4K ভিডিও রেকর্ডিং নিয়ে সনির নতুন ক্যামেরা Sony A6300 (জানুন বিস্তারিত)

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই, নিশ্চই ভালো। বহু দিন পর টেকটিউনস এ টিউন করলাম।

মূল টিউন:

ফটোগ্রাফি, নিউজ কাভার ইত্যাদির জন্য বর্তমানে বাজারে কতই না প্রোফেশনাল ক্যামেরা রয়েছে,সেটির ভেতর কোনটি যদি হয় Handy,ছোট,স্টাইলিশ,উন্নতমানের তাহলে তো কথাই নেই!  তেমনি একটি ক্যামেরার সাথে আজ আপনাদের পরিচয় করে দেব।এটি বর্তমানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড Sony এর লেটেস্ট ক্যামেরা Sony A6300.

4K ভিডিও রেকর্ডিং নিয়ে নতুন Sony A6300
4K মানের ছবি তোলা ও ভিডিও রেকর্ডিং করা যাবে নতুন সনির consumer ক্যামেরা Sony A6300 দিয়ে।তবে কোম্পানিটি দাবি করছে ছবি তোলার ক্ষেত্রে এটি দিয়ে 6K পর্যন্ত মানের ছবি তোলা সম্ভব। 😱
আাসেপাশের সেন্সর এরিয়ার ভেতর থাকা যেকোন বস্তুর ওপর সহজে 4K  focus করার ক্ষমতা রাখে এই ক্যামেরা।এতে রেয়েছে বরাবরের মতন silent shooting mode।

ব্যবহারকারী এই ক্যামেরায় সহজে Super35 ফরম্যাটে UHD 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

Sony A6300 তে রয়েছে Exmor CMOS Sensor এবং BIONZ Prossesor যুক্ত ২৪.২ মেগাপিক্সেল ক্যামেরা।ব্যবহারকারী DSLR মতন পছন্দ অনুযায়ী বিভিন্ন মানের addictional camera lense  ও ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারকারীরা এর রোটেটেবল স্ক্রীনকে ৪৫ থেকে ৯০ ডিগ্রী পর্যন্ত অ্যাঙ্গেল এ ঘুরাতেও পারবেন।

এতে রয়েছে external power এবং microphone লাগানোর option। যার মাধ্যমে প্রযেক্ট তৈরীর ক্ষেত্রে, ব্যবহারকারী একটু বেশিই সুবিধা পাবেন..তাছাড়াও পছন্দমত লেন্সতো লাগাতে পারবেনই।

ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এর মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
লেখা ভালো বা খারাপ হলে জানাবেন☺ আপনারা ভিজিট করে আসতে পারেন আমার ওয়েবসাইট ☺ আল্লাহ হাফেজ

→ আর থাকছে না গ্রামীনফোন এর "০১৭" ডিজিট

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশকে বিজয়ী করতে প্রয়োজন আপনার ভোট। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম কি একবার সাড়া দেবে ? এসো সবাই মিলে বিজয়ী করি বাংলাদেশকে। বিশ্বকে জানিয়ে দেই আমরাই চ্যাম্পিয়ন
https://www.techtunes.io/tech-talk/tune-id/438763