দেখে নিন কিছু হাতে আঁকা ছবি। বিশ্বাস করতেই চাইবেন না যে এগুলো হাতে আঁকা! যেন জীবন্ত ছবি!

নিউজার্সির আলিশা মনকস খ্যাতি লাভ করেছেন তার অসাধারণ রিয়েলেস্টিক পেইন্টিংস দ্বারা। দেখে মনে হবে এগুলো ফটোগ্রাফস, হয়তো কেউ ক্যামেরায় ধারণ করেছে। স্নানরত মানুষের ছবিতে পানির স্রোত, বাষ্প, শরীরে জমে থাকা পানির বিন্দু এমন ভাবে এঁকেছেন এলিশা যে দেখে মনে হবে এগুলো বাস্তব ফটোগ্রাফ। রিয়েলেস্টিক ছবি এঁকে হয়েছেন প্রশংসিত, পেয়েছেন পুরস্কার। আসুন দেখে নেই তাঁর আঁকা রিয়েলেস্টিক সেই ছবিগুলো।
কাঁচে জমে আছে পানিকণা আর বাষ্প, বাষ্পমোছার দাগ আর দৃষ্টিতে আবেগ
শুধু বাষ্প, পানিকণাই না বাস্তব হয়ে উঠেছে জলে ভেজা পুরুষের খোঁচা খোঁচা দাড়িও
সাবান বা ওয়াশিং জেলের ফেনায় নাক ভাসিয়ে রেখেছেন ভদ্রলোক
পানিতে সম্পূর্ণ শরীর ডুবিয়ে ভাসিয়ে রেখেছেন মুখের একাংশ, দেখে মনে হয় এটা কোন ক্যামেরায় তোলা আলোকচিত্র
অবিশ্বাস্য হলেও এটাও আলিশার আঁকা ছবি
প্রদর্শনীতে তাঁর ছবিগুলোর সাথে আলিশা
পূর্বে এখানে প্রকাশিত। ঘুরে আসতে পারেন আমার বাংলা ব্লগ থেকে। হাতে আঁকা এই অবিশ্বাস্যকর চিত্র গুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সম্ভব নাকি ! ধন্যবাদ শেয়ার করার জন্য।

এক্কেবারে আসল মনে হয়

    @Technology Pagol: জি ভাই। অসম্ভব সুন্দর এই আঁকা গুলো। ধন্যবাদ কমেন্টের জন্য।

ভাই আসলেই বিশ্বাস হয় না যে এগুলা হাতে আঁকা তবে একটু ভালো করে তাকালে বুঝা যায়। ধন্যবাদ মারুফ ভাই শেয়ার করার জন্য ।

    @জুবায়ের আহমেদ: জি ভাই। ধন্যবাদ টিউমেন্টের জন্য। জিনিয়াস এক আঁকিয়ে !

দারুন লাগল। ধন্যবাদ ব্লগার মারুফ

I can’t believe it!

চরম হইসে।Thanks শেয়ার করার জন্য।

I just can’t belive it. Thank you

আমার তো বিশ্বাস হইতাছে না
থাঙ্কক্স 😀

Awsome painting! ! ! apnake dhonnobad.