার পর লিঙ্ক দিবেন। কারন বাংলাদেশের বেশিরভাগ নেট লাইন এ রেপিডশেয়ার থেকে কোন কিছু নামানো সম্ভব নয়।

টিউন টা অনেক সুন্দর হয়েছে

    ভাই আপনারা কেন যে রেপিডশেয়ার কে ভয় পান বুঝিনা। এর পরে এইটা নিয়া টিউন করব।
    ধন্যবাদ আপনাকে।

    রলীন তুমি যে নেটই ব্যবহার কর কোন সমস্যা নাই শুধু আইপিটা চেন্জ করে রেপিডশেয়ারে যাও ব্যাস ডাউনলোড কর ইচ্ছামত।

যদি রেপিডশেয়ারের বা মেগাআপলোড এর লিংক দেন তবে আমি বলব টিউন করবেন না। কারন যে লিংক দিয়ে ডাউনলোড করতে পারব না তা না দেয়াই ভাল।

    ভাই এখানে হটফাইলেরও লিঙ্ক আছে।

ভাই তাড়াতাড়ি হটফাইলেরর লিংক দেন।

Level New

ধন্যবাদ হাসান জুবায়ের ভাই। মাঝে মধ্যে সময় হলে এই রকম কাজের কিছু সফট নিয়া টিউন করবেন আশা করি। আর মাইন্ট না করলে আরো একটি কাজ করেন আপনার হেড লাইনে মানুস না হয়ে মানুষ হবে এটা সঠিক করে নেন। সাধারণ বানান ভুল হলে চুখে বেশি পড়েত তাই….

    ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য তবে একটা কথা আপনার বানান গুলার দিকেও একটু খেয়াল রাখবেন 😛
    যেমন মাইন্ট, চুখে ইত্যাদি

Level New

Unlimited ধন্যবাদ। আমার উদ্দেশ্যটা সহজ ছিল…

Level New

Unlimited ধন্যবাদ। আমার উদ্দেশ্যটা সহজ/সাধারণ ছিল… কারণ আপনার Profile এর হেডলাইন আর কিছু না

    হা হা………….
    ভাই বুঝলামতো……..
    আপনার উদ্দেশ্যটা সফল হয়েছে। 😀 😀

ধন্যবাদ

Photoshop is the Best………..

Thnx

সুন্দর এবং জট্রিল টিউন ।সবাই রেপিডশেয়ার কে এত ভয় পায় কেন বুঝলাম না।আমিতো সিটিসেলের ঝুম দিয়ে সহজেই রেপিড হতে ডাউনলোড করি কোন ঝামেলা ছাড়া।

    ভাই আপনি এই প্রথম আমার টিউনে comment করলেন। খুব ভাল লাগছে 😀
    জী ভাই সবাই কেন যে রেপিডশেয়ার কে ভয় পায় আমিও জানি না তবে এইটা নিয়া একটা টিউন করব।
    ধন্যবাদ।

ভালই তো মনে হচ্ছে। এখন P-six চালাচ্ছি তাই ডাউনলোড করলাম না। পি-২ যখন ইউজ করব তখন ডাউনলোড করব মনে থাকলে।

    ব্যবহার করার পর আরও ভাল লাগবে।
    ধন্যবাদ।

Level 2

it,s call জটিল !!!!!!!!!!!!!!! Tune

    haa haaaaaaa 😛 😛
    তোমাকেও জটিল ধন্যবাদ।

ধইন্যাপাতা a lots of. A lots of ধইন্যাপাতা।

konota diyei download korte parlam na………………..

Vi aponake dhonnobad sundor tun korar jonno.

কাজের জিনিশ…
পুরা জখম!…
থ্যাংস
😉

    হা হা হা ……..
    ধন্যবাদটা তো বুঝলাম কিন্তু জখমটা কি? 😛 😛 😛

ভালই তো ( ত্তজ্ঞজ্ঞহ্মহ্ম) বলেন এটা কী?

    ভাই এমন শব্দতো জীবনেও শুনি নাই। তবে আপনি জানেন তো ? 😉 😉

হাসান ভাই নামাইতে দিছি।ব্যবহার করে জানাব।তাই আপাতত ধন্যবাদ দিলাম।বাকি রইল।

    হা হা
    তার আগেই আমি আপনাকে ধন্যবাদ দিয়া দিলাম।

কাজের একটা এ্যাপলিকেশন দিলেন ভাই। বিশেষ করে ওদের সহজ টিউটোরিয়াল দ্বারা খুব সহজেই এ্যাপলিকেশনটা রপ্ত করা সম্ভব। আমি এখন ও সময়ের অভাবে পুরোপুরি দেখতে পারিনি তবে মনে হচ্ছে এটি দিয়ে সহজে ভালোই কাজ করা যাবে। (আসলে ফটোশপে করতে করতে অন্য সফ্ট আর ট্রাই করা হয় না।)

    ফটোশপের কাজ আমি পারি না তাই এই সব দিয়েই আমার কাজ চালাই।
    ধন্যবাদ।

Level 0

vay ami 2 ta site thikay dl korlam but 2 tatey virus dekhay….ki korbo ami!!

    সিয়াম ভাই আপনি কোন এন্টিভাইরাস ব্যবহার করেন তা আমি জানি না। তবে ভাইরাস থাকলে এখানে কমেন্টে আপনার মতো অনেকেই বলতো। যেহেতু কেউ বলে নাই আর আমার কাছেও ভাইরাস ধরা পরে নাই তাই বাকিটা আপনার ইচ্ছা।
    ধন্যবাদ।

ধন্যবাদ……….

Level 2

Important soft

thanks for shair