ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।

এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument। মাত্র ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের মতো সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।

যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ

  1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই। 😉
  2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
  3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
  4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন। 😛
  5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
  6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।

এছাড়া আরো কত কি!

এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।

ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।

আগে

পরে

ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।

আগে

কাজ চলছে....

পরে

মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।

আগে

পরে

বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।

ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। চোখ বন্ধ করে ছবি এডিট করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে

ডাউনলোড লিঙ্কঃ

PhotoInstrument

মাত্র ৪ মেগাবাইট। এটা আগেই ফুল ভার্শন করা তাই শুধু ইন্সটল করলেই ফুল ভার্শন হয়ে যাবে। :)

আমার সব টিউন দেখুন এখানে।

আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক মজার জিনিস।। শেয়ার করার জন্য ধন্যবাদ হাসান যোবায়ের ভাই

অবিশ্বাস্য! জিপি ১ জিবি থাকা সর্ত্তেও লোভ সামলাতে পারলাম না। কি বলব আপনাকে। 🙂 +++++++++++++++++

    আমি যখন লেখা শুরু করি তখন কোন কমেন্ট ছিল না। কিন্তু স্বপন ভাইয়েরটা আমার উপরে কিভাবে উঠল?
    আমার টাইপিং স্পিড কত বেশি এখন বুঝলাম।

    আপনার টাইপিং স্পিড মাখনের মতো। 😛 😛 😉

    নাম মাখন হলেও সারা শরীরের+স্বভাবের মধ্যে মাখনের মত একটাই জিনিস আছে আমার সেটা মন। আর আমাকে এখন একধম হিরোর মত লাগছে( এটা দিয়ে আমার সব ছবি নিমিষেই ফকফকা)হা হা হা

অসাধারন কাজের জিনিশ দিলেন ভাই,অনেক ধন্যবাদ

Level New

এক কথায় জটিল টিউন ফাতাহ ভাই।

আরেহ জটিল টিউন হয়েছে, যারা ফোটশপকে ভয় পায় তাদের জন্য জটিল হবে। খুব ভালো, আমার পিসি ঠিক হলে আমি ট্রাই করে দেখবো। হাহা, অনেক ধন্যবাদ। সব কিছু ঠিক ঠাক বুঝানো আছে তো না হাসান ভাই? পারবো তো?

    আবার জিগায় পারবেন না মানে। পুরা পাংখা জিনিষ।

    পি পি ভাইজানের পি সি এর জন্য গভীর সমবেদনা এবং দ্রুত আরোগ্য কামনা এন্ড হাসান যোবায়ের আল ফাতাহ ভাইকে ঈদের শুভেচ্ছা।

ফাট্টাফাটি কঠিন জিনিস পেলাম অনেক দিন পর। আসলেই পুরা পাংখা জিনিস। 🙂 🙂 🙂

আপনি ভাই আসলে কাজের লোক ।আমার কাজের লোক দরকার । হাহহাহহাহাহ । মজা করলাম ভাইজান, প্লীজ মাইন্ড কইরেন না ।খুব ভালো হইছে।

Level 0

অসাধারন এক কথায় অসাধারন। সম্পুর্ণ নতুন জিনিস দেখলাম। মাঝে মাঝে কিন্তু জিনিসটা জটিল কাজে লাগবে। এইবার এটা দিয়ে আমি একটা জটিল কাজ করমু ।
ধন্যবাদ যোবায়ের ভাই।

জটিল হইছে এক কথায় ফাটাফাটি, চালাইয়া যান…………………………………

আমার কাছে পুরানা ভার্সনটা ছিল। নতুনটা দেওয়ার জন্য ধন্যবাদ।

জটিল জিনিস দিলেন ফাতাহ ভাই। কাজে লাগব 😀

ভাই জিনিষটা জটিল,কাজও করে জটিল,
তাই আপনাকে ১টা জটিল ধন্যবাদ 🙂

জটিল জটিল জটিল …… খুব ভাল লাগলো । ধন্যবাদ ভাই ।

    জটিল ধন্যবাদ আতিক ভাই।

    একটা প্রবলেম পড়লাম @ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইঃ
    সফটওয়্যার ইন্সটল করলাম সিরিয়াল নম্বর ও ইমেল দিলাম তখন একটিভ হল কিন্তু পরে ( আবার যখন পিসি ওপেন করি ) আবার ইউজ করতে গিয়ে আবার ইমেল ও সিরিয়াল চাইলো , এবারও দিলাম কিন্তু ভুল দেখাই , এখন কি করব ?
    উল্লেখ্য ঃ আমি windows seven 64 bit ইউজ করি ।
    প্লিয প্লিয হেল্প মি ।

    আতিক ভাই আপনি আনইন্সটল করে আবার ইন্সটল করুন। তারপর নেট কানেকশন অফ করে সিরিয়াল কী দিন। আশা করি হয়ে যাবে।

thanx 2 share with us

Level 0

এক কথায় অসাধারণ।

জোবায়ের ভাই, জোটিল জিনিস।ঢোননোবাড।

আমার কাছে এর সিরিয়াল নাম্বার ছিল না। যাক এখন ফুল ভার্ষন ব্যবহার করা যাবে। ধন্যবাদ আপনাকে।

বেপক মজা পাইলাম ,,,,

ভালো জিনিস, ধন্যবাদ

Bhai= Noise were Profesonal 3.0 Dia to Er Theke Valo Clean Kora Jai.

কি মজা! আগে ‘তলে ভরে’ লই!! ফটোশপেরে এবার দেখায়া ছাড়ুম!!!

হাসান ভাই আপনার পিক টা কি এই সপ্ট দিয়ে এডিট করেছেন। এক কথায় শতভাগ ধন্যবাদ!!!!

হাসান ভাই এই সফটওয়্যার টি আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, কাজের জিনিস।
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

আমার মনে হয় এই সফট্ টা অনেক আগেও একবার আপনি/অন্য কোন টিউনার দিয়েছিলেন, যাক অনেকদিন পর আবার রি-টিউনের মাধ্যমে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ যোবায়ের ভাই। 🙂
আপনি যেমন প্রিয় তে তেমনি আপনার টিউনটিও প্রিয় তে রেখে দিলাম।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) থাকলে আসলেই ছবি এডিট করা অনেক সহজ,
খুব ভাল সফট এবং ভাল টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অসাধারণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

hasan vai,amar registration a problem hoitesee…..3 bar uninstall kre install korlam but shb shomoy incorrect product key dekhay….first tym jokhon registration korsilam tokhon thik moto kaj krtesilo but hotat kore problem kora lagaise…matro ekta pic edit kore save krte parsi 🙁

ডাউনলোড ও প্রিয়তে।

ভাই আমি আজকে ডাউনলোড করছি, ডাইরেক্ট ওপেন হয়ে গেছে কাজ ও করছি কিন্তু সিরিয়াল কি কোথায় ডুকাব জায়গা পাইতেছেনা।কিভাবে কি করব একটু বলবেন কি?

ভাই আমার সিরিয়াল নাম্বার কাজ করছে না । নতুন সিরিয়াল নাম্বার কোথায় পাব ।

হাসান ভাই… আপনি একটা জিনিয়াস… আপনার টিউন গুলা জটিল লাগে…. আমি এই প্রথম কারো টিউন এ কমেন্ট করলাম
.. আর এই সফট ও অন্নেক জোস হইসে… চালাই যান… সাথে আসি… B-)

আপনি জটিল সব টিউন করেন । আপনার সব টিউন পড়ার চেষ্ঠা করছি। ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাংলা বানানের ব্যাপারে আপনার আরো সচেতন হতে হবে। কারন আপনি আর সাধারণ কেউ নন হাসান যোবায়ের ( একটি ব্র্যান্ড)!!!!!!!!!!!!!!!

    অসীম ধন্যবাদ সহিদ ভাই। 🙂
    বানানের ব্যাপারে আগে কেউ কিছু বলেনি।
    আপনি যদি ভুলগুলো ধরিয়ে দিতেন খুশি হতাম। 🙂

Level 0

আমার ছবি এডিট নিয়ে কোন আগ্রহ নেই কিন্তু আপনার এই সফট দিয়ে মনে হই শুরু করতে হবে।অসংখ্য ধন্যবাদ এবং দোয়া তো চালু আছেই।

ধন্যবাদ হাসান ভাই।ছবির ব্যাকগ্রাওন্ড সহজে কিভাবে পরিবর্তন করা যায়?

পুরা ভার্সনটা নামাতে পারছি না। সিরিয়াল কী কাজ করছে না।ক্রাক ফাইলটা নামালাম, কিন্তু আপনি যে কপি পেস্ট করতে বলছেন,অই ফাইল এ কপি করার কোন অপশন ই নাই, প্লিজ সাহায্য করুন,কি করতে পারি?

হাসান ভাই সত্যই প্রাণ জুরিয়ে গেছে সফ্টওয়্যারটা দেখে।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।

Level 0

অসাধারন! অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আরো কিছূ আশা করছি আপনার কাছ থেকে।

উইন্ডোজ ৭ সেট আপ দেওয়া। নরটোন এন্টি ভাইরাস ব্যাবহার করি। আপনার দেওয়া PhotoInstrument 4.2 Build 430 সফটওয়ারটি ইনস্টল করি। কিন্তু Email Address: [email protected]
Registration Key: 02-UYNOGJIG এটি ইনভ্যালিড দেখাচ্ছে।
ক্র্যাক ফাইলটি ডাউনলোড করে আনজিপ করতে বলেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে-আনজিপ করতে গেলেই মাইক্রোসফট ওয়ার্ডের মত পেজ ওপেন হচ্ছে। এ থেকে পরিত্রানের উপায় কি? শুধু এক্ষেত্রেই এধরনের সমস্যার সম্মুখীন হয়েছি তা নয় প্রায় ক্ষেত্রেই এধরণের সমস্যার সম্মুখীন হচ্ছি। সমস্যাটির সমাধান দিলে উপকৃত হতাম।

@হাসান,হেল্প দরকার…………সব শেয়ারিং সাইট গুলোর ফাইল সার্চ এর লিঙ্ক দাও।

Level 0

Amazing post, ThanQ.

ধন্যবাদ, হাসান ভাই

Level 0

আমার এটা use করার মনেহয় ভাগ্য নয়।02-UYNOGJIG সিরিয়ালকেটা দিলাম তার পর ও হলোনা